বাজেট নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম
নিম্নআয়ের মানুষদের কাছে বাজেট মানেই প্রতি বছর ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া। তাই বাজেট নিয়ে তাদের মাঝে উৎসাহ কম, বরং আতঙ্কটাই বেশি। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। মে মাসেও মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের কাছাকাছি। আছে ডলার–সংকট। এ কারণে পণ্য আমদানি সংকুচিত করে রাখা হয়েছে। গত বছরের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে রপ্তানি আয় কমে গেছে ১৬ শতাংশ। আবার রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি নেই। বাড়ছে দেশি-বিদেশি দেনা পরিশোধের চাপ। এমন পরিস্থিতিতে নতুন বাজেট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেশিরভাগ মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট সংসদে ঘোষণা করা হয়েছে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সবচেয়ে বড় এই বাজেট পেশ করা হয়।
বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতাদের দাবি, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। বিএনপির নেতারা বলছেন, বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাজেট ভালো হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভালো বাজেট। ব্যবসায়ীরা এতে কী প্রতিক্রিয়া দেয় তা দেখবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নতুন বাজেট প্রক্রিয়া হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণা।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘যেসব উন্নয়ন এর আগে হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে কোথায় যেতে চাই আমরা, তা ভেবেই বাজেট তৈরি হয়েছে। যারা প্রেসক্রিপশন নিয়ে বাজেট দিতো, তারাই বিদেশি প্রেসক্রিপশনে বাজেট হয়েছে বলে সমালোচনা করছেন।’
সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (কল্যাণ পার্টি) বলেন, ‘মুদ্রাস্ফীতি এই বাজেটে বাড়বে, এটার কোনো নিশ্চয়তা বা আশঙ্কা নেই। মানুষের ওপর চাপ পড়বে, এটা স্বাভাবিক। তবে পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে সংকট কমবে।
ফেসবুকে সাদ্দাম হোসাইন লিখেছেন, বাজেটে বাড়ানোর দরকার নেই প্রতিদিন এমনিতেই বাড়ে। দেশটা মগের মুল্লুক শিল্পপতিরা সরকারি আমলে যা মন চায় তাই করতে পারে কারো কোনো জবাবদিহিতা নেই, রাষ্ট্র এখন অভিভাবকহীন।
এম আর রশিদ লিখেছেন, এই অ-বৈধ সরকার তো জনগণের নাভিশ্বাস তুলে ফেলবে! এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোয়া তার উপর সবকিছুতেই অতিরিক্ত শুল্ক ধায্য করা হচ্ছে যা সাধারণ জনগণকে আরও ফকির করার ধান্ধা! একজন দিনমুজুরও সরকারকে অতিরিক্ত শুল্ক দিতেই হবে তার উপার্জন যাই হোক না কেন! হায়রে দেশ! এতো তো দেখি রক্ত চোষা সরকার!
অরুপ কুমার সরকার লিখেছেন, কৃষক মারা বাজেট! এমন বাজেট হলে কৃষকদের মরে যাওয়ার কথাও বলা উচিত, কারন সার, বীজ, কীটনাশকের দাম বাড়বে অন্য দিকে কৃষকের উৎপাদিত পন্যের দাম কমবে।১৫% ভ্যাট দিলে কালো টাকা সাদা হবে অর্থাৎ প্রকাশ্যে দূর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে।এমন বাজেট হলে ১ বেনজিরের বদলে ১০০ বেনজির তৈরী হবে।
বাজেট প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম লিখেছেন, দাম আবার কোন বাজেটে কমলো? যেই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট ঐ দেশে বাজেটে কিছুই যায় আসে না। আইন আছে প্রয়োগ নেই, সেই দেশেই বেনজির, আজিজের মতো প্রশাসনের কর্মকর্তারা দূর্নীতিবাজ হয়।
মোঃ শাহিনুর রহমান লিখেছেন, অর্থমন্ত্রী বছরে একবার করে জনগণের সামনে আসেন এবং আতঙ্ক ছড়িয়ে জনগণকে বাজেটের নামে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির একটি তালিকা হাতে ধরিয়ে দিয়ে উধাও হয়ে যান। বাজেটের নাম শুনলেই সাধারণ জনগণ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আমাদের যে পরিমাণ বাজেট পাশ হয় তা যদি যথার্থ ব্যবহার করা হত তাহলে সত্যিই বাংলাদেশ সিঙ্গাপুরের মত উন্নত হয়ে যেত।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান