লাখো নেতাকর্মীর শোভাযাত্রা, ‘সংস্কার শেষে অতি দ্রুত’ নির্বাচন চাইল বিএনপি
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। দীর্ঘ সময় নিয়ে করা এই শোভাযাত্রায় রাজধানীসহ আশপাশের জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের শক্তির জানান দেওয়ার পাশাপাশি স্বৈরাচারের দোসরদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার তাগিদ দিয়েছে। এছাড়া শোভাযাত্রা শেষে দলটির পক্ষ থেকে দেওয়া সমাপনী ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপি। এটি কাকরাইল, মৎস্য ভবন মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। শোভাযাত্রাপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রার শুরুতেও সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ফখরুল।
সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকার আটটি জেলার নেতাকর্মী ও আপামর জনসাধারণ, আপনাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
ফখরুল বলেন, ‘আজ জাতির স্বাধীনতা রক্ষার জন্য নতুন করে শপথ নিলেন, আজ গণতন্ত্র ফিরিয়ে আনতে শপথ নিলেন।’
অতি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অতি দ্রুত সংস্কার করে অবাধ নির্বাচন দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠন করতে পারব।’
সব দলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হলেও বিএনপি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন পর ছুটির দিনে (শুক্রবার) শোভাযাত্রা করে। বেলা ১২টার আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে নেতাকর্মীদের ঢল নামে। গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপির এত বড় কর্মসূচি আর পালিত হয়নি। লাখ লাখ নেতাকর্মীদের সমাবেশ ঘটে রাজধানীতে। এতে পল্টন ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার কার্যক্রম শুরু হয়। অস্থায়ী ট্রাকে স্থাপিত মঞ্চে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি