ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা-জবরদখল থামাতে হবে : সাদা দল
০৭ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল সম্প্রতি ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা ও জবরদখল বন্ধ করার জন্য কঠোর আহ্বান জানিয়েছে। তারা ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং নিরীহ মানুষদের উপর বর্বর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাদা দল শুধু ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়নি, বরং "No Work, No School Until Genocide Stops" কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থনও জানিয়েছে।
এই আহ্বানটি ৭ এপ্রিল, সোমবার প্রকাশিত হয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি আগ্রাসন, দখলদারিত্ব এবং গণহত্যা এখন বিশ্ববাসীকে ব্যথিত করে তুলেছে। সাদা দল মনে করে, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারা পৃথিবীর সকল মানবতাবাদী মানুষকে এই অসংবিধানিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, "এটি শুধু একটি শ্লোগান নয়, বরং এটি মানবতার পক্ষ থেকে একটি চূড়ান্ত আহ্বান।" গাজার জনগণের এই আহ্বানটি বিশ্বের সচেতন মানুষদের জন্য একটি বার্তা। তারা আরও বলেন, "এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সকলকে একত্রিত হতে হবে, এবং আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি।" সাদা দল বিশেষভাবে "No Work, No School Until Genocide Stops" কর্মসূচির প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে, যা পৃথিবীজুড়ে একটি বৃহৎ প্রতিবাদ আন্দোলন হিসেবে রূপ নিচ্ছে।
সাদা দলের নেতারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "দল-মত নির্বিশেষে, বাংলাদেশের জনগণকে রাজপথে নেমে এই গণহত্যার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলতে হবে।" তারা আশাবাদী যে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং আদালত বন্ধ রেখে, সক্রিয়ভাবে রাজপথে দাঁড়িয়ে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সম্ভব হবে। সাদা দল মনে করে, এটি শুধুমাত্র একটি দেশ কিংবা গোষ্ঠীর ব্যাপার নয়, বরং মানবতার পক্ষে সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
সাদা দলের এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের জন্য একটি শক্তিশালী সমর্থন। মানবতার পক্ষে একযোগে দাঁড়িয়ে সকল নাগরিকদের এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত, যেন গাজার নিপীড়িত জনগণের মুক্তির জন্য পৃথিবীজুড়ে একটি বৃহৎ পরিবর্তন আসে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম

চার দিনের সম্মেলনে বিনিয়োগ এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকার

সিংগাইরে আগুনে পুড়ে নিঃস্ব ২ পরিবার, পুড়লো গরু ও টাকা

অভিবাসীদের জন্য নতুন নিয়ম, গ্রিনকার্ড নিয়ে আরও কঠোর মার্কিন সরকার

বগুড়া চেম্বারে মতবিনিময় সভায় ইরানি রাস্ট্রদূত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভান্ডার সংরক্ষণের জন্য 'সার্ভার স্টেশন' উদ্বোধন

সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিল প্রতারক চক্র

ম্যান ইউ স্কোয়াড থেকে বাদ ওনানা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার চারগুণ রোগী

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
সহিংসতার শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম পুরুষ

ফরিদপুরে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ৫০ টাকা প্রতি মণ প্রায় ২০০০ টাকায় বিক্রি হচ্ছে

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আশরাফ উদ্দিন সিকদার

পাসপোর্টে ফিরল এক্সসেপ্ট ইসরায়েল

শি-লুলা বৈঠক, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-ব্রাজিল

আধিপত্যবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : ভূমি উপদেষ্টা

ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় বিভাগীয় কমিশনারকে অভিনন্দন

নেশাগ্রস্ত পথ শিশুদের সংশোধনাগারে প্রেরণে সহযোগিতা করায় সম্মাণনা স্মারক পেলেন