ছাত্রলীগের তাণ্ডব ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তফাৎ কোথায়?
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী অন্যায্য ও সহিংস আন্দোলনে অতিষ্ঠ নগরবাসী। এ নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনে অসন্তোষ প্রকাশ করে সকল শ্রেণী-পেশার মানুষ সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররাই উস্কানি দিয়ে আন্দোলনকে বিপথে নিয়ে গেছেন বলে বিশ্বাস করেন সচেতন মহল। তাদের উদ্দেশ্য, ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করা ও অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলা। তাই এ আন্দোলনকে কঠোর হতে দমন করার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধের কারণে অসহনীয় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের অগণিত মানুষ দুঃসহ কষ্ট ভোগ করেন। কমলাপুরমুখী একটি ট্রেনে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। এতে নারী-শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
সমালোচকরা বলছেন, আন্দোলন যৌক্তিক হলেও এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন যদি করতে হয় ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে করতে পারে। মহাখালীর মত ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ একটি এলাকায় প্রধান সড়কে নেমে এসে অবর্ণনীয় জনদুর্ভোগ সৃষ্টি করে কোন আন্দোলন চলতে পারেনা। দাবি আদায়ে তারা স্মারক লিপি দিতে পারত। কিংবা সরকারে থাকা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথেও তারা বসতে পারতো।
নেটিজেনরা বলছেন, তিতুমীর কলেজে দীর্ঘ ১৬ বছর ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। ছাত্রলীগের হাতে একাধিক শিক্ষার্থী খুন হলেও এভাবে আন্দোলন করতে দেখা যায়নি। রাস্তায় নেমে আসেনি কেউ। অথচ আজ ট্রেনে ইট পাথর নিক্ষেপ করে যাত্রীদের আহত করা হল। বাদ যায়নি ছোট্ট শিশুও। এই কাজটি কোনো একাডেমিক শিক্ষার্থী করেনি, ছাত্রলীগ করেছে মানলাম কিন্তু সুযোগ তো আন্দোলনকারী শিক্ষার্থীরাই করে দিচ্ছে। তাই ছাত্রলীগের তাণ্ডব ও তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলে তফাৎ থাকলে কোথায়!
এদিকে বিশ্লেষকরা বলছেন, বাস্তবিক কারণেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব নয়। প্রথমত; বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করার মতো যথেষ্ট তহবিল নাই, বাজেট সংকট রয়েছে। দ্বিতীয়ত; গবেষক সংকট রয়েছে। অন্যদিকে পাশেই রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস যেখানে ঢাকার বাইরে নেয়া হচ্ছে সেখানে ঢাকার ভেতরে নতুন করে বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া সঠিক হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রতিবছর বাংলাদেশ থেকে কোনো ক্যাটাগরিতেই বিশ্ব সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি সহ কোন প্রতিষ্ঠানই স্থান পায় না। সেখানে তিতুমীর কলেজের মত একটি প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলে শিক্ষার্থীদের পড়াশোনার মান রাতারাতি বাড়বে তা আশা করা বোকামি।
ফেসবুকে এনিয়ে রোকনুল হক লিখেছেন, শুধু অযৌক্তিকই নয় বরং পুরো একটি রাবিশ দাবী। দেশকে অস্থিতিশীল করার জন্যই মূলত এসব দাবী তারা তুলেছে। এদেরকে দমন করাটাই এখন সময়ের দাবী। কারন তারা প্রমাণ করে ফেলেছে যে তারা আসলে দেশ ও মানুষের শত্রু।
আলামিন মিরাজ লিখেছেন, বর্তমানে দেশের এই পরিস্থিতিতে কোন আন্দোলনই যৌক্তিক না। এখন দাবি একটাই স্বৈরাচারের সঠিক বিচার। আর তিতুমীর কলেজের মতো লাস্ট এমন নিজেদের মানইজ্জত নষ্ট করতে দেখছিলাম আনসারদের.!
মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, অবশ্যই এই আন্দোলন অযৌক্তিক। ১৬ বছর পারে নাই আন্দোলন করতে। এখন আসছে এভাবে আন্দোলন করতে। এখানে লিগের কোন উস্কানি দাতা থাকতে পারে।
মনিরুল ইসলাম বিন মুনতাজ লিখেছেন, শুধু তিতুমীর কলেজে নয় এখন আর কাউকেই এসব ফালতু দাবি নিয়ে রাস্তায় নামা মোটেও উচিত নয় এটা কঠোরভাবে দমন করা উচিত। এখন দেশ গড়ার সময় এখন দাবি আদায়ের সময় নয়।
শাহিন মিয়া লিখেছেন, ৫ই অগাস্টে সৈরাচার পতনের পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমপক্ষে ২বছর কোন আন্দোলনে যাওয়া উচিৎ না। দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দলমত নির্বিশেষে সহযোগিতা করতে হবে। যারা এই সরকারের বিরোধিতা করে দেশ সংস্কারে বাধাগ্রস্ত করবে তারা আওয়ামী ফ্যাসিবাদের দোষর। তাদেরকে ও বিচারের আওতায় আনা উচিৎ। কোন আন্দোলনই এই মুহুর্তে যৌক্তিক না। এখন দাবি ২টা স্বৈরাচারের সঠিক বিচার এবং দেশ সংস্কার। এর বাইরে কোন দাবী নাই।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্যায্য দাবি প্রসঙ্গে আরিফ হাসান লিখেছেন, তাদের অযৌক্তিক দাবি আদায় করলে বর্তমানের শিক্ষার্থীরা অটোপাশের মত ভার্সিটির ছাত্র হয়ে যাবে।অটোপাশ যেন কোনভাবেই আমাদের পিছু ছাড়ছে না। আরো অযৌক্তিক একারণে, ওই রকম অনেক কলেজ বাংলাদেশে আছে, এদেরকে আলাদা বিশ্ববিদ্যালয় করলে বাকিরাও আবদার করতে পারে, তখন ..? সবাইকে তো করা সম্ভব নই..!
ইকরাম হোসাইন লিখেছেন, ট্রেনে হামলা করা, ইট ছুড়ে মারা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। এরা বিশ্ববিদ্যালয় চাওয়ার আগে জানা জরুরী কোন দাবি কোথায় পেশ করতে হয়। ৭ কলেজের ইতিহাসের অন্যতম কলঙ্ক হয়ে রইলো আজকের দিন।
ওয়াজিব উল্লাহ সজীব লিখেছেন, আমার উন্নয়ন চাই! আমি কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাই। আমি নার্সিং-এ ভর্তি হয়ে ডাক্তারের সমমর্যাদা চাই। আমি পরীক্ষা না দিয়ে জিপিএ ৫ চাই। আমি দৈনিক ভিত্তিতে চাকুরিতে যোগদান করে চাকুরীর স্থায়ীকরণ চাই। আমি আমার বেতন কত হবে সেটা যেনে চাকুরীতে যোগদান করে এখন বেতন বৃদ্ধি চাই। কিন্তু আমি নিজ প্রচেষ্টায় আমার যোগ্যতায় কোন পরিবর্তন আনতে চাই না।
শেখ নাহিদ নিয়াজী লিখেছেন, এই দেশে উচ্চ শিক্ষার দুয়ার খুলে গেছে! সবার জন্য বিশ্ববিদ্যালয় লাগবে। বিগত সরকার ১৬ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে "ছা-ছামুছা-ছপ" বিক্রির দোকান বানিয়ে রেখে গিয়েছে! লেখাপড়া নাই; সস্তা ডিগ্রী আছে!
কলেজগুলোকে এবার কিন্তু বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে হবে। পলিটেকনিক্যাল কলেজে পড়লে অনেকের নাকি জাত যায়! এদের অনেকেরই আসলে কারিগরী শিক্ষা (ভোকেশনাল কোর্স) দরকার ছিল। যাহোক, সবার পকেটে এখন গণ্ডায় গণ্ডায় ডিগ্রী -- এম,এ; পিএইচডি!
এদিকে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা মিরপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচি থেকে মহাখালীতে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। মিছিলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীরের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘ট্রেনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগান দেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল