অধ্যক্ষকে অবমাননার প্রতিবাদে উত্তরা রাজউক কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
১৫ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

আমলাতন্ত্র নিপাত যাক রাজউক কলেজ প্রশাসন মুক্তি পাক "এই স্লোগানকে সামনে এনে দুর্নীতিগ্রস্থ এডমিন আজহারকে পুনরায় বহাল করার প্রতিবাদে এবং অধ্যক্ষকে অবমাননার বিরুদ্ধে উত্তরা রাজউক মডেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। আজ ১৫ই মার্চ দুপুর ১২ টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজের মূল ফটকের সামনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও অভিবাবকগণ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল প্রিন্সিপাল এনাম স্যারকে অসম্মান করা চলবে না চলবে না , প্রিন্সিপালের সম্মানহানী চলবে না চলবে না, ছাত্রদের অসম্মান চলবে না চলবে না, এক দুই তিন চার, সিদ্দিক- আজাহার গদি ছাড়। দিয়েছিতো রক্ত আরো দিবো রক্ত। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে।
বিক্ষোভ সমাবেশে তারা ১২ দফা দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। তাদের স্পষ্ট ও যৌক্তিক দাবি গুলো হলো:
# আজহারুল ইসলামকে অবিলম্বে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে।
#আমাদের প্রিন্সিপাল স্যারের এবং শিক্ষার্থীদের সাথে অপমানজনক আচরণের কারণে দোষীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
#যারা ( শিক্ষক এবং স্টাফ)এডমিনের পক্ষে বানোয়াট সাক্ষী দিয়েছে এদের বিচার করতে হবে
#এতদিন ধরে অন্যায়ভাবে নেওয়া বেতনের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে।
# তিনজন ভাইস প্রিন্সিপাল, যারা বছরের পর বছর ধরে দুর্নীতিতে জড়িত এবং আজহারকে সহায়তা করছে, তাদেরকেও স্থায়ীভাবে অপসারণ করতে হবে।যারা ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত করতে হবে।
#একজন ভাইস প্রিন্সিপালের মেয়াদ ৩/৪ বছরের বেশি না রাখার নিয়ম প্রণয়ন করতে হবে।
#বর্তমান শিক্ষা বোর্ড ও সচিবের ক্ষমতার অপব্যবহার তদন্ত করতে হবে।
#যারা আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার ও শিক্ষার্থীদের অসম্মান করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
#রাজউককে দুর্নীতিমুক্ত রাখতে হবে, যেখানে কোনো শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বা অনিয়মের অভিযোগ উঠবে না।
#প্রশাসনিক পদগুলোর জন্য স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
# প্রশাসনিক সিদ্ধান্ত গুলোতে শিক্ষার্থীদের কণ্ঠস্বর থাকতে হবে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী
অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে তাকে হুমকি দেওয়া যাবে না।
#শিক্ষকদের প্রতি যে কোনো অসম্মানজনক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ সময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাহতাব ওয়াফি ইনকিলাবকে জানান,গত চারমাস যাবত আমি তাদের সাথে কাজ করছি।আওয়ামী লীগের এই দোসর ও কলেজে দুর্নীতির শীর্ষে থাকা আজহারের কু-কর্মের ব্যাপারে আমরা অনেকেই কম বেশি জানি, গত১৩ই মার্চ ২০২৫-বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানেও ছিলো পুরনো নাটক। প্রতিবারের মতো সে দিন ও তারা শুনেছে তদন্ত চলছে,অথচ বাস্তবে কিছুই বদলায়নি।
ওয়াফি আরো বলেন, ঔ দিন ১৩ই,মার্চ আমরা, রাজউক উত্তরা মডেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিরুদ্ধে ন্যায়বিচারের আশায় সরাসরি উপস্থিত হয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম -এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা।
কিন্তু যা ঘটলো, তা আমাদের হৃদয়ে ক্ষোভ, অপমান, এবং দুঃখের আগুন জ্বালিয়ে দিল।
দীর্ঘ প্রতীক্ষার পর, ঐ দিন আমরা আসরের নামাজ আদায় করে ফিরে আসতেই দেখি, সিদ্দিক জুবায়ের (সিনিয়র সচিব) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা,তাদের ভাই নিহালকে ঘিরে রেখেছেন।
নিহাল যিনি আন্দোলনের সময় সব শিক্ষার্থীদের মধ্যে একজন যে আজহারের নির্যাতনের শিকার হয়ে নিজের জীবন হারিয়ে ফেলতো এবং যিনি উত্তরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অত্যন্ত শালীনতার সাথে কলেজের পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন। কিন্তু বিনা কারণে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের তার প্রতি অশ্রদ্ধাসূচক আচরণ শুরু করেন।
ঐ সময় নিহালকে সচিব বলে,
তুমি বর্তমান ছাত্র না, তোমার কলেজের সাথে কোনো সম্পর্ক নেই,
আমি সচিব, আমাকে তুমি শেখাবে না কী করতে হবে?
তিনি রাগান্বিত হয়ে আরো বলেন,তোমার এত সাহস হলো কীভাবে আমার সাথে কথা বলার?
চলে যাও এখান থেকে!
তুমি ব্রাকে পড়ো না? ওই সব ব্রাকে ট্রাকে পরে বড় কিছু হয়ে যাও নাই।
তারপর, উনি প্রিন্সিপালকে ও প্রকাশ্যে হেনস্তা করা শুরু করেন। তিনি প্রিন্সিপালকে বলেন,আপনি ওদেরকে আমার সাথে দেখা করার অনুমতি দিলেন কীভাবে? এত বড় সাহস আপনার!
ঔ সময় প্রিন্সিপাল বারবার দুঃখ প্রকাশ করা সত্ত্বেও, সচিব তার ওপর চিৎকার করেই চলছিলেন।
সিদ্দিক জোবায়ের (সিনিয়র সচিব) বলেন,প্রিন্সিপালকে বলেন, আপনার শরীরে ইউনিফর্ম আছে দেখে ভাববেন না আপনি অনেক কিছু! আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আর আমি BOG-এর হেড!
কলেজ ছয় মাসের জন্য বন্ধ করে দিবো বলেও তিনি হুমকি দেন।
এরপর যখন তারা, ন্যায্য দাবি তুলে ধরে বলে—আমরা কেউ চাই না আমাদের কলেজে দুর্নীতি চলুক, আর আপনি আমাদের সম্মানিত প্রিন্সিপালের সঙ্গে এমন আচরণ করতে পারেন না! তখন তিনিও তার ওয়াফির উপর ও চড়াও হন। এ সময় সচিব তাকে বলে
তুমি কে? তুমি কিসের ছাত্র? ছাত্রদের সাথে আমি কথা বলবো না!
তুমি আমাকে চেনো?
এই তুই কয়টা গুলি খেয়েছিস দেখাতো ; তখন মিটিং চলাকালীন সময় ঐ ছাত্র
ঠান্ডা মাথায় বলে এখন কি আপনাকে আমার গায়ের দাগ দেখাতে হবে? উনি বললেন— হ্যাঁ, শার্ট খোল, খুলে দেখা !
এ বিষয়ে অভিভাবকরা বলেন,
একজন শিক্ষা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা (সিনিয়র সচিব) ছাত্রদের সাথে এমন ভাষায় কথা বলেন কি ভাবে।
এরপর ঐ শিক্ষার্থী ঘোষণা করেন— যদি আজ কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আমি এখানেই না খেয়ে বসে থাকবো।
এ কথা শুনে সচিব তাকে আবারও তেড়ে আসেন এবং তাকে মারতে উদ্যত হয়ে তাকে ধাক্কা দেন। শিক্ষক ও উপস্থিত অন্যান্যরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি থামেননি।
আজকের বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন,
আমরা চাই, সনামধন্য
রাজউক উত্তরা মডেল কলেজের (BOG) সিনিয়র সচিব এর অন্যায়ের বিচার হউক।
এ ছাড়াও এ ঘটনায় জড়িত সকল সরকারি কর্মকর্তাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে।
আজকের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে প্রিন্সিপাল ব্রিগেডিয়া জেনারেল এনাম ইনকিলাবকে বলেন, গত ১৩ মার্চ কলেজের বোর্ড মিটিং ছিলো সেখানে আলোচনার এক পর্যায়ে কিছু সংকট সৃষ্টি হয়। এ সংকট কতোদিন যাবত চলছে এবং সমাধান না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন গত চার মাস যাবত শিক্ষার্থীদের
নানান দাবি দাওয়া পূরণ নিয়ে ঝামেলা চলছিলো। আমি চাইলেই সব কিছু সমাধান করতে পারি না, এখানে বোর্ড অব গভার্মেন্টস (BOG) রয়েছে,
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ একমত না হলে কিছুই সম্ভব নয়। এ সময় তিনি আরো বলেন,শিক্ষার্থীদের আজকের আন্দোলন সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তিনি তাদেরকে (শিক্ষার্থীদের) আন্দোলন না করে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ

ধামরাইয়ে বেপরোয়া মাটি ব্যবসায়ীরা

চিলমারী-রৌমারী রুটে ৯০ দিন ফেরি বন্ধ

সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে' - শামা ওবায়েদ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে কারখানা স্থানান্তর: প্রেস সচিব