সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ঢাবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা, ক্লাস বন্ধ ঘোষণা
৩০ জুন ২০২৪, ০২:০৮ পিএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ০২:০৮ পিএম
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। একই দাবিতে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। এছাড়া, আগামীকাল সোমবার তথা ১ জুলাই থেকে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব ধরনের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
আজ রোববার সকালের শুরু হয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। এর অংশ হিসেবে আজ বিকেল ৪টা পর্যন্ত কোন ধরনের ক্লাস ও একাডেমিক কাজে অংশ নেবেন না তাঁরা। তবে পরীক্ষা ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম এর বাইরে থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। তবে পরীক্ষাসমূহ আওতামুক্ত রয়েছে। আগামীকাল (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করে, পরে ১১টার সময়ে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মোতালেব বলেন, ‘আমরা সকাল থেকে কর্মসূচি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব।’
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রার ভবন সরেজমিনে স্নাতকোত্তরের এক শিক্ষার্থী এসেছেন সনদ তুলতে। কিন্তু কর্মবিরতি থাকায় তার কাজ সম্পন্ন করতে পারছেন না। জামিল মোহাম্মদ নামে সেই শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মবিরতির কারণে আমার সার্টিফিকেট তোলার কাজ সম্পন্ন করতে পারিনি। আমার জরুরি দরকার ছিল।’
অপরদিকে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল ১ জুলাই থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। সর্বাত্মক এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় সব ক্লাস বন্ধ থাকবে বলে এক চিঠিতে জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এ চিঠি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি