বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার কায়েম হতে দেওয়া হবে না -পীর সাহেব চরমোনাই
০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষ শ্রমজীবি। বৈষম্যবিরোধী আন্দোলনে অর্জিত বাংলাদেশে শ্রমিকদের উপর এখনও বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্য দূর করার একমাত্র উপায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। তিনি বলেন, মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে ভাই ভাই। তাদের সম্পর্ক ভাই ভাই হলে কোনো বৈষম্য থাকবে না। তিনি সারাদেশে শ্রমিকদের জন্য সরকারী সুযোগ তৈরির দাবি জানান। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে শ্রমিকদের জন্য সঠিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে তিনি ঘোষণা করেন। যারা বিগত ১৭ বছর দেশের মানুষের উপর জুলুম করেছে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদেশে কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ার করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলের লেজুরভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না, নিজস্ব শক্তিতে ক্ষমতায় যেতে চায়। বৈষম্যবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসুক না আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সকল অঙ্গ সংগঠন দেশের যে কোনো সংকট সমস্যায় সবার আগে রাজপথে থাকবে।
আজ ৮ নভেম্বর, শুক্রবার বাদ জুমা দৈনিক বাংলা রোডে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি এই সমাবেশ অনুষ্ঠিত হেয়। সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সমাবেশে আরো বলা হয়- ছাত্র-শ্রমিক-জনতার রক্তে রঞ্জিত কোনো সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, মোস্তফা কামাল ও সৈয়দ মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, আলহাজ্ব আঃ মোছাব্বির রুনু, মাওলানা নূরে আলম ছিদ্দিকী, মাওলানা শাহ মো: জামাল উদ্দিন, আলহাজ্ব মো: কামাল উদ্দিন আহম্মেদ, মাওলানা মো: গোলাম কিবরিয়া, প্রচার ও দা‘ওয়াহ সম্পাদক মো: হাসিবুর রহমান হাসিব, মো: তারিকুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মো: হায়দার আলী, কে এম বেলাল হোসেন, অধ্যপক মো: আব্দুল করিম, মুফতী মুহিব্বুল্লাহ কাজেমী, এডভোকেট মো.হানিফ মিয়া ,¡ মো: সাইফুল ইসলাম, আলহাজ্ব মো: শাহীন আহাম্মেদ, মো: শাহজাহান ভূইয়া, আলহাজ¦ এমদাদুল ফেরদৌস, মো: হারুনুর রশিদ, আলহাজ্ব মো: নজরুল ইসলাম, মো: শহীদুল ইসলাম, মো: আইয়ুব আলী চৌধুরী, হাজী আব্দুর রহমান দুলাল, মো: আনিসুর রহমান, আলহাজ্ব মো: শামীম খান, মো: মিজানুর রহমান, মো: কামাল হোসেন, আলহাজ্ব মো: মহিউদ্দিন, মাওলানা মো: হাসান ইমাম মুন্সি, সদস্য হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, আলহাজ্ব এস এম ফজলুল হকসহ সারাদেশ থেকে আগত জেলা নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, আজকের এই শ্রমিক সমাবেশ বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল। এখনও শ্রমিকদের প্রতি মালিক-শ্রমিক বৈষম্য রয়ে গেছে। অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই উপদেষ্টা সরকার শ্রমিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে শ্রমিকদের অনেক বড় অবদান রয়েছে। শ্রমিকদের উপর বিগত সরকারের জুলুম নির্যাতন তুলে ধরে তিনি বলেন - আওয়ামী লীগের পলাতক প্রধানমন্ত্রী ভারতের দোসর ছিলেন এজন্যই কোনো পাসপোর্ট ভিসা না থাকা সত্বেও তাকে ভারতে রাখা হচ্ছে।
সমাবেশে শ্রমিকদের অধিকার আদায়ে ১৫ দফা দাবি ঘোষণা করা হয়। ১) শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ২) শ্রমিক বান্ধব রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের সরাসরি অংশগ্রহন নিশ্চিত করতে হবে। ৩) বর্তমান নিত্য প্রয়োজনীয় পন্যের দাম আকাশচুম্বী। তাই খেয়ে-পরে বেঁচে থাকতে শ্রমিকের নূন্যতম মজুরী ২৫,০০০/= (পঁচিশ হাজার টাকা) নির্ধারণ করতে হবে। ৪) ভর্তুকিমূল্যে শ্রমিক পরিবারকে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় পন্য সামগ্রি সরবরাহ করতে হবে। ৫) অসুস্থ শ্রমিকদের ভাতা প্রদান করতে হবে এবং ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের ঝুঁকি ভাতা ও বীমা সুবিধার আওতায় আনতে হবে। ৬) বাধ্যতামূলকভাবে সকল শ্রমিকের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে। যথাযথ প্রক্রিয়া ব্যতিত শ্রমিক ছাটাই করা যাবেনা। ৭) কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং সুবিধাভোগীদের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৮) ব্যাটারী চালিত অটোরিক্সা, সিএনজি ও রিক্সার লাইসেন্সের জটিলতা নিরসন করতে হবে। ৯) পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে সকল প্রকার চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। পণ্য পরিবহনে ওয়েস্কেল সংশ্লিষ্ট দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে। ১০) প্রবাসি শ্রমিকদের হয়রানি ও টিকেট সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং বিদেশগমনের পদ্ধতিগত জটিলতা ও খরচ কমাতে হবে। ১১) সিএনজি ও অটোরিক্সা থেকে দৈনিক বা মাসিক ভিত্তিক চাঁদা আদায় বন্ধ করতে হবে। অকারনে ট্রাফিক মামলা ও হয়রানি বন্ধ করতে হবে এবং যাত্রী ওঠানামা ও অপেক্ষার জন্য নির্ধারিত সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড তৈরী করতে হবে। ১২) নির্মানখাতে অনুমোদনের জটিলতা ও ভোগান্তির কারনে নির্মানখাতে অচলাবস্থা বিরাজ করছে ফলে বহু নির্মাণ শ্রমিক বেকারত্ব বরণ করছে। তাই দ্রুত ও সহজে প্লান অনুমোদনের ব্যবস্থা করতে হবে। ১৩) হকার ও ভ্রাম্যমান হকারদের পুর্নবাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা যাবেনা। পজিশন ভাড়ার নামে অবৈধ চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। ১৪) দোকান কর্মচারী ও হোটেল-রেস্তরা কর্মচারীদের কর্মসময় ৮ ঘন্টা ও অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম চালু করতে হরে। ১৫) সকল শিল্প কারখানায় নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি