মাহফুজের সাহসী উচ্চারণ: নেটিজেনদের দৃষ্টিভঙ্গের প্রতিফলন
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
শেখ মুজিব এবং তার কন্যা (শেখ হাসিনা) তাদের নিজ নিজ ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো প্রশংসায় ভাসছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার এই সাহসী মন্তব্যের সাথে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। এরআগে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
বুধবার (১৩ নভেম্বর) উপদেষ্টা মাহফুজ আলম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওই সাহসী মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ (ইংরেজি থেকে অনূদিত) করেন, “পতিত শেখরা!
শেখ মুজিব এবং তার কন্যা (আরেকজন শেখ) তাদের নিজ নিজ ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন। পার্থক্য শুধু এটুকুই যে, শেখ মুজিব একসময় পূর্ববঙ্গের গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন। পাকিস্তানি অত্যাচার থেকে বাঁচতে জনগণ তার নেতৃত্ব অনুসরণ করেছিল, কিন্তু ১৯৭১-এর পর তিনি নিজেই একজন অত্যাচারী হয়ে ওঠেন। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য একাত্তরের পর বাংলাদেশ পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল। তার এমন ফ্যাসিবাদী ভূমিকার কারণে মানুষ ১৯৭৫ সালে তার মৃত্যুতে শোক প্রকাশ করেনি।
তবে, শেখ তার ৭১-এর পূর্বের ভূমিকার জন্য সম্মান পাবেন যদি তার দল এবং পরিবারের সদস্যরা তার একাত্তর পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং স্পষ্টতই বাহাত্তরের সংবিধানের জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান, যা বাকশালের পথ প্রশস্ত করেছিল। তাদের উচিত শেখের মেয়ের (শেখ হাসিনা) ফ্যাসিবাদী শাসনের কথা স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং বিচারের মুখোমুখি হওয়া (শেখ মুজিবকে একজন ঠাট্টা-বিদ্রূপ ও উপহাসের পাত্র বানিয়েছিলেন তিনি)। তাদের উচিত মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের মূর্তিপূজাও পরিত্যাগ করা।
কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে (কর্মকর্তারা সরিয়েছেন, যদিও তা হয়েছে); যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর-পরবর্তী চেতনার কথা বলে। তার বাবাকে দেবতায় ভূষিত করা হয়েছিল, কিন্তু জুলাইয়ের বিদ্রোহের পর বাংলাদেশের জনগণ তাদের ছবি, ম্যুরাল এবং ভাস্কর্য উভয়ই পুরোপুরি নামিয়ে এনেছিল।
কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এ গণ-অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন।
আমাদের মনে রাখতে হবে, ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি, ঐতিহাসিক অসংগতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার, কোনো মুক্তিযোদ্ধাও যদি একাত্তরের পর কোনো অন্যায় করে থাকেন, তাঁর বিচার ও সাজা হওয়া উচিত।
স্বাধীনতাযুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাঁদের (একাত্তরের পর কোনো অন্যায় করা মুক্তিযোদ্ধাদের) এ ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়। বাংলাদেশের উচিত, শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা-এ থেকে বেরিয়ে আসা। ’৪৭ ও ’৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান!”
ফেসবুকে নুরুন নবী লিখেছেন, ৭১ পরবর্তী অপকর্মের জন্য ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একটা অংশ তাদের মত করে বিচার কার্য সম্পাদন করেছেন কিন্তু শেখ হাসিনা এখনো বিচারের বাইরে রয়ে গেছেন। শেখ মুজিবকে ৭১ পুর্ব এবং ৭১ পরবর্তী দুইভাগে ভাগ করে একটা ভাগকে গ্রহন করার সুযোগ আছে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আগে-পরের কিছু নাই, সারা জীবন ধরেই এই মহিলা মানসিক বিকারগ্রস্থ এবং ফ্যাসিবাদী।
আওয়াল তালুকদার মাহফুজের সাথে সহমত পোষণ করে লিখেছেন, তোমাকে ধন্যবাদ সুন্দর লেখার জন্য। আল্লাহ্ পাক তোমার সহায় হউন সর্বখেত্রে। রাজনীতিতে আগামী দিনগুলিতেও দেশের নেতৃত্বে আল্লাহ্ পাক তোমার ও তোমার ছাত্র বন্ধুদের সাফল্য দান করুন।
নাজমুল হাসান লিখেছেন, প্রিয় ভাই একেবারে সবার মনের কথা লিখেছে। আমার মনে হয় দেশের ৮০ ভাগ মানুষ তার সাথে একমত হবে, স্বৈরাচারের দোসররা ছাড়া। তার সাহসী লিখনীর মধ্য দিয়ে মানুষের মনের কথা উঠে এসেছে। ধন্যবাদ এই সাহসী উচ্চারণের জন্য।
সোহেল খান লিখেছেন, স্বৈরাচার খুনি হাসিনার অপকর্মের ফল অবশ্যই ওর বাপের উপরে দিয়ে যাবে,, স্বৈরাচার খুনি হাসিনা ও ওর বাপের কোনো মাফ নেই,, ওদের মরার পরেও,,।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ