সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে
শিশু অন্ধত্বের অন্যতম কারণ রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (আরওপি) কার্যকরভাবে ব্যবস্থাপনা না করা হলে দৃষ্টিহীন মানুষের সংখ্যা বাড়বে বাংলাদেশে।
রোববার (3 b‡f¤^i) ঢাকায় অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এমন সতর্কতা উচ্চারণ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার এবং অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।
তিনি বলেন, আরওপিজনিত দৃষ্টিহীনতা রোধ করতে ব্যর্থ হলে দেশে প্রতিবছর...