ঢামেক শৌচাগার নির্মাণ : কাজ শেষ না করেই টাকা ভাগবাটোয়ারা

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাতটি শৌচাগার সংস্কার কাজে এক কোটি ১৪ লাখ টাকার খরচ দেখানো হয়েছে। এর মধ্যে শুধু মেডিকেল কলেজ আওতাধীন ও ছাত্রী হোস্টেলের ক্যান্টিনের শৌচাগার মেরামতে খরচ করা হয়েছে ১২ লাখ টাকা।

এ ছাড়াও কয়েকটি বিভাগের কক্ষ, জিমনেসিয়াম, সীমানা প্রাচীর ও জানালা সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৫ লাখ টাকা। মানহীন কাজ এবং কিছু কাজ না করেই তদারক কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুই কোটি ৮৯ লাখ টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ উঠছে। এই খরচকে অস্বাভাবিক উল্লেখ করে অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কলেজের সাধারণ চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ঢামেকের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সাতটি শৌচাগার সংস্কারে ১ কোটি ১৪ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। এর মধ্যে ফজলে রাব্বি ছাত্রাবাসের ‘ডি’ ব্লক ভবনের চারটি শৌচাগারের টাইলস মেরামতে ব্যয় করা হয়েছে ৪৭ লাখ টাকা। ডা. আলীম চৌধুরী নতুন ছাত্রী হোস্টেলের শৌচাগারে টাইলস ও স্যানিটারি ফিটিংস পরিবর্তনে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। তবে এখানে টাইলস আগেই লাগানো ছিল। ডা. মিলন ইন্টার্নি ছাত্রী হোস্টেলে শৌচাগার সংস্কারে খরচ করা হয়েছে ৩০ লাখ টাকা। এ হোস্টেলের ক্যান্টিনের শৌচাগার মেরামতে ১২ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। তবে সরেজমিন এসব শৌচাগারে টাইলস ও স্যানিটারি ফিটিংস পরিবর্তন ছাড়া কিছুই সংস্কার করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক ও শিক্ষার্থী বলছেন, এসব কাজের প্রতিটিতে ৫০ হাজার থেকে সর্বোচ্চ লাখ টাকা খরচ হবে। বাকি টাকা ঢাকা মেডিকেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগেরই আরেকটি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। দেশে সর্বাধিক পাবলিক টয়লেট নির্মাণ করেছে সংস্থাটি। ডিপিএইচইর প্রকৌশলী ও উপপ্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঢাকা শহরে একটি পাবলিক টয়লেট নির্মাণে সর্বোচ্চ ২০ থেকে ২৫ লাখ টাকা লাগতে পারে। মেরামতে কীভাবে এত টাকা খরচ হয় প্রশ্ন তাঁর।

মেডিকেল কলেজের দক্ষিণ পাশের ভেতরের চত্বরসংলগ্ন অংশের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত কাঠের জানালার পরিবর্তে থাই অ্যালুমিনিয়ামের জানালা স্থাপনে খরচ দেখানো হয়েছে ১৭ লাখ টাকা। একইভাবে টিচার্স লাউঞ্জ সংস্কারে ১২ লাখ টাকা, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভিন্ন কক্ষ সংস্কারসহ আনুষঙ্গিক কাজে ২৪ লাখ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের বিভিন্ন কক্ষ সংস্কারসহ আনুষঙ্গিক কাজে ১২ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

এসব কাজ তদারকি করার জন্য অবকাঠামো উন্নয়ন কমিটি করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কমিটিতে ছিলেন ঢামেকের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. শাহারিয়ার নদী, সহযোগী অধ্যাপক ডা. প্রদ্যুৎ কুমার সাহা এবং গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম। এই চারজনের সিন্ডিকেট সংস্কারের নামে বেশির ভাগ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটির সদস্যরা সংস্কার ও মেরামত সরেজমিন পরিদর্শন করে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলে মতামত দিয়েছিলেন।

অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে ডা. প্রদ্যুৎ কুমার সাহা বলেন, অতিরিক্ত ব্যয়ের বিষয়ে আমরাও প্রকৌশলী সাইফুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যয় নির্ধারণ করেছে। ব্যয়ের বিষয়ে আর কিছুই জানি না। যেহেতু ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে, তাই এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে কলেজ কর্তৃপক্ষ।

ডা. শাহারিয়ার নদী বলেন, অর্থ ব্যয়ের বিষয়টি দেখে গণপূর্ত অধিদপ্তর। অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে তারা বলতে পারবে। আমরা শুধু সংস্কার ও মেরামতের কাজ বুঝে নিয়েছি। কাজ শেষ হওয়ার আগে সম্পূর্ণ কাজ শেষ বলে মতামত কেন দিয়েছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব কাজই শেষ হয়েছে।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, কলেজের ৭০টি শৌচাগার মেরামত করা হয়েছে। তবে তাঁর সঙ্গে দেখতে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। জিমনেশিয়ামের কাজ শেষ না করেই ২৫ লাখ টাকা তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্লাস্টার ও টাইলসের কাজ করা হয়েছে।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন

শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন

‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’

‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ