স্বাধীনতার পরে নজিরবিহীন নিরাপত্তা ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৫ এএম
প্রতিবেশী দেশের নানা ষড়যন্ত্র, গুজব ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে তৈরি কৃত্রিম আশঙ্কার মধ্যেই স্বাধীনতার পরে নজিরবিহীন নিরাপত্তা, নির্বিঘ্ন পরিবেশ ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির শুধু নয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহসহ সকল বিভাগীয় ও জেলা শহর ছাড়িয়ে দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে হিন্দু ধর্মালম্বীরা অতীতের সকল সময়ের রেকর্ড ভেঙ্গে অত্যন্ত নিরাপদ পরিবেশে এবং ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে মন্দিরসমূহে তাদের বড় ধর্মীয় উৎসবটি উদযাপন করেছে। বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটিসহ সকলের সরব ও সতর্ক উপস্থিতি ও ভূমিকার কারণে এবারের দুর্গোৎসব দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরোপুরি নির্বিঘ্ন হয়েছে বলে জানান পূজারীরা।মন্ডপগুলোতে ছিল কয়েক স্তরের তথা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো দুর্গাপূজা। মণ্ডপে-মণ্ডপে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গত বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদূর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
সরকারের পক্ষ থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার বাহিনী কাজ করবে। মন্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ সদর দপ্তর থেকেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে। শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে, সেজন্য পূজামণ্ডপের আশেপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পূজারী জানান, এবারের পূজা অতীতের চেয়ে খুব আনন্দময় ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবমুখর এক মিলন মেলা : এদিকে সমুদ্রের পানিতে বিসর্জনে আজ রবিবার বিজয়া দশমীর দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট হয়ে উঠেছিল উৎসবমুখর এক মিলন মেলার। হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন বিসর্জনে। অন্য ধর্মের হাজার হাজার লোক দেখা যায় এই উৎসবে। আর লাখো পর্যটক এসেছেন দুর্গোপূজার ছুটিতে। সব মিলিয়ে সমুদ্রের বালুকাবেলায় রবিবারের বিকেলটা হয়ে উঠেছিল অসাম্প্রদায়িক এক উৎসবের। এ যেন প্রতীমা বিসর্জন নয়, লাখ লাখ মানুষের মিলন মেলা।
আজ রোববার (১৩ অক্টোবর) প্রতীমা বিসর্জনে সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছিল বিসর্জন অনুষ্ঠানের। জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিসর্জন অনুষঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপক শর্মা দীপু জানান, এবার কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন হয়েছে ৩৪০টি প্রতিমা। কক্সবাজার শহর, জেলার বিভিন্ন উপজেলা এবং পার্বত্য বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিমা এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এবার কক্সবাজার জেলায় ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘট পূজা মিলিয়ে জেলায় ৩২১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ছিল। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা পুরো জেলায় দূর্গোৎসবের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব : বিষাদ-আনন্দ এক করে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী বছরের অপেক্ষায় থেকে দুর্গতিনাশিনী দেবীকে দেবালয়ে বিদায় জানালেন ভুবনের বাসিন্দারা। রোববার ( ১৩ অক্টোবর) দুপুর থেকে চট্টগ্রাম নগরের কালুরঘাটে নিজেদের ধর্মের রেওয়াজ মতে তেল-সিঁদুর পরিয়ে, পান-মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্ত ও অনুসারীদের এই ভিড় ছিল লক্ষণীয়।ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে আসেন তারা।
এসময় বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কর্তৃক আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সাংবাদিক সন্জীব নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কাজী বেলাল, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা, ৫ নং ওয়ার্ডের সভাপতি জানে আলম জিকু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুব আলম ও বিএনপি নেতা মো. জাফর।
এছাড়া চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্জিদ দেব নাথ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপংকর ভট্টাচার্য্য ও চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিরণ দাশ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, প্রতি বছরের মতো এবারও নগরের কালুরঘাটে কর্ণফুলী নদীর তীরে তেল-সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ট্রাকে করে প্রতিমা নিয়ে ছুটে আসে ভক্ত-অনুরাগীরা। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে কালুরঘাট এলাকায়। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও প্রতিমা বিসর্জন দেখতে ভিড় করতে থাকে। এছাড়া নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত,পাথরঘাটা গঙ্গাবাড়ি, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নগরের বাহিরে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলায় নদী বা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নওগাঁর আত্রাই পৈসাতা গ্রামে ৩জনকে পিটিয়ে জখম আহতদের উদ্ধার করে ৯৯৯ পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান