তাবলিগের বিরোধের কারণ সরকারের বোঝা দরকার : নেয়ামাতুল্লাহ ফরিদি
০৫ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম
জামিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী বলেছেন, তাবলিগের চলমান বিরোধ কীসের তা বর্তমান উপদেষ্টা শাসিত সরকারের বোঝা দরকার। তিনি বলেন, এই বিরোধ শুধু দৃষ্টিগত বিরোধ নয় বরং ধর্মীয় বিরোধ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।
মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী মাওলানা সাদ কান্ধলভীকে উদ্দেশ্য করে বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ তাআলার ভুল ধরে, যে নবীর ভুল ধরে তাকে সুযোগ দিলে উম্মাহকে গোমরাহ করবে। অতএব এই বিরোধ শুধু দৃষ্টিগত বিরোধ নয় বরং ধর্মীয় বিরোধ।’
তিনি বলেন, ‘যেহেতু তাবলিগ জামাত দেওবন্দ সৃষ্টি করেছে। তাই দেওবন্দ যে সিদ্ধান্ত জানাবে সেটাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত হতে হবে।’
বিরোধের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর নেজাম দিয়েছেন আল্লাহ তাআলা। সূর্য-চন্দ্র, গ্রহ তারা, পশুপাখি জীবজন্তু সবকিছু আল্লাহ তাআলার সেই নিয়ম মেনে চলে। তাই তাদের মাঝে শান্তি বিরাজ করে। মানবজাতির নেজামও আল্লাহ তাআলা ঠিক করেছেন। তাদেরকে আইনকানুন শিখিয়েছেন নবীগণ। তাদের অবর্তমানে সেই দায়িত্ব পালন করেন হজরত ওলামায়ে কেরাম। কিন্তু আমরা দেখতে পাই ইহুদিরা আল্লাহর আইন না মানতে নিজের হাতে নবীদের হত্যা করেছে। নিজের হাতে আলেমদের হত্যা করেছে।’
মাওলানা ফরিদী বলেন, ‘২০১৮ সালে দেখা গেল ইহুদিদের মতো তাবলিগের নামে আলেমদের গায়ে হাত তুলেছে ও হত্যা করেছে সাদপন্থিরা। এটা বড় ভয়ংকর। বিষয়টি বর্তমান উপদেষ্টা সরকারের বোঝা দরকার। এই বিরোধ কেন তাও বুঝতে হবে। এই বিরোধের অনেকগুলো কারণের একটি হলো, মাওলানা সাদ কান্ধলভী আল্লাহ তাআলা ও নবী মুসা আলাইহিস সালামের সিদ্ধান্তকে ভুল বলেছে।’
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হজরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছেন। মাওলানা সাদ বলেন, তিনি উম্মতকে রেখে চলে গেছেন বিধায় তারা গোমরাহ হয়েছে। যেখানে আল্লাহ তাআলা ৩০ দিনের জন্য মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন আর নবী সেই আদেশ পালন করতে গেছেন। সেখানে আল্লাহর আদেশ পালনকে যে ভুল বলে তার কোনো যোগ্যতাই নেই তাবলিগ জামাতের নেতৃত্ব দেয়ার।’
উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।
২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করেন তারা। প্রথম পর্বে এই সম্মেলনে যোগদানকারী জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। তবে ২০২৫ সালের ইজতেমায় সাদপন্থিরা প্রথম পর্বে ইজতেমা আয়োজন করতে চাইলে এর বিরোধিতা করেন আলেম-ওলামা এবং সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের ডাক দেন তারা।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে ইসিকে
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা ৬ লক্ষ টাকা
মুন্নি-তাপস রঙ্গলীলা; দুর্নীতি ও নারী সাপ্লাইয়ের ইতিকথা।
উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা বৈধ, হাই কোর্টের নির্দেশ খারিজ করে রায় সুপ্রিম কোর্টের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সম্পর্কে যে ৭টি তথ্য জানা প্রয়োজন
ভূমি রাজস্ব আয় বৃদ্ধিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বিতকরণের তাগিদ
কমলা-ট্রাম্প,কার জয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে?
বিশ্বের শীর্ষ ১৫ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন আম্বানি-আদানি
ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না সরকার, ঐতিহাসিক রায় ভারতে
১৩২ বছরের রেকর্ড ভাঙার সুযোগ ট্রাম্পের সামনে
গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে শীতের আগাম সবজিতে চাষির মুখে হাসির ঝলক,
জাভা সমুদ্রে ইন্দোনেশিয়া ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু
কানাডায় মন্দিরে হামলা খালিস্তানপন্থিদের, গ্রেপ্তার তিন
সড়কের স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল জাবি ছাত্রদল
জুড়ীর ফুলতলা সীমান্তে মাদকদ্রব্যসহ বিজিবির হাতে যুবলীগ নেতা আটক
শাহজাদপুরে যানজটে জনদুর্ভোগ চরমে!
মনোহরগঞ্জে উত্তর হাওলা ইউনিয়ন বাসীর ভোগান্তির অবসান ঘটালো যুবদল
কুমিল্লা দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ আহত ২০
আইওয়ার দিকে সবার নজর কেন ?
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত অ্যাডভোকেট মান্নান আহবায়ক সিরাজ সদস্য সচিব