কিশোরগঞ্জ-৬ এ আসনে পাপনেই ভরসা আওয়ামী লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে শুধু তিনিই মনোনয়নপত্র কিনেছিলেন। গত সংসদেও তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।