বাবা মাকে একটু বলো, আমি আন্দোলনে যাব, স্লোগান দেব’
০২ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের সামনে মা-বাবার সঙ্গে আন্দোলনে আসে জাবিন আক্তার। সেখানে থাকা একটি লাইব্রেরির ভেতরে বারবার মাকে বলছে, আম্মু আমাকে দুটা স্লোগান দিতে দাও। আমার মন চাচ্ছে শুধু দুটা স্লোগান দেই। জাবিন আক্তারের মা বলেন, বাইরে বৃষ্টি, তুমি ভেতরে থাক। তখন জেরিন বলে, বাবা একটু মাকে বল, আমি যাব, স্লোগান দেব, আবার চলে আসব।
তার এমন আবদার রাখার জন্য লাইব্রেরি থেকে ছাতা কিনে দেন বাবা। এ সময় লাইব্রেরির দায়িত্বে থাকা একজনকে বলে- আন্দোলন চলাকালে যদি পুলিশ ধাওয়া দেয় তাহলে আমাকে ঢুকতে দিয়েন। একথা বলতে বলতে মার হাত ধরে বৃষ্টিতে ছাতা নিয়ে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে। জাবিন আক্তার রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্রী।
আজ শুক্রবার মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজউক কলেজে সামনে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থী। এতে অংশ নেন শিক্ষক, অভিভাবকসহ নানা পেশার মানুষ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে থাকা শিক্ষার্থীরা "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগানে মুখরিত করে তোলে উত্তরা-৬ নম্বর সেক্টর। তাদের হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড দেখা যায়। অনেক শিক্ষার্থী অসুস্থ শরীর নিয়েও মানববন্ধনে যোগ দেয়।
শিক্ষার্থীরা বলছে, শুরু থেকে তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্তু পুলিশ তাদের সহপাঠীদের ওপর ন্যাক্কারজনক হামলা করে আহত করেছে। অনেক শিক্ষার্থীকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। এ সময় তারা সহপাঠীদের ওপর পুলিশের হামলায় আহত ও কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীদের ভেতর মুনতাসির মামুন গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি মার্চ ফর জাস্টিস বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় পালন করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো কোনো কলেজে মার্চ ফর জাস্টিস পালন করা হয়েছে। এখানে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া আমাদের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী স্বপ্ন এইচএসসির পরীক্ষার্থী। তাকে গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি চাই।
সেখানে আসা অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখন যুদ্ধতে পরিণত হয়েছে। তারা তাদের যৌক্তিক আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হলে আমাদের চিন্তা হয়। তাই তো তাদের একা ছাড়তে পারি না। পুলিশ কখন তাদের গ্রেপ্তার করে এমন দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খায়।
অভিভাবক ইফতেখার জামান সাফিন গণমাধ্যমকে জানান, বাসা থেকে ছেলেকে নিয়ে কলেজে এসেছি। সে এই প্রোগ্রামে যোগ দিতে সকাল থেকেই তাগাদা দিচ্ছে। তাদের ভেতরের অবস্থা না দেখলে বোঝা যায় না। এত বৃষ্টি পড়ছে তবুও তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে।
এদিকে শুক্রবার (২ আগস্ট) সারা দেশে মসজিদে জুমার নামাজের পর দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সকল প্রার্থনালয়ে প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল