শয়তানি শক্তি পানি আগ্রাসন চালিয়েছে বাংলাদেশের ওপর জুমার খুৎবা পূর্ব বয়ান
২৩ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ড.মুফতি ওয়ালীউর রহমান খান আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, শয়তানি শক্তি (ভারত) রাতের আধারে বাংলাদেশের ওপর পানি আগ্রাসন চালিয়েছে। ওরা আমাদের পানিতে ডুবিয়ে মারতে চায়। ফেনী, কুমিল্লা নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বানভাসি মানুষ চরম দুর্বিষহ জীবন-যাপন করছে। বানভাসি মানুষের দুর্ভোগ দেখে মানবতার দুশমন ভারত হাসি-ঠাট্টা করছে। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে স্থায়ী সমাধানের লক্ষ্যে আরেকটি বাধ তৈরি করতে হবে। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা ঈমানী দায়িত্ব। খতিব বলেন, মানবসৃষ্ট বন্যার সমাধান আল্লাহর হাতে এবং সফলতার মালিকও আল্লাহ। এই দেশ জনগণকে রক্ষার মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেন, তয়রান আবাবিলের ন্যায় ছাত্রদের মাধ্যমে আল্লাহ জালিম স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছেন। বহু মানুষের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ছাত্র-জনতার বিজয় দান করেছেন। খতিব বলেন, গতানুগতিক রাজনীতি গতানুগতিক নির্বাচন দিয়ে পতিত জালিম সরকারের জঞ্জাল অপসারণ করা সম্ভব নয়। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে হবে। যারা বঞ্চিত তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের গাড়ী, অফিস ঘেরাও করছে। তাদের দাবি দাওয়া থাকলে লিখিতভাবে অফিসে আবেদন করতে হবে। দাবি আদায়ের নামে অফিস গাড়ী বাড়ী ঘেরাও এর নামে কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
ভারত অশুভ চক্রান্তের মাধ্যমে ত্রিপুরার বাধ খুলে দিয়েছে। ভারতের অমানবিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিচার করতে হবে। আমাদের দেশিয় নদীগুলোকে খনন করতে হবে। যাতে বন্যার পানি দ্রত সরে যেতে পারে। ভারতের বাধের বিকল্প ব্যবস্থা নিতে হবে। খতিব বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি ক্ষুধা, রোগ দিয়ে সম্পদ, ফলফসলাদির ক্ষতি ও মৃত্যু দিয়ে পরীক্ষা নিব। আর সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। খতিব বলেন, বন্যার্ত মানুষকে উদ্ধারে সেনা বাহিনী, স্কুল কলেজ ও মাদরাসার ছাত্র-শিক্ষকসহ অন্যান্য উদ্ধারকারীরা রাত-দিন কাজ করছেন। এই মানবিক বিপর্যয়ে দুর্গত এলাকার বিপর্যস্ত অসহায় নারী-শিশু পুরুষদের খাদ্য, বিশুদ্ধ পানিসহ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। খতিব বলেন, রাসূল (সা.) বলেছেন, কোনো বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ তখন বান্দার সাহায্যে থাকেন। যে ব্যক্তি অপর ভাইয়ের বিপদ দূর করে দিবে হাশরের দিন আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। তিনি বলেন, একমাত্র আল্লাহই পারেন বন্যার পানি বন্ধ করে দিতে। খতিব বলেন, মরণ ফাঁদ ফারাক্কা দিয়ে ভারত বাংলাদেশকে খরার সময়ে শুকিয়ে মারে আর বর্ষার সময়ে পানি ছেড়ে আমাদের ডুবিয়ে মারে। মানবতার দুশমন ভারত উজানের ৩০টি নদীর পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করে। তিনি বলেন, মরহুম আব্দুল হামিদ ভাষানী মরণ ফাঁদ ফারাক্কার বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চ করেছিলেন। টিপাইমুখ বাধের বিরুদ্ধেও লংমার্চ করা হয়েছিল। গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি তোমাদের ভয়,ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। শুভ সংবাদ ধৈর্যশীলদের জন্য, যারা তাদের ওপর বিপদে পতিত হলে বলে, ‘আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সূরা বাকারা : ১৫৫-১৫৬) দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে, তখন সমাজের বিত্তবানদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান। টাকা-পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধ- যার যা কিছু আছে, তা নিয়েই স্বতঃস্ফর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়। বন্যা উপদ্রæত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহার-অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন যাপন করছে। দুঃখের রজনী যেমন শেষ হতে চায় না, তেমনি বানভাসি মানুষের কাছে এখন একেকটি দিন যেন দুর্বিষহ কষ্টের অনন্তকাল। হাদিস শরিফে দুনিয়ায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষকে অন্ন ও বস্ত্রদানের পরকালীন প্রতিদান ঘোষণা করে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় মানুষকে খাদ্যদান করেছে, সেদিন তাকে খাদ্যদান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্রদান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে। (আবুদাউদ) দেশের এই দুর্যোগপূর্ণ মুহ‚র্তে নিজের চেয়ে বেশি ভাবা দরকার দুর্গতদের নিয়ে। ইসলামে প্রতিবেশীকে অভুক্ত রেখে পূর্ণ আহারকারীর ঈমানকে বলা হয়েছে ত্রæটিপূর্ণ ও অসম্পূর্ণ। মহানবী (সা.) ইরশাদ করেন, ‘ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, যে তৃপ্তিসহকারে আহার করে অথচ তার প্রতিবেশী থাকে ক্ষুধার্ত। (শুয়াবুল ঈমান, হাদিস : ৫৬৬০) তাই জরুরি ভিত্তিতে বন্যা উপদ্রæত এলাকায় মানবেতর জীবনযাপনরত বানভাসি মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা, শুকনো খাদ্যসামগ্রী প্রদান, আর্থিক সাহায্য-সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। যেমনভাবে রাসূলুল্লাহ (সা.) দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, ‘তোমরাক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ বা রুগ্ন ব্যক্তির সেবা করো এবং বন্দিকে মুক্ত করো অথবা ঋণের দায়ে আবদ্ধ ব্যক্তিকে ঋণমুক্ত করো।’ (বুখারি) আমাদের অবশ্যই নোয়াখালী, ফেনী,সোনা গাজী, চৌমুহনী, ল²ীপুরসহ বন্যাকবলিত বানভাসি, পানিবন্দি অসহায় লোকদের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। দিনাজপুর গোর এ শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম আজ জুমার খুৎবাহ বলেন, বর্তমানে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ ৮ জেলার মানুষ বন্যা কবলিত চরম দুর্দশা গ্রস্থ মানবেতর জীবনযাপন করছেন। আমাদের উচিত হবে, ঈমানী দায়িত্ব নিয়ে, ইবাদত মনে করে পরকালকে সামনে রেখে আল্লাহর উপর ভরসা করে, যার যার সামর্থ্য নিয়ে বন্যার্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ তায়ালা বলেছেন, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়,ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।( সূরা বাকারা ১৫৪) হাদীস শরীফে এসেছে আল্লাহ তায়ালা দয়া করেন না যে মানুষের উপরে দয়া করে না। দয়ালুর উপরে রহমান দেয়া করেন। বাইহাকী। যে ব্যক্তি দুনিয়ায় অনাহারিকে আহার দেয় আল্লাহ তায়ালা বেহেশতে তাকে ফল খাওয়াবেন। যে ব্যক্তি পিপাসিত ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ তায়ালা মোহর অঙ্কিত বেহেশতী সূরা তাকে পান করাবেন। যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আল্লাহ তায়ালা বেহেশতের সবুজ রেশমি বস্ত্র তাকে দিবেন। কিয়ামতের দিবসে দানকারী ভয়াবহ প্রচন্ড প্রখর খর তাপে দানের ছায়ায় অবস্থান করবেন। যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে,রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোন আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না।( সূরা বাকারা ২৭৪) আল্লাহ তায়ালা সকলকে বন্যাকবলিত মহাসঙ্কট পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন আমিন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের