মধ্যপ্রাচ্যে ইসরাইলি হত্যাকা- মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ
০৩ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল যে বর্বর হত্যাকা- ঘটিয়েছে তা মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ। ইসরাইল জায়নবাদ হলো মানবতা এবং ইসলামের শত্রু। জাতিসংঘের উচিত ইসরাইলের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অন্যথায় গোটা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলের নামনিশানা মুছে ফেলবে। লেবানন থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে লেবাননে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে ইসরাইলি পতাকা পুড়িয়ে ফেলা হয়। গতকাল বৃহস্পতিবার লেবানন ও গাজায় সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঃ ফিলিস্তিন, লেবানন,ইয়ামেনে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু দারদা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ আশরাফ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, গণ অধিকার পরিষদর কেন্দ্রীয় নেতা তারেক রহমান ,মাওলানা কামাল হোসেন, মুফতি নেয়ামত উল্লাহ খান জাফরী, হাফেজ আশিক আল আবিদ, ছাত্রনেতা আব্দুর রহিম, আশরাফুল ইসলাম,দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল বাছেদ,আবীর আবদুল্লাহ। মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, ফিলিস্তিন, লেবানন, ইয়ামেনে উপর ইসরাইলি বোমা হামলায় শত শত লোক হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জাতিসংঘের উচিত ইসরাইলের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আমেরিকার ও ভারতের মধ্যকার অস্ত্র চুক্তি বাতিল করা। জাতিসংঘে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলায় তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত স্বৈরাচারীনি ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইলের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের সাথে বেঈমানি ও গাদ্দারি করেছে। আমরা আপনাকে নিষেধাজ্ঞা পূর্ণ বহাল করায় আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ বলেন,এখনই সময় ভারত , আমেরিকা ও ইসরাইলের সকল পণ্য বর্জন করে বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলের নামনিশানা মুছে ফেলার। সকল মুসলিম দেশের রাষ্ট্র প্রধান ভাইদের প্রতি আহ্বান আপনারা এক জোট হয়ে ইসরাইলের পতনের আন্দোলন শুরু করুন। সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করে এক সাথে আক্রমণ করে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ঃ
ইসরাইলকে বিশ্ব মানবতা এবং ইসলামের শত্রু হিসাবে আখ্যায়িত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, "হান্টিংটনের সভ্যতার যুদ্ধ তত্ত্বের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে যা সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষী চিন্তার অংশ। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল যে বর্বর হত্যাকা- ঘটিয়েছে তা মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ। ইসরাইল জায়নবাদ হলো মানবতা এবং ইসলামের শত্রু।" আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনডিএম আয়োজিত প্যালেস্টাইন এবং লেবাননে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে "কালো পতাকা প্রদর্শন" কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ববি হাজ্জাজ। এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তফাজ্জল হোসেন মিয়াজীসহ এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ববি হাজ্জাজ বলেন, "জায়নবাদ আর বিজেপির হিন্দুত্ববাদ একসূত্রে গাঁথা। ভারতের সাথে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমাদের চারপাশে ভারত। প্রতিবেশী এই দেশের সাথে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাইলেও বিজেপির হিন্দুত্ববাদ বাংলাদেশের উপর চাপিয়ে দেবার চেষ্টা থাকলে সেটা সম্ভব হবে না।" তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে অর্থপূর্ণ আলোচনা করতে হবে যা তাঁদের প্রথম দফা সংলাপে সম্ভব হয় নাই। মাত্র ২১ জনের উপদেষ্টা পরিষদ দেশের একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য যথেষ্ট নয়। আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তার মোকাবেলা করতে হবে।" এসময় ববি হাজ্জাজ দাবি জানিয়ে বলেন, "লেবাননে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট