শেষমেশ বিসিএসেরও প্রশ্ন ফাঁস: সামাজিক মাধ্যমে ক্ষোভে তোলপাড়
০৮ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম
শেষমেশ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের প্রশ্নর ঘটনা ঘটেছে। ৩৩ বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের সত্যতা ওঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে।
এদেশের মানুষের সবশেষ ভরসায় জায়গা ছিল বিসিএস। কিন্তু শেষমেশ এটিও কলুষিত হয়ে যাওয়ায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। সব সেক্টর দূষিত হয়ে গেলেও অন্তত বিসিএসের জায়গাটি দূষিত হয়নি—এমন বিশ্বাস লালন করা এদেশের শিক্ষিত জনগোষ্ঠী যেন হতাশা প্রকাশ করার কোন ভাষাই খুঁজে পাচ্ছেন না।
প্রতিবেদনে, সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস ক্যাডার এবং নন-ক্যাডারের প্রায় ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।
এমনকি সবশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয়।
প্রতেবেদনে দাবি করা হয়েছে, ৩৩তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডার পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা।
বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চ্যানেল-২৪ এর অনুসন্ধানী প্রতিবেদক আব্দুল্লাহ আল ইমরান। তিনি লিখেছেন, “শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা। গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই!
দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসিকেন্দ্রীক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা, যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলি, রিটেন, ভাইভাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে। সর্বশেষ ৪৬তম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পড় থেকে।
এই অনুসন্ধানে পাওয়া তথ্য একজন বাংলাদেশী নাগরিক হিসেবে শিউরে ওঠার মতোই, কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ-তরুণী।
জীবনের শুরুর ৩০ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া-পাওয়া বিসর্জণ দিয়ে বিসিএস ধ্যান-জ্ঞান করে, নিদেন পক্ষে পিএসসির একটি নন-ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুণেন , লাইব্রেরীতে পড়ে থাকেন দিনের পর দিন, তাদের জন্য এ খবর রীতিমতো বজ্রাঘাত! রাষ্ট্রের তরফে প্রহসন।
কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হয়ে এভাবে একের পর এক প্রশ্নফাঁসের ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কীভাবে এড়াবেন? একটি দুটি তো নয়, ৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডাার পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা।”
প্রশ্ন ফাঁসে তীব্র ক্ষোভ জানিয়ে ফেসবুকে মোঃ রাশেদুল ইসলাম লিখেছেন, বিসিএস এ একটি ক্যাডার পদ পাওয়ার জন্য সর্বনিম্নে ৩ বছর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জীবনের সুখ-দু:খের অনুভূতি নষ্ট করে, সকল সামাজিক চাপ উপেক্ষা করে দিনরাত মেধাবীরা কষ্ট করে যাচ্ছে অথচ সেই পরীক্ষায় ৫০০ পোস্টের বিপরীতে প্রশ্ন ফাস করা ৬০০ জনকে ঢাকার বিভিন্ন বুথে বুলি মুখস্ত করিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। ৫০০ পোস্টের মধ্য হয়ত ভাইভা দিয়ে কিছু মেধাবীর জায়গা হয় কিন্তু যারা যোগ্য ছিল কিন্তু জায়গা হয়নি, যারা ভাগ্যকে পিএসসির হাতে তুলে দিয়ে দিনরাত চেষ্টা করে যাচ্ছিল তাদের সাথে এ কেমন অবিচার। লড়াই মেধাবীদের নাকি প্রশ্ন ফাঁসকৃতদের!
১২ বছর ধরে পিএসসির অফিস সহায়ক এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, একদা পুলিশের কাছে ধরা খেয়েও ব্যবসা বন্ধ হয়নি রীতিমতো চালিয়ে যাচ্ছেন। অফিস সহায়কের এত ক্ষমতা কোত্থেকে এলো এই হিসেব তো মেলে না। বিসিএস এর আশায় ব্যর্থ হয়ে যাদের ক্যারিয়ার ধ্বংসের দ্বারপ্রান্তে তাদের অভিশাপে এদের কি ঘুম হয়!
তাসলিমা খানম লিখেছেন, BCS পরীক্ষার ফর্ম কখনো আমার কেনা হয় নাই। কিন্তু আমার বিশ্বাস ছিলো অন্তত দেশে একটা প্রতিষ্ঠান ১০০% দূর্নীতিমুক্ত, সেটা হলো পিএসসি! কিন্তু না!ফাঁস হয়েছিলো ৪৬তম বিসিএস এর প্রশ্ন!৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার-নন ক্যাডার পরীক্ষার প্রিলি, লিখিত, এমনকি ভাইভার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিলো! ধন্যবাদ পিএসসি আমার ভুল ভাঙানোর জন্য!
লালচান আলী লিখেছেন, বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় এই কথা শুনে সবাই অবাক হচ্ছে দেখে আমি ভীষণ অবাক হলাম। আমাদের দেশের সব সেক্টরে দুর্নীতিবাজরা বসে আছে। আর পিএসসি-তে ওলি আউলিয়ারা বসে আছে - এই ভাবনাটা কীভাবে সবাই ভাবলো!! সেটি দেখে অবাক না হওয়ার কোনো উপায় নেই। দুর্নীতিবাজরা রীতিমত দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হায় বিসিএস!
আজমেরী সুলতানা লিখেছেন, ফাঁস হয়েছিলো ৪৬তম বিসিএস এর প্রশ্ন! ৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার-নন ক্যাডার পরীক্ষার প্রিলি, লিখিত, এমনকি ভাইভার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিলো! তরুণ সমাজের একমাত্র ভরসার জায়গা ছিলো পিএসসি। এটিও বাদ গেলো না পচনের হাত থেকে।
তাই, দম্পতি ও জোড়ায় জোড়ায় বিসিএস নিয়ে এখন আমার যথেষ্ট সন্দেহ!স্বামী পারলে বউ পারে, আবার বউ পারলে স্বামী পারে! না মানে একসেট কিনলেই হয়ে যায় না?!
রায়হান খান লিখেছেন, বিসিএস এর আবেদন করিনি কখনো।সব সময়ে মনে হয়েছে পথটা অনেক কঠিন। এতো Struggle করা আমার পক্ষে সম্ভব না। অথচ আমার নিজ এলাকার এক বাটপার ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাস করে আজ হাজার কোটি টাকার মালিক..!! ভাই ২টা বছর আগে জানলে লাখ লাখ টাকা খরচ করে আমেরিকায় আসতাম না। এই টাকা দিয়ে প্রশ্ন কিনে ক্যাডার হয়ে যেতাম। আফসোস হইতেছে খুব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ