বৃষ্টিবিহীন আষাঢ়ে দিনে-রাতে ভ্যাপসা গরমে ঈদ উদযাপন
১৭ জুন ২০২৪, ১০:২৮ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৪, ১০:২৮ পিএম
“আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর; মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।” আজ আষাঢ় মাসের তৃতীয় দিন পার হচ্ছে। এখন ভরা বর্ষাকাল। কিন্তু স্বাভাবিক বৃষ্টি নেই। বরং দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিবিহীন এই আষাঢ়ে দিনে-রাতে ভ্যাপসা গরমের মাঝেই আজ সোমবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। আষাঢ় মাসে মেঘের গর্জন ও ঘনঘোর বর্ষণ নেই।
দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য ভ্যাপসা গরমে-ঘামে দুর্বিষহ জনজীবন। অন্যদিকে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ঈদের দিনে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। নানামুখী জনদুর্ভোগ চরমে।
আবহাওয়া বিভাগ জানায়, বর্ষার বাহক দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়।
আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৮ এবং সর্বনিম্ন ২৯.৬ ডিগ্রি সে.।
এদিকে দিনের তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও। আজ দেশের অনেক জায়গায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা ২৮ থেকে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গেছে! যা অস্বাভাবিক। এর ফলে গরমে-ঘামে দিনে-রাতে কোথাও নেই নেই স্বস্তি।
তাছাড়া বাতাসের আর্দ্রতার হার অর্থাৎ জলীয়বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেশি থাকায় গরমের অস্বস্তি বেড়েছে। ঢাকায় গতকাল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সকালে ৮৯ শতাংশ এবং সন্ধ্যায় ৭৫ শতাংশ, যা অস্বাভাবিক বেশি।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১৮৯ মিলিমিটার। এ সময়ে রংপুর ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ, চট্টগ্রাম বিভাগে হালকা বিক্ষিপ্ত দুয়েক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে তেমন বৃষ্টিপাত হয়নি।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বিরাজ করছে।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত