বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার সুযোগ নেই : রিজওয়ানা হাসান
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত চুপ হয়ে যাওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, সংকট নিরসনে আন্তরিক বা কার্যকর কোনো উদ্যোগ...