ইতালি অভিবাসন প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশীর ভাগ্য নির্ধারনে উদ্যোগ নিন
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
২০২৩-২০২৪ সালে ইতালি সরকারের দেয়া প্রায় এক লাখ দশ হাজার ওয়ার্ক পারমিটের বিপরিতে অভিবাসন প্রত্যাশী কর্মীর ভিসা প্রাপ্তির লক্ষ্যে ইতালি সরকারের প্রধানমন্ত্রী জর্জা মেলনীর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ রোববার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলরুমে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউরোপীয় অভিবাসন বিষয়ক সমন্বয়ক ও বিএমডিএফ ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়। সসংবাদ সম্মেলনে বলা হয়েছে, ইতালি সরকারের ঘোষিত ইমিগ্রেশন ডিক্রি ২০২৩-২০২৪-২০২৫ এই তিন বছরের নির্ধারিত বিদেশী কর্মীদের আইনী প্রবেশের প্রবাহের পরিকল্পনায় দেয়া ৪ লাখ ৫২ হাজার কোটার অধিনে ২০২৪-২০২৫ সালের ইতালীয় মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ দশ হাজার বাংলাদেশী কর্মীদের ওয়ার্ক পারমিট এনওসি ইভা নুল্লা ওসটা প্রদান করে। ওয়ার্ক পারমিট অধিনে ২০২৪-২০২৫ সালে প্রায় এক লাখ দশ হাজার ভিসার আবেদন ইতালিয়ান দূতাবাসের ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে আবেদন জমা করা হয়। ইতালির ভিসা নীতির অধিনে ইতালিয় আইনে বলা হয়েছে, আবেদন জমার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে দূতাবাস ভিসার আবেদন নিষপত্তি করবেন। আবেদনে বলা হয়, বাংলাদেশী অভিবাসী কর্মী ইতালি সরকারের দেয়া ওয়ার্ক পারমিট হাতে নিয়ে অভিবাসন ভিসার আবেদন জমার জন্য অপেক্ষা করছে এবং ভিসা আবেদন জমা দেয়ার পরে ১২ থেকে ১৪ মাস যাবত ভিসা ডেলিভারির অপেক্ষায় রয়েছে। ইতালি হতে সরকার কর্তৃক কাজের জন্য ভিসার অনুমতি এনওসি প্রদানের পরেও গত ৬ মাস হতে ১২ মাসের মধ্যে ভিসা আবেদন জমা করার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। ফলে আবেদন জমা করতে পারছে না। আবেদনে আরো বলা হয়, ইতালিয়ান দূতাবাস ও তার অনুমোদিত ভিসা প্রসেসিং সেন্টার টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান ও ভিসার ডেলিভারি বিষয়ে অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে শত কোটি টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে যার কোন সুবিচার কেউ পায়নি। ইতিমধ্যে ইতালিয়ান দূতাবাস ও ভিসা প্রসেসিং সেন্টারের সাথে বারবার যোগাযোগ করার পরেও তারা তাদের কোন কথা রক্ষা করেনি। ভিসা প্রদানে কোন অগ্রগতি নেই। একজন অভিবাসী কর্মী ১২ থেকে ২৪ মাস পর্যন্ত কাজের অপেক্ষামান থাকা, আয় রোজগার না থাকা, বিদেশে যাত্রার প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও ভিসা না পাওয়ায় আর্থিক ক্ষতিসহ মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বরাবর আমরা বিষয়টি নিয়ে আবেদন পেশ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে আমরা ইতোমধ্যে একটি আবেদন জানানো হয়েছে। ইউরোপে ইতালির মত একটি ধনী দেশ, বাংলাদেশের একজন নাগরিকের জন্য স্বপ্নের দেশ। একজন বাংলাদেশী বৈধ বা অবৈধ বাছ বিচার না করে, যে কোন মুল্যে ইতালি যাবার জন্য চেষ্টা করে। ইতালির কাজের স্পন্সর এর মাধ্যমে বাংলাদেশ হতে বিগত কয়েক বছরে কয়েক লাখ কর্মী ইতালিতে যাওয়ার কারনে বাংলাদেশের কর্মীদের মধ্যে যে কোন মুল্যে ইতালি যাবার একটা প্রতিযোগীতা রয়েছে। যার ফলোশ্রুতিতে আমরা প্রতিমাসেই অবৈধ ভাবে ইতালিতে যাবার চেষ্টা কালে ভূ-মধ্য সাগরে ডুবে মারা যাবার খবর পাই। ২০০৩ সালে শুরু হয়ে ২০১২ সালে একতরফা ভাবে ইতালি শ্রম বাজার বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ বছর পর ২০২০ সালে বাংলাদেশ হতে ইতালিতে অবৈধ ইমিগ্রেশন প্রতিরোধে ইতালি ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগীতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় পুনরায় ইতালির স্পন্সর সিস্টেম তথা ইতালি সরকারের ঘোষিত ইমিেেগ্রশন ডিক্রি এর আওতায় বাংলাদেশী কর্মীদের অধিকার ফেরত পাওয়া যায়। কোভিড এর পর ২০২১ সাল হতে পুনরায় বাংলাদেশ হতে কর্মীরা ইতালি ওয়ার্ক ভিসায় যাওয়া শুরু করে। সরকারের নিয়ন্ত্রন না থাকায় ব্যক্তি উদ্দ্যেগে ২০২২-২০২৩-২০২৪ সালে শুধু মাত্র বাংলাদেশীদের প্রায় ৬ লাখ আবেদন রেজিষ্টার করা হয়। যার মধ্য হতে প্রায় এক লাখের অধিক আবেদন অনুমোদন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অবশ্যই এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যাক ফেক ওয়ার্ক পারমিট আছে, ফলে মূলত ভিসা প্রদানের প্রক্রিয়াটি ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের জন্য একটি দূরহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ইতালি ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগীতা চুক্তি স্বাক্ষরিত হবার পর ইতালি সরকারে সহযোগীতা ও শ্রম বাজার উন্মোক্ত করার পরে এই সকল পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকার তার দায় এড়াতে পারে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ইতালী ও ইউরোপে প্রতি বছর এক কোটি শ্রমিক ঘাটতির বাজারে অপরিসীম সুযোগ হাসিল করা সম্ভব। শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন আরো বলেন, ইতালি ও ইউরোপে এই মুহর্তে প্রায় এক কোটির উপরে শ্রমিক ঘাটিত রয়েছে ইউরোপী দেশ গুলি বাংলাদেশ হতে কর্মী নিতে চায়। এর মধ্যে ইউরোপীয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশ সরকার চুক্তি সম্পাদিত হয়েছে। ইউরোপের বিশাল শ্রম বাজারে প্রয়োজন অনুসারে যারা ভাষা ও কাজ শিখে দক্ষ হবে, তারাই সেই বাজারে প্রয়োজন পুরন করবেন এবং সফল হবেন। অবৈধ পথে নয়, এজন্য সরকারকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহন করতে হবে। ইউরোপীয় অভিবাসন বিষয়ক সমন্বয়ক মো. বদিউজ্জামান বলেন, বর্তমানে ভিসা জমাকৃত ও জমা করার জন্য অপেক্ষমান ইতালিতে অভিবাসন প্রত্যাশীর পক্ষ হতে ২০২৩-২০২৪ সালের ইতালি সরকারের দেয়া ওয়ার্ক পারমিটের বিপরিতে অভিবাসন প্রত্যাশী কর্মীদের দ্রুত ভিসা প্রাপ্তির লক্ষ্যে ইতালি ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
ইউরোপীয় অভিবাসন বিষয়ক সমন্বয়ক ও বিএমডিএফ ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় বলেন, ইতালি দূতাবাসে জমাকৃত পাসপোর্ট ও ভিসা প্রত্যাশীর অধিকাংশই বিভিন্ন দেশ থেকে ফেরত আসা রেমিট্যান্স যোদ্ধা অভিবাসী কর্মী। মধ্যপাচ্যে গিয়ে শরীরের ঘাম ঝড়ানো উপার্জিত সমুদয় অর্থ বিভিন্ন এজেন্টের হাতে তুলে দিয়েছে স্বপ্ন পুরনের আশায়। তিনি ইতালি অভিবাসন প্রত্যাশী সকল অভিবাসী কর্মীদের অনিশ্চয়তা, অন্ধকার জীবনের মুক্তি ও আলোকিত প্রবাস জীবন নিশ্চিত করতে দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে ইতালি ও বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানিয়েছেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই