৫২ লাখ টাকার কোরবানি দিয়ে রাজস্ব কর্মকর্তার ছেলে ভাইরাল
২০ জুন ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৫ এএম
এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।
শুধু ১৫ লাখ টাকার ছাগলটিই নয়, ৩৭ লাখ টাকা খরচ করে ইফাত কিনেছেন আরও চারটি গরু। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় কোরবানি দিলেন তিনি।
মতিউর রহমান নামে এই কর্মকর্তার ছেলের জন্য এমন কোরবানি দেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, গত বছরও কোরবানি দিয়েছিলেন ৬০ লাখ টাকার পশু। তবে সেবার বিষয়টি সামনে আসেনি।
জানা গেছে, দেশের আলোচিত সাদিক এগ্রো থেকে ২৬ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন ইফাত। বাকি তিনটি গরু তিনি কিনেছেন ২৬ লাখ টাকায়।
এত টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। এবার সাদিক এগ্রোর ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে এতে বিপাকে পড়ে গেছেন তার বাবা মতিউর রহমান। তার আয়ের উৎস নিয়ে উঠে গেছে প্রশ্ন।
কোরবানির আগে সাদিক এগ্রো থেকে কেনার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ৪১/২ নম্বর বাসা ইমপেরিয়াল সুলতানা ভবনের নীচ তলায় রাখেন ইফাত। কিন্তু তার সাক্ষাতকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি।
পাশাপাশি ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি। ইফাতের সেই সঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
ইফাতের ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চারটি গরুসহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা।
তবে ইফাতের বক্তব্য না পাওয়া গেলেও সাদিক এগ্রোর কর্ণধার মো. ইমরান তার কাছে ছাগল বিক্রির সত্যতা নিশ্চিত করেন।
শাহরিয়ার পলাশ নামে একজন ফেসবুকে লিখেছেন, সাদিক এগ্রোর ১২ লাখ টাকার সেই ভাইরাল ছাগল কিনেছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এই ছাগল ছাড়াও আরও ৪টি গরু কিনেছেন তিনি। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় এগুলো ক্রয় করেন ইফাত। এই ছাগল কিনেই বিপাকে এখন ইফাত এবং তার পরিবার। মোবাইল নাম্বার বন্ধ করেছেন তিনি। ফেসবুক আইডি ডিজেবল করেছেন ইফাত। কিন্তু সাংবাদিকরা ঠিকই তার বাসা খুঁজে বের করেছে। মতিউর রহমানের আয়ের নানান অসঙ্গতি এখন সামনে আসছে।
মোস্তফা নাঈম নামে একজন ফেসবুকে লিখেছেন, মহা দুর্নীতিবাজ কর্মকর্তা ছাড়া এমন কর্ম করা দুরূহ। নিরব তদন্ত হলে দেখা যাবে আরেক বেনজীর লুকিয়ে আছে।
ইমাম হোসাইন নামে একজন লিখেছেন, কতজনের কাছ থেকে রাজস্ব ফাঁকি দিয়ে টাকা আদায় করেছে তার বাবা। সেটা খতিয়ে দেখা উচিত।
গাজী মোবারক নামে একজন লিখেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে। এ ছাগলসহ আরও কয়েকটি ছাগল ও চারটি গরু কিনেছে। এছাড়াও গত বছর কোরবানির জন্য ৬০ লাখ টাকার গরু ও ছাগল কিনেছে।
তিনি আরও লেখেন, মতিউর রহমান তার ছেলেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার গাড়ি কিনে দেওয়ার টাকা তিনি কোথায় পাচ্ছেন? এবার বুঝতে পারছেন তো দেশ কারা দেউলিয়া করতে চরমভাবে লুটপাট চাচ্ছে। আপনার, আমার কষ্টার্জিত ট্যাক্সের টাকা কোথায় যায়?
হাসমত আলী নামে একজন লিখেছেন, তারা বাবাকে বিচারের আওতায় আনা দরকার, একজন সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা পেল কোথায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত