ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, বিক্ষোভে উত্তাল ঢাবি
০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, সিলেট ও ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল নিয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র অধিকারের বিক্ষোভ মিছিলে 'দূতাবাসে হামলা কেন? মোদি তুই জবাব দে, দিল্লি তুই জবাব দে', 'দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ; মোদির আগ্রাসন, রুখে দাও জনগণ', 'তুমি কে আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ; দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা' 'র এর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; বিজেপির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, আরএসএসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ক্ষমতা না জনগণ? জনগণ, জনগণ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিল। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের জনগণ অন্য কোন দেশের দূতাবাসে আক্রমণ, হামলা তো দূরের কথা, অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। আজকে এই ভারতের উগ্র বিজেপি সরকারের নেতাকর্মীরা, ইসকনের এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা, আরএসএস-এর সন্ত্রাসীরা দূতাবাসে হামলা করে প্রমাণ করে দিল যে তারা সভ্য জাতি কিনা, তারা বিশ্বের যে একটি সভ্যতা যে ভদ্রতা সেটি ধারণ করে কিনা।
ভারতের জনগনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে ভারতে যে ঘটনা ঘটেছে এটি কি আপনাদের সভ্যতা ভদ্রতার পরিচয় প্রকাশ করে কিনা। যদি আপনারা সমর্থন করেন তাহলে বাংলাদেশের মানুষও সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা গুলি করেছে তাদের অনেকেই হিন্দিতে কথা বলেছে। বিশেষ ইউনিফর্মধারীদেরকে সীমান্ত দিয়ে পার করে দেয়া হচ্ছে। তারা বিজেপি সরকারের এজেন্ট। তাদেরকে পাঠানো হয়েছিল তাদের দাসী কাজের মেয়ে এই শেখ হাসিনাকে এবং তার অনুসারীদেরকে রক্ষা করতে।
মোল্লা আরো বলেন, আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আমরা সেভেন সিস্টার্সকে নিয়ে খেলব। যেই দেশ আমাদের অভ্যন্তরের বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সীমান্তে পাখির মত গুলি করে মারে, তাদের সাথে বন্ধুত্ব করা সম্ভব না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিষদ নেতা রাকিবুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ভারত মূলত এদেশকে তাদের একটি অঙ্গ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। ৫ ই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেছে তখন তারা বুঝতে পেরেছে তাদের হাত থেকে সোনার ডিম দেয়া হাঁস হাতছাড়া হয়ে গেছে। তাই এখন তারা পাগলা উন্মাদ হয়ে গেছে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও তাহলে তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্নভিন্ন করে দিব।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও জনপ্রিয় তরুণ অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজকে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন। আমাদের লড়াই হাজার বছরের লড়াই। আমাদেরকে কোন ভাবেই দমানো যাবে না। কোনভাবেই এদেশে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। আজকে আমাদের এই লড়াইকে ধর্মীয় লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছে। একটা সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত। আমরা বলে দিতে চাই হৃদয় চন্দ্র তরুয়া, রিয়া গোপরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে জীবন দিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরে এই অঞ্চলের সকল মানুষেরা যে আশার সঞ্চার করেছিল সেই স্বাধীনতার উপর কোন রক্তচক্ষু আমরা সহ্য করব না। ভারতের বাংলাদেশিদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভাবা লাগবে না। আমরা আপনাদের সংখ্যালঘুদের ইতিহাস জানি। কীভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে, মণিপুরে গণহত্যা চালানো হয়েছে, বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে তা আমরা জানি। আপনারা আগে আপনাদের নিরাপত্তা নিয়ে ভাবুন।
একই সময়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী সর্বমিত্র বলেন, আজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা আমাদের লোকদের ফিরিয়ে নেব। আমরা বলতে চাই- এই বাংলাদেশে আপনাদের লোক থাকে না। এদেশের মুসলিম এদেশেরই, এদেশের হিন্দু এ দেশেরই, এদেশের বৌদ্ধ এদেশেরই এবং এদেশের খ্রিস্টান এদেশেরই। এদেশে কোন ভারতের দালাল থাকবে না, এদেশে কোন পাকিস্তানের দালাল থাকবে না, এদেশে কোন পরাশক্তি, কোন বিদেশি শক্তির দালাল থাকবে না; এদেশে যদি দালাল থাকে তাহলে একমাত্র বাংলাদেশের দালাল থাকবে।
ঢাবির সনাতন ধর্মাবলম্বী এই শিক্ষার্থী আরো বলেন, আজকে বাংলাদেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে বিদেশী শক্তি বাংলাদেশের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাদের চক্রান্ত ভেঙে দিতে হবে। সবাইকে এদেশের নাগরিক হিসেবে, দেশপ্রেমিক হয়ে কাজ করতে হবে। আমাদের জন্ম এ দেশে, আমাদেরকে এদেশে থাকতে হবে এবং এদেশেই মরতে হবে। সুতরাং আমাদের ঠিকানা দিল্লি নয়, ভারত নয়, আমাদের ঠিকানা হবে বাংলাদেশ।
এ সময় শিক্ষার্থীরা "আবু সাঈদ মুগ্ধসহ সব সাথীদের খবর দে, ভারতের আধিপত্য এবার তবে কবর দে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভূঁইয়া বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে ভারতে অবস্থিত আমাদের হাই-কমিশনে হামলা হয়েছে। কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি ভারত এজন্য দুঃখ প্রকাশ করেছে। আমরা তাদের বলতে চাই, তোমাদের দুঃখের ইতিহাস কেবল শুরু হলো। তোমরা বলো চট্টগ্রাম চাই, কুমিল্লা চাই, নোয়াখালী চাই। তোমরা তোমাদের সেভেন সিস্টার্সকে ধরে রাখতে পারো না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার আগে মনে রেখো কাশ্মীরে যে আজাদি আন্দোলন শুরু হয়েছে সেটি ভারতকে খন্ড-বিখন্ড করে ছাড়বে।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মনে রেখো এই বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন ছাত্র জনতা নিয়ে নিয়েছে। এই বাংলাদেশের নিয়ন্ত্রণ ছাত্র জনতা এমনভাবে নিয়েছে, এদেশের উপর যদি কারো আগ্রাসী চোখ পড়ে তার সেই চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। অতএব বাংলাদেশের উপর আগ্রাসনের আগে আবার ভেবো। নিজেদের প্রদেশগুলোকে সুসংহত করার দিকে মনোযোগ দাও। না হলে এদেশের ছাত্র জনতা ৩৬ জুলাই যেভাবে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমে এসেছিল, তোমাদের আগ্রাসন রুখে দেওয়ার জন্য প্রয়োজনে আবার নামবে। আমাদের এবারের স্লোগান "সকল প্রকার আগ্রাসনকে খতম করেই ছাড়বো ইনশাল্লাহ"। শুধু ভারত নয়, এদেশে যত বিজাতি আগ্রাসন আসবে সকল ধরনের আগ্রাসনকে আমরা রুখে দিব।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, দীর্ঘকাল ধরেই ভারত বাংলাদেশের উপর ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক আগ্রাসন চালিয়েছে। এখন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ এখন মাথা তুলে দাঁড়িয়েছে। ভারতের জঙ্গিরা আমাদের উপ-হাইকমিশনে জোরপূর্বক হামলা চালিয়েছে। একই সাথে আমাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে। তারা ভেবেছে এখনো এটি হাসিনার বাংলাদেশ। আমরা দাদাবাবুদের বলে দিতে চাই- এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। এটি একটি নতুন বাংলাদেশ। যদি তোমরা মনে কর আগের মত আগ্রাসন চালাবা তাহলে তোমরা ভুল করছ। একটি দেশের উপ হাই কমিশনে হামলা করা ও সীমান্তে হামলা করা দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় দিতে আমরা রাজি নই। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড