ঢাবিতে ঐতিহাসিক মাজার ভাঙচুর করলো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আগতরা
০৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
হযরত হাজী শাহবাজ (রহ.) মাজার ভাঙচুর করেছে সোহরাওয়ার্দী উদ্যোনে তাবলীগ জামাত পন্থীদের সমাবেশে আগত সদস্যরা। এসময় মারধর করা হয় মাজারে দায়িত্বরত ব্যক্তিদেরও। পরে সেনাবাহিনী আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় থেকে ১২টা পর্যন্ত এ মাজারে ভাঙচুরের তান্ডব চালায় তারা। হাজী শাহবাজ মাজারটি দোয়েল চত্বর সংলগ্ন এবং বাংলা একাডেমির বিপরীত পার্শ্বে অবস্থিত।
মাজারের খাদেম মুহম্মদ জহিরুদ্দিন জানান, আজকে সকাল থেকে সোহরওয়ার্দী উদ্যোনে তাবলীগ জামাতের সদস্যরা উপস্থিত হতে থাকে। বেলা ১১টার দিকে আনুমানিক ৫শ’ সদস্য সোহরওয়ার্দী উদ্যোনের পার্শ্ববর্তী শাহবাজ মাজারে প্রবেশ করে এবং মাজারের ভেতরে ভাঙচুর চালায়। তারা মাজারের ভেতরে গিলাফ ছিড়ে ফেলে, মাজারে ইট ভাঙচুর করে। এবং মাজারের দেয়াল আঘাত করে ভেঙ্গে ফেলে। এছাড়া মাজার-মসজিদে যত্রতত্র প্রস্রাব করে। ভাঙচুরের সময় তারা মাজারের ২ জন খাদেম এবং ৪ জন দর্শনার্থীকে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে আমরা সেনাবাহিনীকে খবর দেই। সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাদেম মুহম্মদ জহিরুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে, কিন্তু তাদেরকে কোন প্রচার ভাঙচুর করার অনুমতি দেয়া হয় হয়নি। তাহলে তারা এভাবে একটি ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর করলো কেন ?
তিনি বলেন, হাজী শাহবাজ মাজারে কোন প্রকার সেজদা করা সম্পূর্ণ নিষেধ। আমরা আগত দর্শনার্থীদের এ ব্যাপারে সব সময় সতর্ক করি। কিন্তু সমাবেশে আগতরা কোন কথা না শুনেই ভাঙচুর করলো।
মাজারের খাদেম মুহম্মদ জহিরুদ্দিন বলেন, হাজী শাহবাজ মাজার মসজিদ একটি ঐতিহাসিক স্থাপনা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। ১৬৭৯ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সুবেদারির সময় মসজিদটি নির্মিত হয়। হাজী শাহবাজ খান ছিলেন কাশ্মীর থেকে আগত একজন সূফী সাধক ও ব্যবসায়ী। তিনি জীবিত থাকা অবস্থায় বাবরী মসজিদে আদলে এই ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন এবং উনার ইন্তেকালের পর কবর দেয়ার স্থান নির্দ্দিষ্ট করেন। পরবর্তীকালে নবাব সলিমুল্লাহ মসজিদ-মাজারটি দেখা শোনার জন্য মাজারে পেছনে ১১ কাঠা জমি খাদেমদের জন্য নির্দ্দিষ্ট করে দেন। আমরা বংশ পরম্পরায় মসজিদ-মাজারের দেখাশোনা করে আসছি। এ ধরনের একটি ঐতিহাসিক ও প্রত্ন সম্পদকে যারা ধ্বংস করতে চায়, আমরা তাদের বিচার চাই।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খালেদ মুনসুর বলেন, এ ধরনের ভঙ্চুরের কোন খবর পাইনি। কেউ অভিযোগ দেয়নি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ