ঈদে ঢাকাবাসীর ভরসা হয়ে উঠছে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস
২৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

ঈদ এলেই রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করে। চাপ বাড়ে ঘরমুখী মানুষের। কর্মজীবী মানুষ পরিবার-পরিজনসহ ঈদ করতে ছুটে যান গ্রামের বাড়িতে। তবে অনেক মানুষই পরিবার-পরিজন ছাড়া ঢাকায় ঈদ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাবাব আল রশিদকেও এবার ঢাকাতেই থাকতে হবে। পরীক্ষার জন্য বাড়ি যেতে পারছেন না তিনি।
কথা হয় শাবাবের সাথে। তার মেসে এবার ঈদে শুধু দুজন থাকছেন। জানালেন, পরীক্ষার জন্য বাসার বাইরে বেরোচ্ছেন না আর বাসায় নিজে রান্নাও করবেন না। মেসে কাজ করা গৃহকর্মীও ছুটি নিয়েছেন। ফলে এ সময় অনলাইন ফুড ডেলিভারি সেবাই তার ভরসা। এর সুবিধা নিয়ে তিনি বলেন, “ঈদের ঠিক পরেই আমার ফাইনাল পরীক্ষা। ভালো প্রস্তুতির জন্য এবার আর ঈদে বাড়ি যাওয়া হবে না। একবারে পরীক্ষা শেষ করে যাব। এ সময় আমার ভরসা হোমশেফ। হোমশেফদের খাবার আমার বাসার খাবারের কথা মনে করিয়ে দেয়।”
ঈদের মত উৎসবের দিনগুলোতে ঢাকায় থেকে যাওয়া মানুষদের ভরসা হয়ে উঠেছে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস। বিশেষ করে ‘হোম শেফ’ সেবা ও ফেসবুকের বিভিন্ন কিচেন পেজ এসব মানুষের খাবার অর্ডার করার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দমত খাবার খুব সহজেই অর্ডার করা যায় এবং তা নিমিষেই দোরগোড়ায় পোঁছে যায়। ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার থেকে শুরু করে নানা রকমের খাবার এখন ঘরে বসেই অর্ডার করা যাচ্ছে ফুড ডেলিভারি অ্যাপগুলোর কল্যাণে। এমনকি, হোমমেড খাবারও পাওয়া যাচ্ছে। হোমশেফ কিংবা ফেসবুক পেজের কিচেনের খাবারে ঘরোয়া খাবারের স্বাদ যেমন মেলে, তেমনি স্বাস্থ্যকরও হয়।
বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করা আহনাফ ও মালিহা দম্পতি এবার ঢাকায় থাকবেন। তাঁদের গৃহকর্মীও ছুটি নিয়েছেন। তারা জানান, এবার পরিবারের সময় মিলে ঢাকায় থাকার পরিকল্পনা করেছি। ঈদের কয়েকদিন ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রান্নায় যিনি সহযোগিতা করেন তিনি ছুটি নিয়েছেন। ফলে অনলাইনে খাবার অর্ডার করাই আমাদের ভরসা। স্নাক্স আইটেম থেকে শুরু করে নাশতা ও দুপুর-রাতের খাবারও অ্যাপ থেকেই অর্ডার করবো।
এ সময়ে ডেলিভারি রাইডারদেরও ব্যস্ততা বেড়ে যায়। ফুড ডেলিভারি রাইডার এনামুল বলেন, “এবার ঈদে কাজ করছি। রাস্তা ফাঁকা থাকায় অন্য সময়ের তুলনায় বেশি অর্ডার দিতে পারছি। অনেক হোমশেফও তাঁদের কিচেন চালু রেখেছেন। তাঁদের অর্ডারের চাপও রয়েছে।
ফুডপ্যান্ডার হোমশেফ ‘আরবান লিফ’ এবার ঈদের দিন ছাড়া অন্য সময়ে কিচেন চালু রেখেছে। কিচেনের মালিক আকাশ মাহমুদ জানালেন, এবারের ঈদে কিচেন চালু রেখেছি। অর্ডারের চাপ রয়েছে। ঈদে মানুষ যেসব খাবার খেতে চায় সেগুলো মেন্যুতে রেখেছি। চিকেন ভুনা, ভুনা খিচুড়ি, বিফ আলু গোস্ত, ল্যাটকা খিচুড়ি, চিকেন রেজালা এগুলোর চাহিদা বেশি।
ধানমন্ডির একটি রেস্টুরেন্টের মালিক মাহবুব হাসান বলেন, ঈদের সময় আমাদের জনপ্রিয় আইটেম কেনার সুযোগ রেখেছি। অনলাইনেও খাবার ডেলিভারি দিচ্ছি। অনলাইন অর্ডারের চাপও রয়েছে।
এ নিয়ে জানতে চাইলে, ফুডপ্যান্ডার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস জাহেদুল ইসলাম বলেন, “ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস অনেকের জন্য একটি ভাল বিকল্প। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এ সময়ে গ্রাহকরা রেস্টুরেন্ট, হোমশেফ ও ক্লাউড কিচেন থেকে তাঁদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।”
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ঈদে বিভিন্ন সেনা ক্যাম্প ও সিএমএইচ পরিদর্শন সেনাপ্রধানের

রামুতে গরু পাচারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত