প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম

 

আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টামন্দলীর মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আইন বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে দলের ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সংলাপে অংশ নেন। এতে আরো উপস্থিত ছিলেন, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে কতিপয় প্রস্তাব পেশ করা হয়।

ইসলামী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডা. আহমদ আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী। এসময় আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম হোসেন, সিনিয়র সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুর রব ইউসুফী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসেন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও আব্দুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ইসলামী রাজনৈতিক দলগুলোর পক্ষ বিভিন্ন দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে কতিপয় দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, দীর্ঘদিন যাবত বাংলাদেশের জনগণের উপর চেপে বসা জগদ্দল পাথরের অবসান হয়েছে। জুলাইয়ের গণহত্যা ও হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্তি ও স্বাধীনতাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। বিগত দীর্ঘ ষোল বছরে আওয়ামী লীগের স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নে এদেশের লক্ষ কোটি মজুলম মানুষের আহাজারিতে এই জালিম সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান ও বিপ্লবে অর্জিত বিজয়ের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এবার নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে। স্বপ্নের এই নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ১৮ দফা প্রস্তাবনা উপদেষ্টা মহোদয়ের কাছে পেশ করছে। প্রস্তাবনা সমূহ হচ্ছে, গত ৫ অগাস্ট'২০২৪ কে জাতীয় মুক্তি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা, ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল আন্দোলনকারীদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া, বিগত ১৬ বছরে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং এখনো যারা কারাগারে আটক রয়েছেন তাদেরকে দ্রুত মুক্তি দেয়া, এই ১৬ বছরে নিরাপরাধ জনগণের ফাঁসি ও কারাদণ্ডের বিচারবিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিত করা, গত ১৬ বছরে ভারতের সাথে সম্পাদিত রেল ট্রানজিটসহ সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা,বিগত ১৬ বছরে সরকারি চাকুরীতে দলীয় বিবেচনায় দেয়া সকল নিয়োগ বাতিল করা, সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ও রাষ্ট্রীয় সম্পদের ও স্থাপনার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা,বিগত ১৬ বছরে বিদেশে পাচার করা সকল অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা করা, শেখ পরিবারের নামে সকল প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করা, সকল দুর্নীতি-কারী আওয়ামী লীগের নেতা ও সরকারি কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা,সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পুনঃ-স্থাপন করা এবং সেক্যুলারিজম, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ বাদ দেয়া, কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক এবং সরকারি বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও পদে কওমি সনদে নিয়োগ দেয়া, আওয়ামী লীগের শিক্ষা কারিকুলাম ও সিলেবাস বাতিল ইসলামী প্রভাবযুক্ত দেশজ কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা,দেশের শিক্ষা-সংস্কৃতি, মিডিয়া ও ইসলামী অঙ্গনসহ সকল সেক্টর ভারতের প্রভাবমুক্ত রাখা,রাষ্ট্রের সকল পর্যায় থেকে দুর্নীতি উচ্ছেদ করা, হজ্জ ওমরার খরচ কমিয়ে সহজ করা এবং সিন্ডিকেট মুক্ত করা,ইসলামী ফাউন্ডেশনকে স্বাধীন করা এবং মসজিদ ভিত্তিক গণ শিক্ষাকে যুগোপযোগী করা। ইসলামী ফাউন্ডেশনে পূর্বকার গুরুত্বপূর্ণ বই সমূহ এবং মুসলিম জাতিসত্তার চেতনা সম্বলিত ইসলামী ইতিহাস ও সংস্কৃতির নতুন বই প্রকাশ করা।

 

এদিকে, আজ শনিবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এক পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রধান উপদেষ্টার সামনে খেলাফত আন্দোলনের বক্তব্য তুলে ধরে বলেন- একটি অবাধ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ-প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও সকল ক্ষেত্রে শুদ্ধি অভিযানের মাধ্যমে ঘুষ চাঁদাবাজি, দুর্নীতির পথ চিরতরে বন্ধ করা, বিগত সরকারের বিদেশে পাচার-কৃত অর্থ ফিরিয়ে আনা এবং জড়িত অপরাধীদের বিচার, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের বর্বর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার, আলেম-ওলামাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মিথ্যা ও রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান। প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস খেলাফত আন্দোলনের দাবিগুলো ধৈর্য সহকারে শোনেন এবং তা সমর্থন করে বলেন , এগুলি বাস্তবায়নে আপনাদের এবং দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কাম্য। বিগত সরকার দেশের অর্থনীতিসহ সবকিছুই জিরো পর্যায়ে রেখে গেছেন। প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস হাফেজ্জী হুজুর (রহ.) এর প্রশংসা করে বলেন, তিনি ছিলেন সকল আলেমদের মুরুব্বী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা প্রফেসর


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা

বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’

‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই

ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই

কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার

কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার

৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন

৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন