কোটি টাকার ত্রাণ কালেকশন বন্যার্তদের ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ করছে জবিয়ানরা
২৪ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপার্টমেন্ট, বাস, ব্যাচ, সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে সারা বাংলাদেশ থেকে ত্রাণ সংগ্রহ করছে। শুকনো খাবার-পানি,পরিধানযোগ্য কাপড়, টর্চলাইট, নগদ টাকা, নৌকা,লাইফ জ্যাকেট, স্পিড-বোটসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুঃস্থ মানুষদের উদ্ধারের কাজ করছে তারা।
গত বুধবার রাত থেকে এই প্রতিবেদন তৈরীর পূর্ব পর্যন্ত তথ্য অনুযায়ী ১২টি টিম কুমিল্লা, নোয়াখালী,লক্ষ্মীপুর, ফেনীসহ বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে। চলমান এ কার্যক্রম চালু থাকবে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন কর্তৃক মানবতার পাশে এগিয়ে আসুন হেল্পডেস্কের সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।
সাধারণ মানুষদের কাছে নগদ অর্থ সংগ্রহ, পুরাতন কাপড়, খাবার, শুকনো খাবার সংগ্রহের জন্য কয়েকটি টিম গঠন করে পুরান ঢাকার ১৬টি স্থানে ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছে। জানা যায়, পুরান ঢাকার রায়সাহেব বাজার, তাঁতীবাজার, শাঁখারী বাজার, স্বর্ণ পট্টি, বাংলাবাজার, কলতাবাজার, ইসলামপুর, সদরঘাট, ধূপখোলা, বানিয়া নগর, চকবাজার, নারিন্দা, সূত্রাপুর, নবাবপুর, শ্যামবাজার, ভিক্টোরিয়া পার্ক, ধোলাইখাল ও ওয়ারীসহ এসব এলাকায় মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিনিধি পাঠিয়ে ত্রাণসংগ্রহ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫টি ডিপার্টমেন্ট, প্রতি ডিপার্টমেন্ট থেকে রানিং ব্যাচের সহায়তায় কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীরা তাদের একদিন কর্মদিবসের টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন, যার পরিমাণ হবে ১৮-২০ লাখ টাকা। এছাড়া সহযোগিতা করার জন্য অনলাইন ও অফলাইনে ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন প্লাটফর্ম গড়ে তুলেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের একটি টিমের সংগ্রহকৃত অর্থের পরিমাণ ৪লাখ ৩৬হাজার ৫৫৫ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের সংগ্রহকৃত টাকার পরিমাণ ১ লক্ষ ৫৫ হাজার টাকা, ফাইন্যান্স বিভাগ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, ল্যান্ড ম্যানেজ এন্ড ল ডিপার্টমেন্ট থেকে ১লক্ষ ২৫ হাজার টাকা, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দ্বারা সংগ্রহকৃত অর্থের পরিমাণ ১লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগ্রহকৃত অর্থের পরিমাণ ৯৬ হাজার টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাসের শিক্ষার্থী সংগ্রহকৃত টাকার পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট ত্রাণ কালেকশন করে নিজেদের মতো করে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী নিজে যাচ্ছে। নারিন্দা মসজিদের মুসল্লিদের থেকে জবিয়ানদের সংগ্রহকৃত ৭৮,৫৯১টাকা সংগ্রহ করে, ওয়ারির নূর মসজিদের মুসল্লিদের থেকে জবিয়ানরা ৪৬,০০০ টাকা সংগ্রহ করা জমা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ মসজিদ থেকে ৪৭,২৮০ টাকা তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফান্ডে জমা দিয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি ডিপার্টমেন্ট রাস্তায়, মসজিদে, ব্যবস্থা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, বাসে, দোকানেসহ পুরো রাজধানীতে নিজেদের মতো করে, আবার কেউ আমাদের কমান্ডে ত্রাণ সংগ্রহ করছে। প্রতিটি ডিপার্টমেন্ট একদিনেই লক্ষ টাকার উপরে টাকা উঠাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই এর পরিমাণ ৬৫-৭০ লাখ টাকা ছাড়িয়ে যাবে, অনুদান উপহার মিলিয়ে কোটি টাকার কাছাকাছি হবে । এ কার্যক্রম চলছেই।
গত-বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসায় জবি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা এই হেল্প ডেস্কে সংগ্রহকৃত পণ্য সামগ্রী জমা দেয়। চিড়া,মুড়ি,বিস্কুট, খাবার স্যালাইন,নাপা ঔষধ, টর্চলাইট, মোমবাতি, পানি,খেজুর,গুড়,পরিধান যোগ্য কাপড় এসব সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এখান থেকে জবি শিক্ষার্থীদের সমম্বয়ে টিম করে এসব সামগ্রি বিতরণের উদ্দেশ্য রওনা করা হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ও জবি সংস্কার আন্দোলনের অন্যতম প্রতিনিধি শাহীন আলম শান বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের টিমগুলো নিরলস কাজ করে যাচ্ছে। শুক্রবার সারা রাত প্যাকেজিংয়ের কাজ করে ভোর সকালে আমাদের কয়েকটি টিম বন্যাকবলিত এলাকায় রওনা দিয়েছে কিন্তু সেখানকার লোকজন যেতে নিষেধ করছে তারা দক্ষ লোক ছাড়া সেখানে কোন কাজ হবে না বলে জানিয়েছে। আমরা শুকনো খাবার, স্যালাইন, পানি, পোশাক নিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বন্যার পরবর্তী অবস্থা নিয়ে কাজ করা, আমরা সেটিও মাথায় রেখে কাজ করছি।
বাংলাদেশে এমন পরিস্থিতি ভারতের আগ্রাসনী মনোভাবের ফল বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার রাতে সাধারণ শিক্ষার্থীরা ভারতের এহেন উদ্দেশ্যপ্রণোদিত কাজের প্রতিবাদ জানিয়ে মিছিল করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার, সাবধান’। ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’। বন্যায় যখন মানুষ মরে, বাবর তোমায় মনে পড়ে,বাংলাদেশের কিছু হলে সেভেন সিস্টার্স থাকবে নারে, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের