দুর্নীতি মুক্ত দেশ গড়তে মহানবী (সা.) এর আদর্শের বিকল্প নেই জুমার খুৎবা পূর্ব বয়ান
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।’ (সূরা আম্বিয়া : ১০৭)। আল্লাহ তায়ালা বিশ্বনবী (সা.)-কে সারা জগতের জন্য শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এ ধরায় প্রেরণ করেছেন তা তার বাণী থেকেই প্রমাণ পাওয়া যায়। নবী কারীম (সা.)-ও নিজের পরিচয় দিয়ে বলেছেন, ‘আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমি উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি।’ (ইবনে মাজা : ২২৫)। সুতরাং ঠিক তাই তিনি করে গেছেন, যা তার আগমনের উদ্দেশ্য ছিল। যার প্রমাণ মেলে তার পবিত্র জীবনের সূচনাকাল থেকেই। আরবি বছরের রবিউল আউওয়াল মাস নবীজি ( সা.) এর আগমনের মাসে সর্বত্র সংস্কারের পরিকল্পনা থাকলেও নেই বাস্তবসম্মত কর্মপদ্ধতি। তাই তো কোনোভাবেই যেন সমাজ অপরাধ-মুক্ত হচ্ছে না। আসুন অনুসরণ করি রাসূলের সুমহান আদর্শ, যার প্রতিটি পদক্ষেপ ছিল সার্থক ও সফল। দুর্নীতি মুক্ত দেশ গড়তে মহানবী (সা.) এর আদর্শের বিকল্প নেই।
পৃথিবীর সব চেয়ে বড় স্বৈরাচার ছিলো ফিরাউন। খলিফা উমরের শাসনামলে সাহাবী আমর ইবনুল আস মিশর বিজয় করেন এবং বিজিত রাষ্ট্র ঢেলে সাজাতে মানব রচিত সকল মতবাদের অবসান ঘটিয়ে মহান আল্লাহ ও তার রাসূলের আদর্শ প্রতিষ্ঠায় মিশরের নীল নদে পানি প্রবাহিত করতে কুমারী মেয়ে বিসর্জন দেওয়ার প্রথা বন্ধ করতে খলিফা উমরের সাহায্য চাইলেন। খলিফা উমর নদীর নামে পত্র লিখলেন যদি তুমি দেবদেবীর নামে প্রবাহিত হও তাহলে তোমার পানির প্রয়োজন নেই,আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে পত্র পাওয়া-মাত্র প্রবাহিত হবে। আ'মর ইবনুল আ'স (রা.) চিঠি নীল নদে দিয়ে নদীর উপরে উঠতে উঠতে ষোল গজ পানির ঢেউ নীলনদকে প্লাবিত করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে অর্জিত এই বিজয়কে রাসূলের আদর্শ দিয়েই ঈমান ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সাজাতে হবে। ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবেনা। খতিব বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে রাসূলের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবা পূর্ব বয়ানে ইসলামিক ফাউন্ডেশনের মুফিত মো. আব্দুল্লাহ বলেন, গরিব দেশের জনগণের ওপর রাষ্ট্রীয় অর্থের বিনিময়ে জাতীয় শোক দিবস পালন করা হারাম। কোনো ব্যক্তি মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। আর কোনো স্ত্রীর স্বামী মারা গেলে চার মাস শোক পালনের বিধান আছে। এ চার মাস তিনি ইদ্দাত পালন করবেন। অথাৎ এ চার মাস দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। খতিব বলেন, আমাদের দেশে লাখো মানুষ দু’বেলা পেট ভরে খেতে পান না অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় করে জাতীয় শোক পালনের প্রশ্নই উঠে না। এসব রাষ্ট্রীয় অপচয় বন্ধ করতে হবে। ছাত্রদের রক্তের বিনিময়ে জালেমের স্বৈরাচারী শাসন থেকে দেশবাসী মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার আত্ম-ত্যাগ যেনো ছিনতাই না হয়ে যায় সেদিকে কড়া নজর রাখতে হবে। খতিব বলেন, যে দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত সেদেশে শোক পালনের নামে রাষ্ট্রে কোটি কোটি টাকা লোপাট বন্ধ করতে হবে। ঘুষ দুর্নীতি চিরতরে বন্ধ করে ন্যায়ের শাসন বাস্তবায়ন করতে হবে। খতিব বলেন, রক্ত খেকো জালেমরা দলীয় লোকজন দিয়ে স্কুল. কলেজ বিশ্ববিদ্যালয়, মসজিদ মাদরাসাগুলোকে তছনছ করে ফেলেছে। এখন এক দফা একা দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদের খতিব মো. মনিরুল ইসলাম আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, সূরা সূরাতুল ফজর এর মধ্যে আল্লাহ তায়ালা বলেছেন, মহান আল্লাহ তায়ালা মানুষদেরকে নেয়ামত দান করেন তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু মানুষ মনে করে আল্লাহ তাকে খুব ভালবাসেন তাই তাকে নেয়ামত দিয়েছেন। আবার কাউকে কষ্টের মধ্যে রেখেছেন সেটাও পরীক্ষার জন্য। অথচ কষ্টে নিপতিত মানুষ মনে করে যে আল্লাহ তাকে ভালোবাসেন না তাই তাকে কষ্ট দিয়েছেন। মুমিনের কাজ হল, নেয়ামত প্রাপ্ত হলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং কষ্টের নিপতিত হলে ধৈর্য ধারণ করা। তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হল। সূরা ফজরের কাফেরদের চারটি আচরণের কথা উল্লেখ করে আল্লাহ তায়ালা তাদেরকে নসিহত গ্রহণ করতে আদেশ করেছেন। কাফেররা এতিমদের সঙ্গে ভালো আচরণ করত না, মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিত না, ওয়ারিশদেরকে তাদের সম্পদ প্রদান করত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্রিত করে বলেছেন: আমি এবং এতিম এর লালন পালনকারী জান্নাতে এরূপ থাকবে। ফকির মিসকিনদের প্রতি দয়া দেখানো এবং তাদেরকে দান খয়রাত করা মুমিনের বৈশিষ্ট্য। আমাদের সমাজে কখনো কেউ মারা গেলে তার ছেলেরা মেয়েদেরকে উত্তরাধিকারী সম্পদ প্রদান করতে অনেক ঢিলেমি করে। আবার কখনো মাহরুম করে। এতে করে তারা হারামের মধ্যে নিপতিত হয়। সূরা ফজরের মধ্যে আল্লাহ তা'আলা মুমিনদেরকে এ সকল খারাপ আচরণ থেকে মুক্ত থাকার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সবাইকে হকের ওপর থাকার তৌফিক দান করুন। আমিন। মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, বিশ্ব ধরায় শান্তির বার্তা নিয়ে আগমন হযরত মুহাম্মদ (সা.) এর। অন্ধকারাচ্ছন্ন, জুলুমে নিষ্পেষিত, সভ্যতা-হীন, অশান্তিময় আরব্য সমাজে রাসূল (সা.) এর মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সমাজ। চোর ডাকাত, নারীদের ইজ্জত সম্মান লুন্ঠনকারীরাই হয়ে গেল মানুষের সম্মান , সম্ভম ও মালের হিফাজাতকরী। সমাজে প্রবাহিত হইতে লাগল শান্তির সুবাতাস। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, সভ্যতা, সততা, ন্যায়নিষ্ঠতা ও কল্যাণকামীয়তায় আরব্য সমাজের মানুষেরা ছিল খুবই মুগ্ধ। দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই তাকে আল আমিন বলে ডাকত। আর এ আল্লাহ প্রদত্ত আদর্শের মাধ্যমেই প্রতিষ্ঠা করে ছিলেন মদীনাতুল মুনাওয়ারায় সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন শান্তিময় ইসলামী রাষ্ট্র। কাজেই আজও অশান্তিময় সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নাই। আর সে জন্যই দুর্নীতি মুক্ত সমাজ ও টেকসই রাষ্ট্র গঠনে প্রয়োজন সৎ, যোগ্য, খোদাভীরু , রাসূল (সা.) এর আদর্শে অনুপ্রাণিত সাহসী ব্যক্তি বর্গের। যারা নিরলস-ভাবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে বিরামহীন কার্য্য পরিচালনা করতে সক্ষম। খতিব সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ আঁকড়ে ধরার জন্য বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন। আমিন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত