বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে ভিসি'র আলোচনায় প্রভাবশালী তিন শিক্ষক

Daily Inqilab জবি সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের দাবী উঠালে ভিসি সাদেকা হালিম পদত্যাগ করেন। এরপর দাবি উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। ৭০০ শিক্ষকের মধ্যে ভিসি হওয়ার যোগ্য কে? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন,নানা জটিলতায় বাচবিচারেও দীর্ঘসময় পার করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

 

ভিসি সাদেকা হালিমের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই ভিসি নিয়োগের জন্য গত একমাস যাবৎ শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, বিভাগ সংযোগ কর্মসূচি,গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের মধ্যে সকল বিভাগে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিভাগ সংযোগ কর্মসূচী চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই ভিসি নিয়োগের জন্য শিক্ষার্থীদের সম্মতি নিতে দুইদিন যাবৎ গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী স্বাক্ষর করে। অন্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয়া হলে তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না, গেটে তালা ঝুলবে, প্রশাসনিক ভাবে সহযোগিতা করা হবে না জানিয়ে এমন শক্ত অবস্থানে আন্দোলনকারীরা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছরেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, গবেষণা, আবাসিক ব্যবস্থাপনাসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের সংকট ও ব্যবস্থাপনা সম্পর্কে গভীরভাবে জানাশোনা আছে এমন কয়েকজন সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে ভিসি হিসেবে নিয়োগের দাবী জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। গত কয়েক বছর যাবত দেখা যায়, অন্য বিশ্ববিদ্যালয় থেকে কোন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জিং নিরসনে জটিলতা সৃষ্টি হয়। পূর্বের অভিজ্ঞতা ও জানাশোনা না থাকায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে আলাদা বেগ পেতে হয়।

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০০ শিক্ষক রয়েছেন, যার মধ্যে ১৫৯ জন অধ্যাপক এবং ৩৮ জন গ্রেড-১ অধ্যাপক। এদের মধ্যে অনেক শিক্ষক বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন,চেয়ারম্যানসহ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কয়েকজন অধ্যাপকের সাথে আলোচনা করে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার মতো শিক্ষক অবশ্যই আছে। তবে রাজনৈতিক ভাবে দমিয়ে রাখার জন্য শিক্ষকদের সংগঠনও কম নেই। গত ১৬ বছরে যাবৎ শিক্ষক নিয়োগের পর প্রায় ৮০ শতাংশ শিক্ষক আওয়ামীপন্থী, বিশ্ববিদ্যালয়েই তাদের তৈরী শিক্ষকদের চারটি সংগঠন। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা পড়ে আছে কিন্তু ক্যাম্পাসের কাজ বেগবান হচ্ছে না। শিক্ষার্থীরা মেসে থেকে পড়াশোনার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। গবেষণা ও উচ্চ শিক্ষার জন্য কার্যকরী কোন ভূমিকা রাখা হচ্ছে না। দলীয় লেজুড়বৃত্তির কারণে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যৌক্তিক দাবী দাওয়া পেশ করার মতো বলিষ্ঠ সাহস অনেকের ছিল না। এখন এমন একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া দরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি সম্পর্কে অবগত, দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস দৃশ্যমান করার নিশ্চয়তা দিবেন, সৎ সাহস, বলিষ্ঠ নেতৃত্ব ও জবাবদিহিতা নিয়ে কাজ করবেন। তবে বয়োজ্যেষ্ঠ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের চেয়ে রানিং শিক্ষকবৃন্দ এসব সামলে কাজ করতে পারবেন। ভিসি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী, আলোচিত, শিক্ষার্থী-বান্ধব কয়েকজন শিক্ষকের মধ্যে অন্যতম ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন, সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম ও গণিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহমেদ। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, দক্ষ ও প্রশাসনিক দায়িত্ব পালনে অভিজ্ঞ ড. রইস উদ্দিন। বিএনপি ও জামায়াত-পন্থী এসব শিক্ষকের রাজনৈতিক পরিচয় গৌণ হয়ে পড়েছে।

 

অধ্যাপক ড. রইছ উদ্দিন কলা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিইও হিসেবে স্বীকৃতি স্বরুপ একাধিক স্বর্ণপদক লাভ করেন। আমেরিকা, লন্ডন, প্যারিস, জেনেভা, কুয়ালালামপুরসহ অসংখ্য দেশের আন্তর্জাতিক সেমিনারে তিনি অংশ নেন। ইসলামি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি প্রভোস্ট, প্রক্টরসহ অসংখ্য প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেন। ৩০ টির উপরে তার গবেষণা প্রবন্ধ ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

 

এছাড়া তিনি জবির বিএনপিপন্থী সাদা দলের সাধারণ সম্পাদক ও ‘ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব)- এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। বিরোধীদলের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে সাবেক উপাচার্য ড. মিজানুর রহমানের কাছে হেনস্তার শিকারও হয়েছেন একাধিকবার। এমনকি ২০১৪ সালে তাকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও কেড়ে নেন ভিসি মিজান। তবে অধ্যাপক ড. রইছ উদ্দিন শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরব থাকায় তার নাম সবার কাছে উচ্চ মহলে ও শিক্ষার্থীদের মাঝে জোরালো হচ্ছে। ৮০ শতাংশ আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম তিনি।

শিক্ষার্থীদের মাঝে আলোচনায় থাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহমেদ। তিনি বিজ্ঞান অনুষদের ডীন, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, বিশ্ববিদ্যালয়ের রুলস এন্ড রেগুলেশন প্রণয়ন সদস্যসহ আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশ ও দেশের বাইরে ১১টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দেশী -বিদেশী জার্নালে তাঁর ৪০ টির বেশি গবেষণা পত্র রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর লেখা কয়েকটি পাঠ্য-পুস্তক রয়েছে। তবে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেও বলিষ্ঠ নেতৃত্বের অভাবে পদত্যাগ করেন।

এছাড়া সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগের জন্য জবি সংস্কার আন্দোলনের বিভাগীয় প্রতিনিধিরা সাক্ষাৎ করলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, আমরা দ্রুত ভিসি নিয়োগ দিবো। আমারা কাজ করছি। তবে আমাদের সব কিছু মাথায় রাখতে হয়। আমার জবি থেকে ভিসি নিয়োগ দিবো। তবে এর থেকে ভালো অপশন থাকলে ভেবে দেখবো।

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন

শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন

‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’

‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ