শিক্ষকদের কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়গুলো, নেটদুনিয়ায় সমালোচনা
০৩ জুলাই ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১২:১৭ এএম
নতুন সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’কে বৈষম্যমূলক ও কম সুবিধার মনে করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাই প্রচলিত সরকারি পেনশনে থাকার দাবিতে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন তারা।
এই কর্মবিরতির কারণে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমসহ সব ধরনের একাডেমিক কাজ অচল হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিও মঙ্গলবার সীমিত আকারে পালন করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক ছাড়া আর কোনো শিক্ষকদের দেখা যায়নি। ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৬ হাজারের কিছু বেশি। কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৪ হাজার। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে সব বিশ্ববিদ্যালয়েই ক্লাস,পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে।
বিশ্ববিদ্যালয়গুলো অফিসার ও কর্মচারী সমিতিও শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি খোলার দাবিতে শিক্ষার্থীরা সোমবার লাইব্রেরির সামনে ইটপাটকেল ছুঁড়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া।
তারা সর্বজনীন পেনশন প্রত্যয়-এর প্রজ্ঞাপন বাতিল ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে কর্মবিরতি শুরু করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন অধ্যাপকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বৈষম্যের জায়গাগুলো স্পষ্ট করেছে। ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনের সঙ্গে আমরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একমত। তাই আমরা আন্দোলন শুরু করেছি। আমরা আগের সরকারি পেনশনেই থাকতে চাই।
তিনি জানান, এখন যে সরকারি নিয়মে আমরা পেনশন পাই তাতে আমাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। পুরোটাই সরকার বহন করে। কিন্তু নতুন নিয়মে আমাদের বেতনের শতকরা ১০ ভাগ কেটে রাখা হবে। আর একজন অধ্যাপক অবসরের সময় গ্রাচুইটি হিসেব এককালীন ৮০ লাখ টাকা পান। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। মারা যাওয়ার পর তার স্ত্রী বা স্বামী মারা যাওয়ার আগ পর্যন্ত ওই পেনশন পাবেন। কিন্তু নতুন নিয়মে গ্রাচুইটি নাই। আবার ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন দেয়া হবে। পেনশন ভোগীর স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও তাই।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সমালোচনা করছেন। কেউ শিক্ষকদেও দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ শিক্ষকদের নিয়ে কঠিন সমালোচনা করেছেন।
আবু নাঈম হাওলাদার নামে একজন ফেসবুকে লিখেছেন, চাইলেই যদি পাওয়া যায়। তাইলে সমস্যা কি। বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা চাকরির অভাবে ঘুরছে। কিন্তু চাকরি হচ্ছে না। আর এরা আছে পেনশন নিয়ে তামাশা করছে। এদেরেকে বহিষ্কার করে নতুন নিয়োগ দেওয়া হোক।
মো. মারুফ নামে একজন লিখেছেন, সরকারি চাকরিতে পেনশন ব্যবস্থাই উঠিয়ে দিলে ভালো হবে। সরকারি এবং বেসরকারি চাকরির বৈষম্য কমাতে হবে।
ফাহিম হাসান মিতু নামে একজন লিখেছেন, যেসব শিক্ষকরা পেনশনের দাবিতে স্কুল কলেজে ক্লাস নেওয়া বন্ধ করে রাস্তায় নেমেছে, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হোক।
সোহাগ তানভীর নামে একজন লিখেছেন, শিক্ষকেরা পেনশন নিয়ে সরব কিন্তু কোটা নিয়ে নীরব; নিজের স্বার্থ যেখানে, স্বার্থপর যায় সেখানে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা