মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ
১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

গ্লোবাল স্টাডিজ কোর্সের অংশ হিসেবে আজ (০৯ এপ্রিল) নিজেদের ক্যাম্পাসে মানবাধিকার নিয়ে সেমিনার আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) শিক্ষার্থীরা। সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের মানবাধিকার সংকট ও এর সমাধানে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়, যেমন নারী ও কন্যাশিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, প্রবাসী শ্রমিকদের অধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করা ছিল এ সেমিনার আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল এবং অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন। তারা শিক্ষার্থীদের আয়োজনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানান। এরপর শিক্ষার্থীদের উপস্থাপনা পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন ইউএনএফপিএ’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফর জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস আবু সাইয়েদ সুমন, ইউনেস্কো পিস আর্টিস্ট ও বিবি প্রোডাকশন্সের প্রতিষ্ঠাতা বিবি রাসেল এবং বিডিআরসিএস’র পরিচালক সায়মা ফেরদৌসী।
এ বিষয়ে ইউএনএফপিএ’র জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাইয়েদ সুমন বলেন, “জাতিসংঘ সরকারকে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন করতে সহায়তা করছে। পাশাপাশি সুশীল সমাজ, তরুণ ও নাগরিকদেরও তাদের অধিকার দাবি করার ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী তাদের জীবনে কোনো না কোনো সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে গত ১২ মাসে ৪১ শতাংশ নারী সহিংসতার শিকার হয়েছেন। এসব পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা বিভিন্ন সংস্কার কমিশনের সাথে সক্রিয়ভাবে কাজ করছি; যেখানে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনায় তুলে আনতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছি। পরামর্শ প্রদান, তথ্য সংগ্রহ ও নীতিগত সম্পৃক্ততার মাধ্যমে আমরা সরকারের উদ্যোগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যেন আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড এবং দেশের নারী ও শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা যায়।”
এ সময় ইউনেস্কো আর্টিস্ট ফর পিস ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল স্থানীয় ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই এ দেশের ভবিষ্যৎ। তোমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনগুলো প্রচার করবে। দেশজুড়ে শিল্পী ও তাদের কাজ খুঁজে বের করবে এবং তাদের দক্ষতাকে বিশ্বের সামনে তুলে ধরবে। মানবাধিকার, শিশু পাচার ও বাল্যবিবাহের মতো সমস্যাগুলোর ক্ষেত্রে সচেতনতা তৈরিতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তোমরাই বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখতে পারবে।”
মূল বক্তব্যের পর ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বক্তাদের কাছে মানবাধিকার সুরক্ষার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করেন।
গ্লোবাল স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য দেওয়ান মুহাম্মদ নূর এ ইয়াজদানির সংক্ষিপ্তসার উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হয়। উল্লেখ্য, দেওয়ান মুহাম্মদ নূর এ ইয়াজদানি এ আয়োজনে শিক্ষার্থীদের মেন্টর হিসেবে ভূমিকা রাখেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু