রাস্তায় নামার পর আহতদের দেখতে গেলেন হাসনাত, ফেসবুকে সমালোচনা
১৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যাদের ত্যাগের বিনিময়ে জাতি দ্বিতীয় স্বাধীনতা ভোগ করছে সেই আহতরা রাস্তায় নেমে আন্দোলন করার পর সেখানে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ফেসবুকে অনেকেই সমালোচনা করে লিখেছেন, যাদের মাথায় করে রাখার কথা ছিল তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়- এটা জাতি হিসেবে লজ্জার। হাসনাত আব্দুল্লাহ এতদিন কোথায় ছিলেন। কেন তাদের পাশে গিয়ে দাঁড়ানো হয় নাই? নিয়মিত খোঁজখবর ও সুচিকিৎসার ব্যবস্থা কেন করা হয় নাই?- এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
জানা যায়, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়ে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার পরও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারীদের দাবিগুলো শুনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি তাদের অভিযোগগুলোও শোনার কথা বলেন, কিন্তু আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড়–উপদেষ্টারা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় কথা বলেও তাদের সেখান থেকে সরাতে রাজি করাতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
এরপর বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন বলেন, “আমরা যাদের কিং বানালাম তারা কি একবারের জন্য আমাদের দেখতে আসতে পারে না। আমাদের নিজের টাকা দিয়ে আহত ভাইয়ের জন্য রক্ত কিনতে হয়।”
গুরুতর অসুস্থ একজনের কথা তুলে ধরে ওই বিক্ষোভকারী বলেন, “আমাদের এক ভাই এখন আইসিইউতে চিকিৎসাধীন। বিদেশি ডাক্তাররা এসে তার অপারেশন করেছিল। এখন বলা হচ্ছে বিদেশি ডাক্তারদের অবহেলায় তার হাত কেটে ফেলতে হবে, তার অবস্থা খুবই খারাপ। আমরা এসবের সুরাহা চাই।”
খন্দকার ইমরুল আজাদ লিখেছেন, হাসনাত এতদিন কেন সেখানে যান নাই? তাদের রাস্তায় কেন নামতে হলো। ছাত্রদের উপযুক্ত চিকিৎসা দেওয়ায় জন্য তাদেরকে জন প্রতি ২৫ লাখ টাকা নগদ অর্থ দেওয়া হোক। ওরা আমাদের সম্পদ। ওদের রক্ষা করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সহায় হউন। ফি আমানিল্লাহ।
সাজেদা পারভীন লিখেছেন, শুধু চিকিৎসা নিলেই হবে বাসায় গিয়ে যখন ওষুধ কিনে খেতে হবে। এই রোগীরা কি করবে কার কাছে ধরনা ধরবে। ঢাকা দিন দুইটা লাগলেই তো ৩০ টাকা আর অন্য ওষুধের কথা বাদ রাখেন। যারা এন্টিবায়োটিক খেতে খেতে কিডনিতে সমস্যা হয়েছে সে রুগীর কি অবস্থা সে জীবনে কি করে এই ওষুধ কিনে খাবে বলেন।
জনি আহমেদ লিখেছেন, এই আন্দোলন হচ্ছে ২৪ এর মুক্তিযোদ্ধ। এটা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে এখনই এই মুক্তিযোদ্ধাদের আন্দোলনে নামতে হয় কেন? হাসনাতের সঙ্গীরাই তো সরকার চালাচ্ছে। কেন এত দেরী করে সেখানে যাওয়া হলো?
নাহিদ হাসান দুর্জয় লিখেছেন, এখন পর্যন্ত আন্দোলনের নিহত আহত ছাত্রদের জন্য ক্ষমতাসীনদের কোন চিকিৎসা দূরের কথা সহানুভূতিও দেওয়া হয় নাই। অনেকে মারাও গেসে চিকিৎসার অভাবে। যারা আন্দোলন জন্য নিহত হইসে সেখানেও একই অবস্থা। শুধু মুখের বুলি আছে সমন্বয়কদের। এই হচ্ছে ২০২৪ এর শহীদদের আর মুক্তিযোদ্ধাদের অবস্থা। আহত বেচারারা রাস্তায় রাস্তায় ঘুরে চিকিৎসার অভাবে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
হাসপাতাল পরিদর্শন শেষে ফিরে আসার সময় সব আহতদের দেখতে না যাওয়ায় তিনি বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারা উপদেষ্টার গাড়ি আটকে দেন।কিছু সময় পর উপদেষ্টা ওই হাসপাতাল ত্যাগ করলে বেলা ১টার দিকে বিক্ষোভকারীরা শ্যামলী থেকে আগারগাঁও যাওয়ার সড়কে গিয়ে অবস্থান নেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন