‘ছাত্র-জনতা দুস্কৃতিকারী’ বলার পুরস্কার সদর দফতরের অতিরিক্ত আইজিপি!
৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম
যারা বের হবেন, তারা যেন অনুমতি নিয়ে বের হন। যারা দুস্কৃতিকারী তাদের বিরুদ্ধে কঠোর বার্তা কোনভাবেই ছাড় দেয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক পর্যায়ে মেট্রোরেল ভাংচুর করেন বিক্ষোদ্ধ হাজার হাজার সাধারন মানুষ। মেট্রোরেল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এভাবেই আওয়ামী সরকার বিরোধী আন্দোলনকারী সাধারন ছাত্র-জনতাকে কঠোর হুমকি দিয়ে টেলিভিশনে বক্তব্য দেন এপিবিএনয়ের সাবেক প্রধান বর্তমানে পুলিশ সদর দফতরে যোগদানকৃত অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই-আগষ্ট রাজধানীর চানখার পুল, যাত্রাবাড়ি, উত্তরা ও বাড্ডা এলাকায় এপিবিএন সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। আর এ সময় এপিবিএনয়ের প্রধান ছিলেন অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময় উত্তরায় এপিবিএনয়ের উত্তর গেইটে এপিবিএনয়ের ভেতর থেকে মিছিলের উপর এলোপাতাড়িগুলি করলে ছয় বছরের শিশু জাবির ইব্রাহিম শহীদ হন। এ হত্যার ঘটনায় শেখ হাসিনা, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ ১৯জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর আত্মগোপনে চলে যান এপিবিএনয়ের প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। পরিস্থিতি স্বাভাবিক হলে বেশ কয়েকদিন পরে যোগদান করেন তিনি। প্রকাশ্যে শত শত এপিবিএনয়ের সশস্ত্র পুলিশ সদস্যদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালানোর হুকুম দেয়াসহ নানা পদক্ষেপ গ্রহন করেন সেলিম জাহাঙ্গীর। তার নির্দেশেই রাজধানীর চানখার পুল, যাত্রাবাড়ি, উত্তরা ও বাড্ডা এলাকায় এপিবিএন সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে। যার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। নিজেকে রক্ষায় অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধের ভাই সিগ্ধর সাথে যোগাযোগ করেন। সিগ্ধ ও তার বাবাকে প্রস্তাব দিয়ে এপিবিএনয়ে মুগ্ধের নামে একটি স্কুলের নাম কারণ ও স্কুল গেইটটি উদ্বোধনের সময় মুগ্ধের নামে দেয়া হয়। এর পর এই চতুর পুলিশ কর্মকর্তা গত ৫ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে ওই ভবন উদ্বোধন করান। নিজের অতীত কার্যক্রম মুছে ফেলতে এবং পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামীলীগের হয়ে গোপনে কাজ করতে তৎপর হয়ে উঠেছে। ৫ আগষ্টের পর তার দীর্ঘদিনের ব্যবহ্নত ফেসবুক একাউন্টটি র’য়ের সহযোগিতায় ডিএ্যাকটিভ করে দিয়েছেন।
সূত্র জানায়, ছয় বছরের শিশু জাবির ইব্রাহিম তার বাবা কবির হোসেনের সাথে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলের লং মার্চে অংশ নিতে উত্তরা স্কলাষ্টিকা স্কুলের সামনে উপস্থিত হয়। বিকেল ৪টার দিকে গণজমায়েতের উপর পুলিশ আক্রমন করে। ভয়ে জাবিরসহ অন্যান্যরা উত্তরা এপিবিএনয়ের উত্তর গেইটের দিকে গেলে এপিবিএনয়ের ভেতর থেকে মিছিলের উপর এলোপাতাড়িগুলি করে। পুলিশের গুলিতে জাবির আহত হন এবং পরে শহীদ হন। এপিবিএনয়ের সদস্যরা যখন গুলি করছিলো তখন এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এপিবিএনয়ের হেডকোয়াটারে বসে গুলির নির্দেশ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শিশু জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহর করেনি। পরে গত ২২ আগষ্ট আদালতের মাধ্যমে উত্তরা পূর্ব থানায় এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ১৯জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।
অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর আওয়ামী সরকারের সময় প্রভাবশালী কর্মকর্তা এবং ছাত্রজীবনে ছাত্রলীগের ক্যডার হিসেবে পরিচিত ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের খুব ঘনিষ্ট ছিলেন তিনি। ২০০৭ সালের এপ্রিল থেকে ২০১১ সালের জুন মাস পর্যন্ত চার বছর ডিএমপির ডিসি হিসেবে কর্মরত ছিলেন। এর পর ২০১১ সালের জুলাই থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত কক্সবাজার জেলার এসপি, কক্সবাজারের এসপি থাকা অবস্থায় তিনি তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবে বদলি হন। র্যাবের যাওয়ার পর তার র্যাবের ডাইরেক্টর ইন্টিলিজেন্স লে: কর্ণেল জিয়াউল আহসানের ঘনিষ্ট কর্মকর্তা হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করেন।
ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তখনকার র্যাবের ডাইরেক্টর ইন্টিলিজেন্স লে: কর্ণেল জিয়াউল আহসানের ঘনিষ্ট কর্মকর্তা হিসেবে সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর সাথে সখ্যতা তৈরি করেন। এক পর্যায়ে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এনএসআইয়ে যোগদান করেন। তার এনএসআইয়ে যোগদানের নেপথ্যে কাজ করেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ও জিয়াউল আহসান তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে পোষ্টিং করা হয়। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ৬ বছর দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (কনস্যুলার) হিসেবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভিসা প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (কনস্যুলার) হিসেবে কর্মরত থাকা অবস্থায় র’য়ের ঘনিষ্ট হিসেবে তার কাজকর্ম ছিল ওপেন সিক্রেট। এর পুরস্কার হিসেবে র’য়ের উচ্চ পর্যায়ের তদ্বিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু পেশাদার, সৎ ও যোগ্য কর্মকর্তাকে ডিঙ্গিী সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেন চলতি বছরের ২৮ মে। উল্লেখ্য, বাংলাদেশে আসার পর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে এপিবিএনয়ের প্রধান করা হয়। এপিবিএনয়ের অধীনস্থ ইউনিট এসপিবিএন প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয়ের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত। আওয়ামী সরকার তার বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে ডিআইজি গোলাম কিবরিয়াকে এসপিবিএনয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা। ছাত্র-জনতার রক্তে গড়া বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এসপিবিএনয়ের সাবেক ডিআইজি গোলাম কিবরিয়াকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয়। বর্তমানে অতিরিক্ত আইজিপি গোলাম কিবরিয়া পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পুলিশ সদর দফতরের অডিট এন্ড ইন্সপেকশনের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত রয়েছে। গত ২৭ অক্টোবর তাকে ওই পদে পদায়ন করেছেন আইজিপি ময়নুল ইসলাম।
শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন ইনকিলাবকে বলেন, আমার ছেলে হত্যার সাথে জড়িতদের কঠোর বিচাই চাই। থানা পুলিশ আমার সাথে যোগাযোগ করে বলেছে তারা মামলা তদন্ত করছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ইনকিলাবকে, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এপিবিএন আইজিপির অধীনস্থ পুলিশের একটি ইউনিট। আমি আইজিপির নির্দেশে কাজ করেছি। ৫ আগষ্ট আমার কোন কমান্ড ছিল না। আমি আন্দোলনের আগে ও পরে কখনো অফিসে যাইনি এমন ঘটনা ঘটেনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের হয়ে অনেক কাজ করেছেন এবং আওয়ামী সরকারের সময় প্রভাবশালী হিসেবে কাজ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে সরকারের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছি। কোন বিদেশী সংস্থার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। আমি পেশাদার পুলিশ কর্মকর্তা। আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন