রাস্তায় নামার পর আহতদের দেখতে গেলেন হাসনাত, ফেসবুকে সমালোচনা
১৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যাদের ত্যাগের বিনিময়ে জাতি দ্বিতীয় স্বাধীনতা ভোগ করছে সেই আহতরা রাস্তায় নেমে আন্দোলন করার পর সেখানে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ফেসবুকে অনেকেই সমালোচনা করে লিখেছেন, যাদের মাথায় করে রাখার কথা ছিল তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়- এটা জাতি হিসেবে লজ্জার। হাসনাত আব্দুল্লাহ এতদিন কোথায় ছিলেন। কেন তাদের পাশে গিয়ে দাঁড়ানো হয় নাই? নিয়মিত খোঁজখবর ও সুচিকিৎসার ব্যবস্থা কেন করা হয় নাই?- এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
জানা যায়, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়ে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার পরও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারীদের দাবিগুলো শুনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি তাদের অভিযোগগুলোও শোনার কথা বলেন, কিন্তু আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড়–উপদেষ্টারা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় কথা বলেও তাদের সেখান থেকে সরাতে রাজি করাতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
এরপর বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন বলেন, “আমরা যাদের কিং বানালাম তারা কি একবারের জন্য আমাদের দেখতে আসতে পারে না। আমাদের নিজের টাকা দিয়ে আহত ভাইয়ের জন্য রক্ত কিনতে হয়।”
গুরুতর অসুস্থ একজনের কথা তুলে ধরে ওই বিক্ষোভকারী বলেন, “আমাদের এক ভাই এখন আইসিইউতে চিকিৎসাধীন। বিদেশি ডাক্তাররা এসে তার অপারেশন করেছিল। এখন বলা হচ্ছে বিদেশি ডাক্তারদের অবহেলায় তার হাত কেটে ফেলতে হবে, তার অবস্থা খুবই খারাপ। আমরা এসবের সুরাহা চাই।”
খন্দকার ইমরুল আজাদ লিখেছেন, হাসনাত এতদিন কেন সেখানে যান নাই? তাদের রাস্তায় কেন নামতে হলো। ছাত্রদের উপযুক্ত চিকিৎসা দেওয়ায় জন্য তাদেরকে জন প্রতি ২৫ লাখ টাকা নগদ অর্থ দেওয়া হোক। ওরা আমাদের সম্পদ। ওদের রক্ষা করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সহায় হউন। ফি আমানিল্লাহ।
সাজেদা পারভীন লিখেছেন, শুধু চিকিৎসা নিলেই হবে বাসায় গিয়ে যখন ওষুধ কিনে খেতে হবে। এই রোগীরা কি করবে কার কাছে ধরনা ধরবে। ঢাকা দিন দুইটা লাগলেই তো ৩০ টাকা আর অন্য ওষুধের কথা বাদ রাখেন। যারা এন্টিবায়োটিক খেতে খেতে কিডনিতে সমস্যা হয়েছে সে রুগীর কি অবস্থা সে জীবনে কি করে এই ওষুধ কিনে খাবে বলেন।
জনি আহমেদ লিখেছেন, এই আন্দোলন হচ্ছে ২৪ এর মুক্তিযোদ্ধ। এটা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে এখনই এই মুক্তিযোদ্ধাদের আন্দোলনে নামতে হয় কেন? হাসনাতের সঙ্গীরাই তো সরকার চালাচ্ছে। কেন এত দেরী করে সেখানে যাওয়া হলো?
নাহিদ হাসান দুর্জয় লিখেছেন, এখন পর্যন্ত আন্দোলনের নিহত আহত ছাত্রদের জন্য ক্ষমতাসীনদের কোন চিকিৎসা দূরের কথা সহানুভূতিও দেওয়া হয় নাই। অনেকে মারাও গেসে চিকিৎসার অভাবে। যারা আন্দোলন জন্য নিহত হইসে সেখানেও একই অবস্থা। শুধু মুখের বুলি আছে সমন্বয়কদের। এই হচ্ছে ২০২৪ এর শহীদদের আর মুক্তিযোদ্ধাদের অবস্থা। আহত বেচারারা রাস্তায় রাস্তায় ঘুরে চিকিৎসার অভাবে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
হাসপাতাল পরিদর্শন শেষে ফিরে আসার সময় সব আহতদের দেখতে না যাওয়ায় তিনি বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারা উপদেষ্টার গাড়ি আটকে দেন।কিছু সময় পর উপদেষ্টা ওই হাসপাতাল ত্যাগ করলে বেলা ১টার দিকে বিক্ষোভকারীরা শ্যামলী থেকে আগারগাঁও যাওয়ার সড়কে গিয়ে অবস্থান নেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ