শিল্পী আনোয়ারুল হকের ১২৪তম জন্মবার্ষিকী কাল
বিশিষ্ট শিল্পী খন্দকার আনোয়ারুল হকের (মেঘদূত) ১২৪তম জন্ম বার্ষিকী কাল। এ উপলক্ষে মেঘদূত স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের কবরে ফাতেহা পাঠ এবং বিকেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টি এসসি’র চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্পী মেঘদূত ১৯০১ সালের ৪ জানুয়ারি রাঙ্গামাটিতে জন্ম গ্রহণ করেন। বিগত ২০০০ সালের ১০ মার্চ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।