অবিলম্বে প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ দাবি
১১ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
প্রশাসন এবং বিচারবিভাগের সর্বস্তরের কথিত স্বৈরাচারের দোসররা অবস্থান করার কারণে খুনি হাসিনার মন্ত্রীরা মুক্তি পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। তিনি অবিলম্বে প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ করে প্রশাসনকে জনবান্ধব ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার পতিত স্বৈরচারের মন্ত্রীদের মুক্তি দেয়ার প্রতিবাদে মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই দাবি জানান।
আব্দুর রহিম বলেন, সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারের পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে নেওয়ার একদিন পর তাকে অসুস্থ বলে আদালতে প্রেরণ করে। আদালত ছয়টি মামলা একই দিনে জামিন দিয়ে তাকে আদালত থেকেই মুক্ত করে দেয়। এদিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান সকল মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে যায়। কিন্তু দুঃখের, বিষয় ১৬ বছরের নির্যাতিত মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন এবং তার জামিন হতে চারদিন সময় লাগবে। এটা কিসের আলামত? প্রশাসন ও আদালতের রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচার উনি হাসিনার দোসররা বসে আছে বলেই খুনিরা জামিন পেয়ে যাচ্ছে আর নির্যাতিরা রাত গত ১৬ বছরের নির্যাতন ভোগ করেছে এখনো নির্যাতন ভোগ করছে।
তিনি বলেন, সেনাবাহিনী প্রধান বলেছিল সেনা হেফাজতে পুলিশ প্রশাসন ও পতিত স্বৈরাচারের মন্ত্রী, এমপি এবং নেতাদেরকে আশ্রয় দিয়েছে। তারা কারা জাতি জানতে পারেনি। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যে সমস্ত মন্ত্রী, এমপি, নেতারা বাংলাদেশে ছিলেন তারা কিভাবে পালিয়ে গেল, এটা সকলের জিজ্ঞাসা? অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে ভিন্ন কোন শক্তি বা পতিত স্বৈরাচারের প্রেতাত্মা লুকিয়ে আছে কিনা সেটাও দেশবাসীর জিজ্ঞাসা। অন্তর্ভুক্তি সরকারকে ব্যক্ত করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরাই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব অবিলম্বে সকল সংস্কার শেষে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। বলেন, অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার।
শুক্রবার মিরপুর হযরত শাহ আলী বাগদাদী (রাঃ) মাজার গেট থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর বিক্ষোভ মিছিল বের করে এবং মাজার গেইটে সংক্ষিপ্ত সমাবেশ করে। মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমিরের সভাপতিতে ও সদস্য সচিব মো. বাকিবিল্লাহর সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ার, জাহাঙ্গীর আলম সনি, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন ও ফজলে কাদের সোহেল।এ সময়ে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম ও এম সায়েম উদ্দিন সিয়াম সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত