দেশে বছরে ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত
০৯ জুন ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ০৮:১৮ পিএম
#‘ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে’ পালন
# শিশু ও বয়ষ্কদের মধ্যে আক্রান্তের হার বেশি
উন্নত বিশ্বে প্রতি লাখে ১৫ জন মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। তবে তৃতীয় বিশ্বের এ সংখ্যা প্রতি লাখে ৪ জন। বিভিন্ন ধরণের রেডিয়েশনসহ বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে। দেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। আর প্রতি বছর প্রায় ১০ হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে। নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়। ‘ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে’ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ‘ব্রেন হেলথ এন্ড প্রিভেশন’ প্রতিপাদ্য নিয়ে রোববার (৯ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দিবসটি পালিত হয়েছে। শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত এই বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র ভিসি প্রফেসর ডা. দ্বীন মোহা. নূরুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের প্রফেসর এবং সার্জারি অনুষদের ডিন প্রফেসর ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. আফজাল হোসেন, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডা. ধীমান চৌধুরী, নিউরোও স্পাইন সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. জাহেদ হোসেন এবং নিনস’র নিউরো সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. জয়নুল ইসলাম।
সেমিনারে ব্রেন টিউমারের ওপর আলাদা ৩টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিনস) সহকারী অধ্যাপক ডা. কে এম আতিকুল ইসলাম ও ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. সুমন রানা। সেমিনারে জানানো হয়, ব্রেইন টিউমার মানেই ক্যান্সার নয়। ৭৫ শতাংশ ব্রেইন টিউমারই ক্যান্সার নয়। দেশে ক্যান্সারের আক্রান্তের সংখ্যার দিক থেকে এই ক্যান্সারের অবস্থান ১৯ তম। সংখ্যায় কম হলেও এই ক্যান্সারে আক্রান্তদের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। শিশু ও ৬৫ উর্ধ্ব বয়সীদের মধ্যে ব্রেইন টিউমারে আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়া ব্রেইন টিউমারে আক্রান্ত অথচ ক্যান্সার নয় এক্ষেত্রে নারীদের সংখ্যা বেশি। অপরদিকে ব্রেইন টিউমার হয়ে ক্যান্সারে আক্রান্ত তাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। দিন দিন এই ক্যান্সার ও টিউমারের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, শিল্প কারখানার কার্বণ নিঃস্বরণ, বংশগত, ধূমপান, লিঙ্গ, এলকহল, রেডিয়েশন এক্সপোজার উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের নিউরো সার্জনরাই সারা বিশ্বে বাংলাদেশের নেতৃত্বে দেবে। একই সঙ্গে তরুণ নিউরো সার্জনরা অনেক দক্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা দিতে পারদর্শী। আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্রেন টিউমার অপারেশনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে।
ভিসি প্রফেসর ডা. দ্বীন মোহা. নূরুল হক বলেন, দেশে নিউরো সার্জারির অনেক উন্নতি হয়েছে। বিএসএমএমইউ নিউরো সার্জারির উন্নয়নে কাজ করছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিলে দেশের বিশ্বমানের নিউরো সার্জারি সেবা দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রফেসর ডা. মোহাম্মদ হোসেন বলেন, দেশের অধিকাংশ মেডিকেলে নিউরোসার্জারি বিভাগ নেই। মাত্র ২০টি সরকারি হাসপাতালে নিউরোসার্জারি চালু আছে। নিউরোসার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কম্বাইন্ড মেডিকেল হসপিটাল, রংপুর মেডিকেল কলেজে এমএস নিউরো সার্জারি কোর্স চালু করা হয়েছে। ২০৩২ সালের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে সেবা চালু হবে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন