বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ওয়াইআরডিপি
২১ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম

বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াইআরডিপি)। ২১ এপ্রিল রাজধানীর গুলশানে টপ স্কলার সোসাইটিজ অফ বাংলাদেশের (টিএসএসবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
ওয়াইআরডিপি হলো একটি বিশেষ ও পরিকল্পিত উদ্যোগ, যা পরিচালনা করছে টিএসএসবি এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ)। এই প্রোগ্রামটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা শেখানোর জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে।
এই উদ্যোগটি এসেছে একটি জরিপের ফলাফল থেকে, যা টিএসএসবি পরিচালনা করেছিল। তারা দেশের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে জানতে পারে যে, অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, কিন্তু সঠিক গাইড বা মেন্টর পায় না। বিশ্ববিদ্যালয়ের আগ্রহ থাকলেও সঠিক কাঠামো বা প্রোগ্রাম নেই। অনেক ভালো আইডিয়া হারিয়ে যায়, কারণ তরুণদের জানার কেউ থাকে না। গবেষণার জন্য অর্থ না থাকায় অনেকেই গবেষণা করতে পারে না।
এই সমস্যাগুলোর সমাধান দিতেই তৈরি হয়েছে ওয়াইআরডিপি। এই প্রোগ্রামের অধীনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন। প্রশিক্ষণ হবে অনলাইনে এবং অফলাইনে তাতে সময় ও স্থানের সুবিধা মিলবে, আর মূল কর্মশালা হবে আইওজেএইচ অফিসে সরাসরি। এতে শিক্ষার্থীরা মেন্টরদের কাছ থেকে হাতেকলমে শিখতে পারবে।
প্রতিটি দলকে গাইড করবেন দেশের সেরা গবেষকগণ। তাদের মধ্যে আইওজেএইচ’র চিফ অ্যাডভাইজার ড. প্রফুল সি. সরকার, প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম, ডিরেক্টর ড. তৃণা ইসলাম অন্যতম। এছাড়া আছেন ড. আফতাব উদ্দিন, প্রফেসর ড. গোলাম হোসেন, ড. মো. ইকবাল হোসেন, প্রফেসর মো. খুরশেদ আলী মিয়া প্রমুখ।
তারা গবেষণার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবেন বিষয় নির্বাচন থেকে শুরু করে রিসার্চ ডিজাইন, ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, রিপোর্ট লেখা এবং রেফারেন্স ব্যবহার পর্যন্ত। সবগুলো গবেষণা প্রতিবেদন এসএসবি গ্লোবাল একাডেমিক জার্নাল প্রকাশিত হবে। কোনো গবেষণা যদি খুব ভালো মানের হয়, তাহলে আইওজেএইচ তা আন্তর্জাতিক মানের জার্নালেও প্রকাশের জন্য সাহায্য করবে।
সবচেয়ে দারুণ বিষয় হলো, এই পুরো প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য একেবারেই বিনামূল্যে। আইওজেএইচ সম্পূর্ণভাবে এটি ফান্ড করছে। ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুধু একটা প্রশিক্ষণ কোর্স নয়, এটা একটা আন্দোলন। আমরা চাই বাংলাদেশে গবেষণাকে একটি সংস্কৃতিতে পরিণত করতে। আইওজেএইচ ইতোমধ্যেই ১০ হাজারের বেশি গবেষককে সহায়তা করেছে, ১০+ ক্লিনিকাল ট্রায়ালে অংশ নিয়েছে এবং ১২টি একাডেমিক জার্নাল পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে আইওজেএইচ এগিয়ে যাচ্ছে তাদের মূল লক্ষ্যের দিকে গবেষণার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করা এবং একটি সুসংগঠিত একাডেমিক ভবিষ্যৎ গড়া।
সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কারিউল ইসলাম, ডিরেক্টর ড. তৃণা ইসলাম ও রিসার্চ এসোসিয়েট বাকিবিল্লাহ কথা বলেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আইওজেএইচ’র জার্নাল ব্যবস্থাপনা বিভাগের প্রধান কাজী ফয়সাল আলম, ম্যানজোর সুরাইয়া ইয়াসমিন, গবেষণা সহযোগী এহসান আহমদে, পরিসংখ্যানবিদ হাসনাইন ইমতিয়াজ ও গবেষণা সহযোগী হাসান জাফরে শোভন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

রাউজানে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

প্রাক-প্রাথমিকের ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার

কাপাসিয়ায় সিভিল সার্জনকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের ফরমায়েশি মানববন্ধন

নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোন সংস্কারই সম্ভব নয়

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জিআই পণ্য বাণিজ্যিকভাবে বিকশিত করতে হবে : শিল্প উপদেষ্টা

সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সোচ্চার সিলেটের ব্যবসায়ীরা

আশুলিয়ায় রোকসানা হত্যাকাণ্ডের মূলহোতা সোহাগকে গ্রেফতার

জকিগঞ্জের হাজীগঞ্জে ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন

বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া মাতৃ ভাষাগুলোকে পাঠ্য বইয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে: পার্বত্য উপদেষ্টা

আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ সফল করতে মানিকগঞ্জে হেফাজতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ইবিতে মারধরের শিকার সেই সাংবাদিক হলের অবৈধ শিক্ষার্থী- হল প্রভোস্ট

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানি স্কুলশিক্ষার্থীদের সাফল্য

আনোয়ারায় ধানক্ষেতে ফিল্মি স্টাইলে কৃষক পিটিয়ে লাপাত্তা দুর্বৃত্তরা

বগুড়ায় এনসিপির সমাবেশে দফায় দফায় হাতাহাতি, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: সারজিস আলম

কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রথম যৌথ দলিল অনুমোদন করবে ইসলামী দেশগুলো

সাভারে রাজউকের অভিযান, সাতটি বাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ

গফরগাঁওয়ে ছাদ থেকে পড়ে মাদরাসার শিক্ষকের রহস্যজনক মৃত্যু

রাজশাহী শিক্ষাবোর্ডে দুদকের অভিযান, ৯১টি ফাইল উদ্ধার