তামাক বিরোধী কাজের জন্য প্রশিক্ষকদের এওয়ার্ড প্রদান করবে বিএমইটি
বিএমইটি’র আওতাধীন ১১০ টি প্রশিক্ষণ সেন্টারে ড্রাইভিং ও পিডিও ক্লাসে যে সকল প্রশিক্ষক তামাক বিরোধী ভালো কাজ করবে তাদেরকে বাৎসরিক এওয়ার্ড প্রদান করবে বিএমইটি। আগামী ১ সেপ্টেম্বর হতে বিএমইটির হেড অফিস সহ সকল আঙ্গিক প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত হিসেবে গড়ে তোলার বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএমইটি’র মহাপরিচালক। মঙ্গলবার (২৯ আগস্ট) বিএমইটি’র মহাপরিচালকের সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ড্রাইভিং প্রশিক্ষণ সংস্থাসমূহের (ঢাকাস্থ) সাথে...