ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরার সুযোগ এসেছে -ফেনীর গণসমাবেশে পীর সাহেব চরমোনাই
০৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য। প্রতি আসনে একটি মাত্র ইসলামের পক্ষে ব্যালটবাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য। এ জন্য সংগঠনকে তৃণমূলে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইসলামী আন্দোলনের আমীর বলেন, শিক্ষা কমিশন বাতিল করায় একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী জনমতকে মৌলবাদ ও সাম্প্রদায়িক বলে গালি দিয়ে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করছে। কিন্তু নাস্তিক্যবাদীদের বলে দিতে চাই ইসলামের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ফেনীর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর ও পৌর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখা সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন, ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা শেখ আতিকুল্লাহ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অত্যন্ত বৈরী আবহাওয়ার মাঝেও জনতার ¯্রােত ছিলো শহীদ মিনারের দিকে।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশকে চুরি-ডাকাতি, দুর্নীতি, অর্থপাচার ও গুম-খুনে বিশ্বে ৪র্থ করেছে তাদেরকে আমরা ক্ষমতায় আর চাই না। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে সরাসরি ভুমিকা পালন করেছে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্রদের মিছিলে আমরা যোগদান করেছি। আমাদের ১৭৩ জন ছাত্র এবং কর্মী শাহাদাত বরণ করেছে। কাজেই ইসলামী আন্দোলনের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। ৫ আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, তখনও আমাদের ছাত্র, যুবক এবং শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মন্দির পাহারায় কাজ করে, ডাকাতি বন্ধে পাড়া মহল্লাহ স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করে। যা দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়।
পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসির সামনে তুলে ধরার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্য দেখে অতীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছিলো শান্তির আশায়। কাজেই ইসলামী নীতি ও আদর্শের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে ইসলামের নীতি ও আদর্শকে বিজয়ী করে মানুষের শান্তি ও ক্যলাণ নিশ্চিত করি। তিনি বলেন, আমাদের দেশ ৭১ সালে স্বাধীন হলেও পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো। প্রকৃত স্বাধীনতা লাভ করে ৫ আগস্ট। ৫ আগস্টের পর মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। এর আগ পর্যন্ত ভারতের পরাধীনতার মধ্যে ছিলো দেশ। ইসলামের আদর্শ দেখে অন্যান্য ধর্মাবলম্বীরাও ইসলামে ফিরে আসবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক