বিবৃতিতেই সীমাবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর খুনের সাথে জড়িত পুলিশ, বিজিবি ও আনসার কর্মকর্তারা রয়েছেন ধরাছোয়ার বাইরে। থানা থেকে লুন্ঠিত অস্ত্র-গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্য সরকারী অস্ত্র-গুলিসহ পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে জোর কোন পদক্ষেপ গ্রহন করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এখনও ১৮৭ জন পুলিশ কর্মকর্তা-সদস্য অনুপস্থিত। যাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগত সরকারের শীর্ষ কর্মকর্তাসহ শতাধিক পুলিশ কর্মকতার বিরুদ্ধে ছাত্র-জনতা খুনের মামলাও করা হয়েছে। কিন্তু এসব মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেয়ে বিবৃতিতেই সীমাবদ্ধ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্যাতন ও নির্মমভাবে খুনের সাথে জড়িত বিজিবি এবং আনসারে কর্মরত কতিপয় কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি ওপেন সিক্রেট। এসব কর্মকর্তা ও সদস্যদের তালিকা করা বা তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহনের কোন উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের। দেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গার একটি সচিবালয়। আন্তবর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয় ঘীরে বেশ কয়েকটি বড় ধরনের বিশৃংখলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে আগাম কোন তথ্য দিতে পারেননি। অথচ শুধু সচিবালয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য পুলিশের একমাত্র গোয়েন্দা সংস্থা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের নেতৃত্বে ২১জন কর্মকর্তা-সদস্য দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা ও সদস্যরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগাম তথ্য প্রদান করার চেয়ে সাবেক বসদের তথ্য প্রদানেই বেশি ব্যস্ত থাকেন। এবিষয়েও ম্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেক্সের কর্মকর্তারা বেখবর।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৮৭ জনের মতো পুলিশ সদস্য অনুপস্থিত ছিল। এরপর মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।
পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংস্কারের কাজটা আমি করছি না। এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।
সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী ইনকিলাবকে বলেন, গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের অপরাধী হিসেবে গণ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। এসব অপরাধীর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা উচিত। পুলিশ একটি পুরাতন প্রতিষ্ঠান। একজন পুলিশ সদস্য বা কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকলে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিধান রয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আইন-শৃংখলা অবনতি হওয়ার আশংকা থেকে যায় বলে সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী মন্তব্য করেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে মধ্য জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে পুলিশের গুলিতে নিহত হয় হাজারো ছাত্র-জনতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুরু হয় মামলা। শুধু ঢাকায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে ২৮৪টি। এর মধ্যে বর্তমান ও সাবেক শতাধিক পুলিশ সদস্যের নাম রয়েছে। ৯৮ জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। ডিবির সাবেক প্রধান হারুনের নামে বেশি মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, আন্দোলনে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশ সদর দফতরের বেশ কয়েকজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, আন্দোলনের সময় গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশদাতাদের বিষয়ে জানা গেছে। তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল, বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছ। অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং যা চলমান থাকবে। যারা গুলি করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন তাদের অনেকেই এখনও পলাতক। ওই নির্দেশ দাতার মধ্যে অন্যতম এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার সাবেক হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন উর-রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস ও মেহেদি হাসান, পুলিশ সদর দফতরের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, পুলিশ সদর দফতরের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, শিল্প পুলিশের সাবেক প্রধান মাহবুবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ, সিআইডির সদস্য ওএসডি হওয়া প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, সাবেক অতিরিক্ত আইজি দেব দাস ভট্টাচার্য্য, ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার ও ড. খন্দকার মহিদ উদ্দিন, রংপুর রেঞ্জের অব্যাহতি পাওয়া ডিআইজি আব্দুল বাতেন, চৌধুরী মঞ্জুরুল কবির ও সিআইডির শেখ নাজমুল আলম। গাজীপুর মেট্রোপলিটন কমিশনার সাবেক মো. মাহবুব আলম, রংপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও চাকরি থেকে অব্যাহতি পাওয়া মো, মনিরুজ্জামান, পুলিশ সদর দপ্তরের জয়দেব কুমার ভদ্র ও ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি সাবেক প্রধান মো. আসাদুজ্জামান। ২০ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. আনিসুর রহমান, মোল্যা নজরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের বিপ্লব বিজয় তালুকদার, এসবির মোহা. মনিরুজ্জামান, শ্যামল কুমার নাথ, মো. সাইফুল ইসলাম, মো. আলমগীর কবির, মো হামিদুল আলম, শেখ রফিকুল ইসলাম। ২১তম ব্যাচের মো. মারুফ হোসেন সরদার, বিজয় বসাক ও সুব্রত কুমার হালদার, মো সাজ্জাদুর রহমান, প্রবীর কুমার রায়, আসম মাহতাব উদ্দিন, মোহা আহমারুজ্জামান, সুভাষ চন্দ্র সাহা, মো মোকতার হোসেন ও পংকজ চন্দ্র রায়। ডিএমপি’র যুগ্ম কমিশনার খন্দকার নূরুন্নবী, এসএম মেহেদী হাসান, একই ব্যাচের মোহাম্মদ জায়েদুল ইসলাম ও সঞ্জিত কুমার রায়।
২৪ বাচের সুদীপ কুমার চক্রবর্তী, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল, ডিএমপি’র সাবেক ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন, কাজী আশরাফুল আজিম, জসিম উদ্দিন মোল্লা ও মো. শাহজাহানসহ কয়েকজনের নাম রয়েছে। এর বাইরেও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নামও আছে তালিকায়। এছাড়াও গুলির নির্দেশদাতাদের মধ্যে বিভিন্ন বিভাগের রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপারদের (এসপি) নাম পাওয়া গেছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা