যুগোপযোগী সংস্কারের পথে আগাচ্ছে ঢাবির নতুন প্রশাসন
১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণরুম প্রথার বিলুপ্তি, ক্যাম্পাসে 'শাটল যান' সার্ভিস চালু, শক্তিশালী ইন্টারনেট কানেকশন, শিক্ষার্থীদের খাবারের সমস্যার সমাধান, শক্তিশালী আইন উপদেষ্টা কমিটি গঠনসহ নানাবিধ যুগোপযোগী সংস্কার নিয়ে আসছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নানান সমস্যা সমাধানে বেশকিছু পদক্ষেপও নিয়েছে বলে জানান তিনি। ভিসি বলেন, গণরুম নামক যে নিপীড়নমূলক ব্যাবস্থা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে আসছে এই অমানবিক কালচার আমরা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করব। ইতোমধ্যেই বেশকিছু হল অফিসিয়ালি গণরুম প্রথার বিলুপ্তি ঘোষণা করেছে। বেশকিছু হলে তা প্রক্রিয়াধীন। আমরা প্রভোস্ট কমিটির মাধ্যমে আইনগতভাবে তা নিষিদ্ধ করব।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমন ঘোষণা দেন ভিসি ড. নিয়াজ আহমেদ। এছাড়া যুগের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'শাটল যান' চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিয়োগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কি কি কাজ করেছেন এবং কি কি উদ্যোগ গ্রহণ করেছেন সে বিষয়ে আলাপকালে ঢাবি ভিসি জানান, নতুন ভিসির প্রথম চ্যালেঞ্জ হচ্ছে একটা ভেঙে পড়া প্রশাসনকে নতুনভাবে ঢেলে সাজিয়ে দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের অভিযোগ, অনুযোগ কিংবা পরামর্শ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভিসি। তিনি বলেন, ইতোমধ্যে আমরা বেশকিছু বিষয় গুছিয়ে নিয়েছি। এখন আজকালের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে আনুষ্ঠানিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিকভাবে শিক্ষা-কার্যক্রমে গতি ফেরানোর লক্ষ্যে হল ও বিভাগ পর্যায়ে তূলনামূলক বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে জানান ভিসি। তিনি বলেন, আগে যেমন সকল বিভাগের পরীক্ষার বিষয়টি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হতো এখন সে জায়গা থেকে একটু নমনীয় করে দেওয়া হয়েছে। যাতে বিভাগগুলো নিজেদের গুরুত্ব বিবেচনায় স্বাধীনভাবে কাজ করতে পারে। তারা তাদের পরীক্ষা তাদের মতো করে গুছিয়ে নিবে, এই স্বাধীনতা তাদের রয়েছে।
ড. নিয়াজ আহমেদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা কাঠামোর বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করছি। এতে করে এককভাবে কেউ ক্ষমতা চর্চা করতে পারবে না। স্বৈরাচারী হয়েও উঠবে না। যৌন নিপীড়নের সমস্যা বিশ্ববিদ্যালয়ের একটা মারাত্মক ও বহুল আলোচিত সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের যৌন নিপীড়ন সেলকে আরো শক্তিশালী করার চেষ্টা করছি। আমাদের আইন উপদেষ্টার অফিস খুবই দুর্বল। যেকারণে বেশিরভাগ সময় আমরা আদালতে মামলায় হেরে যাই। আমাদের এই সেক্টরটাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। এটার জন্য আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করে দিয়েছি। যেখানে ঢাবির আইন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের বাইরের দুইজন এক্সটার্নাল থাকবে।
অবাধ তথ্য প্রবাহ ও তথ্য পাওয়ার অধিকার রক্ষণে সাংবাদিকরা কোনো তথ্য চাইলে দ্রুত তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান ভিসি। তিনি বলেন, এখন পর্যন্ত তথ্য চেয়ে আমার কাছে যতগুলো আবেদন এসেছে আমি সাথে সাথে অনুমোদন দিয়েছি। এবং ভবিষ্যতে এটাকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করব। আপাতত আমাদের সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের তরফ থেকে কোনো বক্তব্য লাগলে মুখপাত্র হিসেবে প্রো-ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। অদূরভবিষ্যতে এটার জন্য আমরা একটা কমন ব্রিফিং এর মতো করে দিব।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম জাতির সামনে সুস্পষ্ট রাখার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করণে একটি বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট খোলা ও অকার্যকর ফেসবুক পেইজকে নতুনভাবে চালু করার পরিকল্পনা ব্যক্ত করেন ভিসি ড. নিয়াজ। তিনি বলেন, এর মাধ্যমে আমাদের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে মানুষ জানতে পারবে। জাতীয় ইস্যু না হলেও অনেক সময় মধুর ক্যান্টিনে খাবারের দাম ৫টাকা কমানোটাও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য বড় সংবাদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সংকট শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এর ব্যতিক্রম নয়। প্রায় প্রতিটি বিভাগেই কোনো না কোনো শিক্ষকের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অনেকেই ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তবে বড় কোনো দায়িত্ব থেকে পদত্যাগ করলেও স্থায়ীভাবে শিক্ষকতা থেকে অব্যাহতি চান শিক্ষার্থীরা। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক এখন তিক্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে ভিসি বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজব। অলরেডি বিভিন্ন ইস্যুতে ৭-৮টি কমিটি গঠন করা হয়েছে। এই সংখ্যাটা যদি আরো বাড়িয়ে ৩০ এ নিয়ে যেতে হয় সেটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে যৌক্তিক উপায় অবলম্বন করতে হবে। আমরা মব জাস্টিসে যাব না। তবুও যদি শিক্ষার্থীরা না মানে তাহলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এক্ষেত্রে অভিযুক্তের অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট ইন্সটিটিউট বন্ধও থাকতে পারে। সুতরাং আমাদেরকে ইমোশন এবং আইনগত প্রক্রিয়ার মাঝে ফারাকটা বুঝতে হবে।
প্রাথমিকভাবে এসব সমস্যার সমাধানের পর একটা যৌক্তিক সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ভিসি ড. নিয়াজ আহমেদ। এছাড়া নারী শিক্ষার্থীদের পর্দা প্রথায় থেকে ক্লাস, পরীক্ষা ও ভাইভা দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না বলে আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান ভিসি। ভিসি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানপূর্ব সময়ে কোটা সংস্কার আন্দোলনে ঢাবির যেসব শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অ্যালাননাই অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাইফুদ্দীন আহমেদ।
ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল পরিদর্শন করেছি। নারী শিক্ষার্থীদের হলগুলোতে গিয়েও নানান সমস্যার কথা শুনেছি। শিক্ষার্থীদের দাবি ও যুগের চাহিদা বিবেচনায় আমরা ক্যাম্পাসে 'শাটল যান' সার্বিস চালুর চিন্তা করছি। ইতোমধ্যে আমাদের কাছে কয়েকটি কোম্পানি কাজ করার প্রস্তাব দিয়েছে। আমরা প্রয়োজনে আরো কয়েকটি কোম্পানিকে ইনভাইট করব। যেটা অধিক সাশ্রয়ী ও সুবিধার মনে হয় আমরা সেটাই গ্রহণ করব।
এছাড়া নেটওয়ার্ক সুবিধার জন্য সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের রুমে রুমে ইন্টারনেট কানেকশন দেওয়া, ক্যাম্পাস জুড়ে বেশকিছু বড় বড় ফুড কোম্পানির শাখা খোলা, ফার্মেসী সংকট নিরসনে যৌক্তিক উপায় খোঁজার আশ্বাস দিয়েছেন ট্রেজারার। তিনি বলেন, আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা ভিজিভল কিছু দেখাতে পারব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে