দুর্নীতি লুটপাট ঠেকাতে রাসূলের (সা.) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর
১০ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে রাসূলে আরাবি (সা.) এর সীরাত সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। হিফজুল হাদিস, হিফজুল কোরআন, প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, সীরাত ক্যাম্পেইন, ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ১০টি স্থানে সীরাত মাহফিল ও উপস্থিত প্রতিযোগিতাসহ বরাবরের মতো এবারো ৩ মাসব্যাপী সীরাত কার্যক্রম চলমান। যা আগামি ৯ নভেম্বর জাতীয় সীরাত সম্মেলনের মাধ্যমে সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। নবীজী (সা.) এর সীরাতের চর্চা সর্বত্র ছড়িয়ে দেয়াই আমাদের টার্গেট। আমরা পূর্ব থেকেই জোড়ালোভাবে উপলব্ধি করছি রাসূলে আরাবির সীরাতের পূর্ণ অনুশীলন না থাকার কারণেই সমাজ রাষ্ট্রব্যাপী অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেটের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় রাসূলের (সা.) সীরাত ধারণ ও সীরাতের আলোকে রাষ্ট্রগঠন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় সীরাত সম্মেলন বাস্তবায়নে গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় প্রচার ও দওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেম শরীয়াতুল্লাহ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, এমএম শোয়াইব, অ্যাডভোকেট মনির হোসাইন। মানববন্ধনের নেতৃবৃন্দ ঃ রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদ্ঘাটন করে দ্রæতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার সৃষ্টি হবে। অসহনীয় এই যানজটের পেছনে পতিত ফ্যাসিবাদি শক্তির ইন্ধন থাকতে পারে, ট্রাফিক পুলিশের গাফলতি এবং এনালগ সিস্টেমে ট্রাফিক কন্ট্রোলেরও দায় রয়েছে। সরকারকে দ্রæতই এর কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। আজ জাতীয় প্রেসক্লাব চত্ত¡রে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল আমিন সোহাগের সভাপতিত্বে ও নগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় উপসম্পাদক কেএম শামিম আহমদ, নগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান, কে এম নাসির উদ্দীন, মুহাম্মদ কবির আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে যুবনেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, সরকার চাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রশিক্ষিত জনশক্তি ট্রাফিক কন্ট্রোলে কাজ করবে। স্বৈরাচার পতনের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ পীর সাহেব চরমোনাইর কর্মী বাহিনী দক্ষতার সাথে দীর্ঘদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আবারো দেশের প্রয়োজনে আমরা যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি।
যুবনেতা মাওলানা নেছার উদ্দিন আরো বলেন, সরকার এখনো সিন্ডিকেট ভাঙ্গতে সক্ষম হয়নি। যার ফলে হু হু করে দ্রব্যমূল্য বেড়েই চলছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন দেশতো আমরা চাইনি। সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী তার বক্তব্যে বলেন, যখন তীব্র গরম ও জানজটে মানুষ অতিষ্ঠ, ট্রাফিক পুলিশরা তখন গল্প গুজব ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। পুলিশ কেন কাজে যথাযথ দায়িত্ব পালন করছে না, এটা খুঁজে বের করা জরুরি। অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা অভয় দিচ্ছি, আপনারা সাহসিকতার সাথে সংস্কার চালিয়ে যান। অগ্রাধিকার নির্ধারণ করে দেশের উন্নয়নে কাজ করুন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সকল সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবে। বক্তারা তাদের বক্তব্যে দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র, স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়া, পাহাড়ে অশান্তি, নতুন করে একদল চাঁদাবাজের দৌরাত্ম এবং হলদখল ও সিন্ডিকেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত