এএসপি-এসআইদেরও সমাপনী কুচকাওয়াজ স্থগিত হচ্ছে না
১৯ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি, শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। ২৪ নভেম্বর এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সঙ্গে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।
২৬ নভেম্বর তাঁদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। সোমবার পুলিশ সদর দপ্তরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হলো, সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর কিছু জানায়নি। যে দুজন পুলিশ কর্মকর্তা চিঠিতে সই করেছেন, তারাও এ ব্যাপারে কিছু বলতে পারেননি।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এ বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। এবারও তা স্থগিত করা হলো।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ এএসপি এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ২৪ নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগপর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। ৪ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সবশেষ গত সোমবার ৩ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
২০২৬ বিশ্বকাপে নিজের শেষ দেখছেন না কেইন
অভিজ্ঞদের নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দ. আফ্রিকা দল
ইমরানের মুক্তি পর্যন্ত রাজধানীতেই থাকবেন পিটিআই সমর্থকরা
ব্রিকস স্টার্টআপ প্রতিযোগিতায় ইরানি নারীদের সাফল্য
অধিনায়ককে ক্রীড়াঙ্গনের শেষ বিদায়
আমাকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না: তারেক রহমান
তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি-না, যাচাইয়ে সাতদিনের মধ্যে কমিটি
জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল : তারেক রহমান
আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই -অনিন্দ্য ইসলাম অমিত
আড়াই বছর পর শ্রীলঙ্কা দলে এম্বুলদেনিয়া
ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না -ইসলামী আন্দোলন বাংলাদেশ
শিবালয়ে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: সারজিস
শেখ হাসিনা পলায়নের মধ্যদিয়ে যে পরিবর্তন এসেছে সেটি ধরে রাখতে হবে: আমীর খসরু
সিলেটে কানাইঘাটে ছাত্রদল নেতা খুনের ঘটনায় এখনো হয়নি মামলা : আটক ১
ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না -ইসলামী আন্দোলন বাংলাদেশ
দুবাইয়ে শিপ নির্মাণ কাজে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা : বন্ধ ভিসা চালু করানোর দাবি
'আলোর মুখ দেখছে' সিলেট-ঢাকা ৬ লেন ও তামাবিল ৪ লেন প্রকল্প