চিকিৎসক সাবিরা হত্যা: রহস্যের কিনারা হয়নি ৩ বছরেও
২০২১ সালের ৩০ মে রাজধানীর কলাবাগানে নিজ বাসায় চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধারের পর থেকেই এই খুন নিয়ে রহস্য সৃষ্টি হয়। হত্যার তিন বছর পার হয়ে গেলেও সেই রহস্যের কিনারা হয়নি। নানা প্রশ্ন সামনে এলেও মিলছে না উত্তর। মামলাটি থানা পুলিশ ও ডিবি হয়ে এর তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। এ মামলার তদন্ত ঘুরপাক খাচ্ছে একই...