স্কুলছাত্র রাতুলের মৃত্যুতে এখনো মামলা হয়নি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে আনন্দে মেতে ওঠে দেশ। রাজধানীসহ সারাদেশে বিজয় মিছিল করে ছাত্রজনতা। সেদিন অন্য সবার মতো বগুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনাইদ ইসলাম রাতুল (১৫) ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়ায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। শেখ হাসিনার পতন হলেও তার দেয়া নির্দেশে সেদিন ও নির্বিচারে গুলি চালায় পুলিশ। অবশেষে ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যায়।
রাতুল বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়ার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। সে নিশিন্দারা উপশহরের পথ পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ায় বিজয় মিছিল বের হয়। রাতুল বড় বোন কলেজছাত্রী জেরিন ও ভগিনীপতি আমির হামজার সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয়। মিছিল শহরের ঝাউতলা এলাকায় পৌঁছালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সদর থানায় হামলা চালায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাতুলের বাবা জিয়াউর রহমান।
তিনি জানান, ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে ছিল রাতুল। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল, সে সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলের মাথায় ৪টি ছররা গুলি লাগে। এর মধ্যে একটি গুলি রাতুলের বাঁ চোখের মধ্য দিয়ে মাথার মগজে ঢুকে যায়।
এরপর আরো অসংখ্য গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়। অজ্ঞান অবস্থায় তার বোন জেরিন ও তার ভগ্নিপতি তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে নিতে বলেন। পরে ঢাকায় নেয়ার পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
রাতুলের বাবা বলেন, মগজের ভেতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা। রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। প্রায় এক মাস ২০ দিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোরে হাসপাতালে মারা যায় রাতুল। এ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে ৫ লাখ টাকা খরচ করেও রাতুলকে বাচাঁনো গেলে না।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তারা কোন আর্থিক সাহায্য পায়নি। নিজের সর্বোচ্চটুকু দিয়েও সন্তানকে বাচানোর চেষ্টা করেছে। কিন্তু সব চেষ্টা ব্যার্থ করে রাতুল চলে গেছে। এই কষ্ট মেনে নেয়ার না।
রাতুলের বড় বোন জেরিন জানান, তাদের আশা ছিল যেহেতু মগজ থেকে গুলি বের করতে সফল অস্ত্রোপচার হয়েছে, সেহেতু এ যাত্রা বোধ হয় বেঁচে যাবে তার এক মাত্র ছোট্ট ভাই রাতুল। কিন্তু তা আর হলো না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ময়নুদ্দিন দৈনিক ইনকিলাবকে বলেন, জুনাইদুল ইসলাম রাতুল নামের এক স্কুলছাত্র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে৷ তবে ও ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে শুনেছি তারা মামলা করবে। মামলা না হওয়ায় এখনো কোন আসামি গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ বাদি হয়ে কোন মামলা করেছে কিনা জানতে চাইলে ওসি বলেন, পুলিশ এখনো কোন মামলা করেনি। তবে মামলা হলে দ্রুত আসামি গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
"মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য"
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে