হজ প্যাকেজের মূল্য ৫ লাখের মধ্যে নির্ধারণ করুন বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ
১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
হিজরী ১৪৪৬ সনের হজ প্যাকেজের মূল্য ৫ লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ। আজ বুধবার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে হাবের কমিটির অনিয়ম ও দুর্নীতির কারণে কার্যনির্বাহী কমিটির পদত্যাগ ও বিলুপ্তির লক্ষ্যে বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক মো.আখঝতার উজ্জামান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাট, হাবের সাবেক সহসভাপতি এস এম মো.ইব্রাহিম, এ এইচ এন খাদেম দুলাল, রুহুল আমিন মিন্টু, মো.নাজিম উদ্দিন,অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ,আফতাব উদ্দিন চৌধুরী, ক্বারী গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, হাবের পলাতক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সিন্ডিকেটের কারণে গত হজের খরচ ৭ লাখে পৌঁছেছে। ফলে গত কয়েক বছর ধরে নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সংবাদ সম্মেলনে রশিদ শাহ সম্রাট বলেন, সউদী সরকার ভিসা ফিসহ নানা খাতে ৪ হাজার ৭১৭ রিয়াল নিচ্ছে। বাংলাদেশ সরকার ও হাবের পক্ষ থেকে সউদী সরকারের এ খরচ কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ক’বছর আগেও সউদী সরকার হাজীদের কাছ থেকে মাত্র৭শ’ রিয়াল নিয়েছিল। হাবের সভাপতি তসলিম ছিলেন নিজের পকেট ভারী করা নিয়ে ব্যস্ত। বিমানের প্যাকেজ যখন ঘোষণার সময় আসত তখনই তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে চলে যেতেন। আবার হজের ফ্লাইট শুরু হওয়ার আগে দেশে আসতেন।
রশিদ সম্রাট অভিযোগ করে বলেন, বাংলাদেশে থেকে সউদী আরবের বিমান ভাড়া কখনো ২ লাখ টাকা হতে পারে না। এই ইস্যুতে আগের সরকার ও হাব জোরালো ভূমিকা রাখেনি। কারণ তসলিম নিজেই ফ্লাইনাস এয়ারের বাংলাদেশে এজেন্ট ছিলেন। এই বিমানটি মূলত বাজেট ক্যারিয়ার (কম ভাড়ায় যাত্রী পরিবহন) করে। তারা ৭০ থেকে ৮০ হাজার টাকায় হজের যাত্রীর নেওয়ার কথা থাকলেও নিয়েছে প্রায় ২ লাখ টাকা করে। আমরা পবিত্র এই ইবাদত ঘিরে যে সিন্ডিকেট গড়ে ওঠেছে তা ভাঙার দাবি জানাচ্ছি। একই সঙ্গে হাবের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা অভিযোগ করেন চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হাবের নির্বাচনে তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারেননি। তাই আমরা মনে করি, এখন যে হাব আছে সেটি স্বৈরাচার সরকারের দোসর, তসলিমের দোসর। তাই এই কমিটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি। আহ্বায়ক আকতার উজ্জামান বলেন, গত ৮ বছর হাবে স্বৈরতান্ত্রিকভাবে সভাপতি হয়েছেন এম. শাহাদাত হোসেন তসলিম। তিনি বর্তমান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। এখন তিনি পলাতক থাকলেও তার সহযোগীরা আসন্ন হজ মৌসুমে সিন্ডিকেট করার অচেষ্টা করছে। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল হাবকে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়। তিনি বলেন, গত ৪ বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করেই সংগঠন বিধিমালার লঙ্ঘন করেছে। হাব পল্লী নামে আমিন বাজার এলাকায় সদস্যদের জন্য গৃহায়ণের নামে কোটি কোটি টাকা লুট ও আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারেও হাব সভাপতি কোনো উদ্যোগ নেননি।
হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, হজের খরচ কমানোর দাবি সব সময় ছিল। আর বিমান ভাড়া কমানোর জন্য আমরা চেষ্টা করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা। প্রতি বছর বিমান ভাড়া নিয়ে বিমানের সঙ্গে আমাদের ঝগড়া পর্যন্ত হয়েছে। তিনি বলেন, হজের খচর ও বিমান ভাড়া কমানোর জন্য প্রধান উপদেষ্টা ও বর্তমান ধর্ম উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি। হাব এর বর্তমান পলাতক সভাপতি ও তার দোসররা বিগত ৪ বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করে আমাদের সংঘ স্মারক ও বাণিজ্য সংগঠন বিধিমালার লঙ্গন করেছে। ৪ বছরের এজিএম করতে ব্যর্থ হওয়ায় কোন বাজেট পাস না করেই অননুমোদিতভাবে হাবের অর্থ ব্যায় করেই চলেছে। ইতিমধ্যে এ কার্যনির্বাহী কমিটি বৈধতা হারিয়েছে। হাব সভাপতি প্রতি লাইসেন্সে ন্যূনতম ১০০ জন হাজী প্রেরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হজ লাইসেন্সধারীদেরকে ২৫০ জনের কোটা চাপিয়ে দিয়ে পথে বসিয়েছে । হাজীদের পরিবহনে থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার দাবী বহু দিনের, কিšদ সকল দাবী উপেক্ষা করে থার্ড ক্যারিয়ার এর পরিবর্তে প্রতারণা করে তসলিম গংদের মাধ্যমে ফ্লাইনাসের উচ্ছ মূল্যের টিকেটের মাধ্যমে হাজীদের প্যাকেজ মূল্য বেড়ে যাওয়ায় একটি নেতিবাচক প্রভাব পড়ে। যার ফলে গত ২ বছর থেকে হজে গমনেচ্ছুক হাজীদের সংখ্যা আশংকাজনক ভাবে কমে গেছে। বারকোড স্টিকার ভিসা হাজিদের সেবা প্রদানের জন্য হাব সদস্যদেরকে ওজরাতুল হজ ফ্রি সরবরাহ করেছেন। কিন্ত কয়েক বছর যাবত সউদীর বারকোড সিটকার ভিসা থেকে হজ এজেন্সির মালিকরা বঞ্চিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নেতৃবৃন্দ বর্তমান অবৈধ হাবের কমিটি বিলুপ্ত করে হাবের নতুন নির্বাচনের দাবি তোলেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে