ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিলেন সাবেক স্পিকার, ব্যাপক সমালোচনা
০৭ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী ও এমপিদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় সংসদের পদত্যাগী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর লাল পাসপোর্টও বাতিল হয়েছে। রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি তিনি।
গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পাসপোর্ট অধিদপ্তরের একাধিক সূত্র দাবি করেছে, সাবেক এ স্পিকার ও তার স্বামী অধিদপ্তরের ঊর্ধ্বতনদের বাগে নিয়ে অনৈতিকভাবে ভিআইপি সুবিধা নিচ্ছেন। এজন্য খরচ করেছেন মোটা অঙ্কের টাকা। তা না হলে হত্যা মামলায় আত্মগোপনে থাকা এ আসামি কীভাবে ঘরে বসে পাসপোর্ট করতে পারেন, সে বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে? শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়টি একটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সাবেক এ স্পিকার ও তার স্বামীর পাসপোর্টের আবেদন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা কি সত্যিই অসুস্থ? নাকি কোনো বিশেষ শক্তি বা গোষ্ঠী সুবিধা নিয়ে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পাসপোর্ট পেতে তাদের সহায়তা করছে? বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শিরীন শারমিন চৌধুরী সাবেক স্বৈরাচারের আমলের স্পিকার এবং হত্যা মামলার আসামি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কড়া সমালোচনা কড়েছেন পাসপোর্ট অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের।
এ. কে. এম. শহীদুল হক শামীম নামে একজন ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগারদেরকে দেশি ও আন্তর্জাতিক মিডিয়া খুঁজে পায়, পাসপোর্ট অফিসের দালালেরাও খুঁজে পায়, শুধু পায় না আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী। এ বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে অতি দ্রুত স্বৈরাচারের দোসর শিরীন সারমিনকে গ্রেপ্তার করতে হবে।
মো. বাদল মোল্লা নামে একজন লিখেছেন, আওয়ামী পুলিশ অপসারণ না করা পর্যন্ত এমনই হবে। যারা এ কাজ করেছে তাদের চাকুরিচ্যুতসহ শাস্তি চাই।
মাইনুদ্দিন মনোয়ার নামে একজন লিখেছেন, কে সহযোগিতা করছে তাকে আগে ধরতে হবে। পরে এই শিরীন সারমিনকে গ্রেপ্তার করতে হবে।
ফাহমীদা নুর নামে একজন লিখেছেন, সারাদেশে যদি একটা আ.লীগ ও ছাত্রলীগ থাকে সেটাও এই দেশের জন্য হুমকি। সুতরাং এদের পেলেই প্রশাসনের হাতে তুলে দিন। হাসিনা যদি টিকে যেত তাহলে সে দেশের মানুষকে কি করতো ভাবলে গা শিউরে ওঠে। তাই এদের কোনো ছাড় নয়।
একজন লিখেছেন, শিরীন সারমিন এ কাজ করে সবাইকে স্মরণ করে দিলো সবক্ষেত্রে সংস্কার করতে হবে। নয়তো স্বৈরাচারের দোসরদের কারণে এ দেশ পিছিয়ে যাবে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনুন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
জলবায়ু সংকটে অ্যামাজনে খরা, প্রায় ৪২০,০০০ শিশু বিপদগ্রস্ত
দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব : কুমিল্লায় বক্তারা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্বৈরাচারের দোসররা এখনও চাকরিতে বহাল, যা বললেন ফাহাম
ছাত্র-জনতা হত্যা, শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
ট্রাম্পের বিজয়ে মধ্যপ্রাচ্য কতটা খুশি !
বিশ্বনাথে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা : ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু
জিয়াউর রহমান জিন্দাবাদ, ৭ নভেম্বর জিন্দাবাদ স্লোগানে উত্তাল বগুড়া
যশোরে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেফতার ৫
আজ রাতে মুক্তি পাবে পরীমণির 'রঙ্গিলা কিতাব'
যশোরে থেমে গেল অবৈধ ইজিবাইক-অটোরিক্সা আটক অভিযান
কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগ গাছের চারা রোপণ করতে গিয়ে স্থানীয় বাঁধার মুখে ধাওয়া পাল্টা ধাওয়া আহত,-৭
মানিকগঞ্জে প্রবাসী উজ্জল হত্যার ২৬ দিন পর রহস্য উনম্মোচন করলো পুলিশ, গ্রেফতার -৩
অস্ট্রেলিয়ায় শিশুদের নিরাপত্তায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের সাথে আতাত কারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না- হযরত আলী
জার্মানির রাজনৈতিক অস্থিরতা,শলৎসের অর্থমন্ত্রী বরখাস্ত
'যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে' এই স্লোগানে ইবিতে পরিচ্ছন্নতা অভিযান
মির্জাপুরে জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় হাড় ভাঙল দুই কৃষকের
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে গণতন্ত্রও সার্বভৌমত্ব ফিরে এসেছে -দুলু
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা