মনোনয়ন প্রত্যাহার করে ফিরোজ রশীদ বললেন, নির্বাচন করার ইচ্ছা নেই
শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। ঢাকা-৬ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি নিজেই গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা নেই। তাই চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেওয়া হয়।
এ ছাড়া একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা...