কাউন্সিলর কাশেম মোল্লা ৯ বছরে শতকোটি টাকার মালিক
১০ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম
সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাশেম মোল্লা ৯ বছরে শতকোটি টাকার মালিক হয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, সীমাহীন দুর্নীতির মাধ্যমে ওই ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর এই বিপুল অর্থের মালিক হয়েছেন বলে গত মার্চ মাসে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে যানা যায় কাশেম মোল্লার বিরুদ্ধে সরকারি প্লট দখল, চাঁদাবাজি,অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।আবুল কাশেম মোল্লা আওয়ামী লীগের শাহ আলী থানার সাধারণ সম্পাদক।২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আবুল কাশেম মোল্লা।এরপর ২০২০ সালেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে নির্বাচন কমিশনে দেওয়া আবুল কাশেম মোল্লার সম্পদের তথ্য অনুযায়ী,সে সময় তাঁর কাছে নগদ ৭৪৩ টাকা, ১০ লাখ ৪০ হাজার ৬৫৭ টাকা মূল্যের একটি মাইক্রোবাস, ৬০ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য ও ৮০ হাজার টাকার আসবাব ছিল।৯ বছর পর ২০২৪ সালে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় শতকোটি টাকা।
চলতি বছর মার্চ মাসে কাশেম মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মাধ্যমে ১০০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে।কমিশন অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে দায়িত্ব দেয়।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিনি এসংক্রান্ত রেকর্ডপত্র চেয়ে গত ১০ জুন ব্যাংক, বীমা, জাতীয় রাজস্ব বোর্ড, সিটি করপোরেশন,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রিহ্যাব, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান।চিঠিতে কাউন্সিলর আবুল কাশেম মোল্লা ও তাঁর স্ত্রী রিভা মেহনাজসহ তাঁর দুই সন্তানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দুদকে পাঠাতে বলা হয়।
এর আগে গত ১ এপ্রিল মাদরাসার সংশ্লিষ্ট নথিপত্র ও আবুল কাশেমের ব্যক্তিগত নথিপত্র চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা।চিঠিতে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মিরপুরের মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদরাসার নামে পরিচালিত ব্যাংকের হিসাব বিবরণী,ওই সময়ের বিভিন্ন সভার রেগুলেশনসহ আয়-ব্যয়ের বিবরণী ও ম্যানেজিং কমিটির কার্যক্রমের বিস্তারিত তথ্য চাওয়া হয়।
দুদকে দাখিল হওয়া অভিযোগে বলা হয়েছে, আবুল কাশেম মোল্লা ক্ষমতার অপব্যবহার করে গত ৯ বছরে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন, যার কোনো বৈধ উৎস নেই।কাশেম মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করছে দুদক। এর মধ্যে তাঁর সম্পদের হিসাবসহ নানা তথ্য কমিশনে এসেছে।
সেগুলো এখন যাচাই-বাছাই চলছে।সব পর্যালোচনা করে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হবে।প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।’সাবেক কাউন্সিলর আবুল কাশেম মোল্লার এলাকা ডিএনসিসির ৮ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায়, মিরপুর-১ নম্বরের রাসেল পার্কসংলগ্ন ডি-ব্লকের ২ নম্বর রোডে ১৫ নম্বর বাড়িটি কাশেম মোল্লার বাড়ি নামে পরিচিত।
এই বাড়িটি ২০১৭ সালে তৈরি করেন তিনি।বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলা নিয়ে ডুপ্লেক্স।৯ বছর ধরে সেখানে পরিবার নিয়ে বাস করছিলেন তিনি।শেখ হাসিনার সরকার পতনের পর কিছুদিন তাঁর পরিবার অবস্থান করলেও সেপ্টেম্বরের শেষ দিকে সবাই একে একে বাড়ি ত্যাগ করেন।
এলাকাবাসী থেকে পাওয়া তথ্য ও দুদকের অভিযোগ থেকে জানা যায়, বাড়িটি নির্মাণে কাশেম মোল্লা ২০ কোটি টাকা খরচ করেছেন।
দুদক সূত্র জানায়, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি ওই একই ব্লকের ১১৩ নম্বর প্লটের পঞ্চম তলায় এক হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট তৈরি করেন। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। স্ত্রীর নামেও ১৫ কোটি টাকা মূল্যের বাড়িসহ পাঁচ কাঠার একটি জমি কেনেন।
এ ছাড়া মিরপুর শাহ আলী মার্কেটের নিচতলায় তাঁর দুই কোটি টাকা মূল্যের একটি এক হাজার বর্গফুটের দোকান রয়েছে, যা এখন বন্ধ।অভিযোগ রয়েছে, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতগরিমায় অবৈধ টাকায় অত্যাধুনিক একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন তিনি।এতে খরচ হয়েছে দুই কোটি টাকা।
সাবেক কাউন্সিলর কাশেম মোল্লার বিরুদ্ধে গত ৯ বছর আট থেকে ১০টি সরকারি প্লট দখল করে রাখার অভিযোগ রয়েছে। হজরত শাহ আলী ক্ষতিগ্রস্ত আড়ত মালিক সমিতি থেকে প্রতিবছর ৫০ লাখ টাকা চাঁদা তুলতেন।৮ নম্বরে ডিএনসিসির ঝাড়ুদারের নাম করে ফুটপাতের দোকানগুলো থেকে ২০ থেকে ৩০ টাকা করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর-১ নম্বরের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করতেন কাশেম মোল্লা।এ সময় তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।এলাকাবাসীর ভাষ্য, কাউন্সিলর হওয়ার পর আঙুল ফুলে কলাগাছ হয়েছেন কাশেম মোল্লা।
অভিযোগ রয়েছে, মিরপুর-১ নম্বরের মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদরাসার অ্যাকাউন্ট থেকে ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন আবুল কাশেম মোল্লা।এ বিষয়ে মাদরাসার শিক্ষকরা বলছেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর কাশেম মোল্লা মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি হন।শুরু থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির অর্থ মাদরাসার অগ্রণী ব্যাংক হিসাবে জমা হতো।
কিন্তু কাশেম মোল্লা ২০১৬ সাল থেকে মাদরাসার প্রচলিত আইন না মেনে সামান্য টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন।মাদরাসা শিক্ষকদের অভিযোগ, তিনি আট বছরে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।এসব বিষয়ে কথা বলার জন্য ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাশেম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তথ্যসূত্র : কালের কন্ঠ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইফার প্রথম বোর্ড সভা কাল
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার নিন্দা বিএসপি চেয়ারম্যানের
মৌলভীবাজারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ১ জন
আমু-কামরুলকে হাজির করার নির্দেশ
নতুন মামলায় গ্রেপ্তার মেনন, ইনু, দীপু মনি ও পলক,
প্রতিশ্রুতি ভেঙে ছেলেকে ক্ষমা বাইডেনের
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
রূপগঞ্জে ফের হত্যা করতে সাংবাদিকের বসতঘরে সন্ত্রাসীদের গুলি
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
'২০২৪ সালে শোবিজে শিরোনাম হয়েছেন টেইলর সুইফট, ওয়েসিস এবং শন ‘ডিডি’ কম্বস', এক নজরে দেখে নিন
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রাক বড়দিন পালন করলে গারো পাহাড় সীমান্তে খ্রীষ্টানরা
আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন
ভারত বিরোধী স্লোগানে উত্তাল খুলনা
রেকর্ডের মালা গেঁথে বাংলাদেশের সিরিজ জয়
মমতা ব্যানার্জির জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবটি বাস্তবতা বিবর্জিত গালগল্প
গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল- জামায়াত আমির ডা.শফিকুর রহমান