বিশ্ব কিডনি দিবস আজ
০৮ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ এএম

বিশ্ব কিডনি দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব কিডনি দিবস পালিত হবে। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সবার জন্য সুস্থ কিডনি’। কিডনী দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসাপাতালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই রোগের কারণ জেনে সচেতন থাকতে বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জানতে হবে কী ভাবে রোগ আটকানো যায়। বিশেষজ্ঞরা বলছেন, কিডনী রোগে উপসর্গ বিহীন। কিডনীর কার্যক্ষমতা প্রায় ৯০ শতাংশ হ্রাস পেলে উপসর্গ প্রকাশ পায়। কিডনি বিকল হওয়ার অন্যতম কারন প্রদাহ, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ। এছাড়া অপ্রজনীয় অ্যান্টিবায়টিক ও ব্যথানষক সেবনেও কিডনি বিকল হতে পারে।
কিডনির রোগের মধ্যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হল অন্যতম। ক্রনিক কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা মূলত দুটি - প্রতিস্থাপণ ও ডায়ালাইসিস। কিন্তু দেশের কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা সুবধা অপ্রতুল। প্রতি ১৫ লাখ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র এক জন। আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশ ডায়ালাইসিস সুবিধা পেয়ে থাকেন। চিকিৎসক ও দাতার অভাব এবং আইনী জটিলতায় প্রতিস্থাপনের সুযোগও সীমিত। সব মিলিয়ে ভাল নেই দেশের কিডনি রোগীরা।
দেশের একমাত্র বিশেষায়িত কিডনি হাসপাতাল দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী’তে (কিডনি হাসপাতাল) সরকারিভাবে ডায়ালাইসিস সেবা একেবারেই অপ্রতুল। অন্যদিকে প্রতিস্থাপন সেবা নেই বললেই চলে। দেশে ন্যূনতম সেবাটুকুও বেসরকারি প্রতিষ্ঠান নির্ভর। ফলে ৭৫ থেকে ৮০ শতাংশ কিডনি রেগী থেকে যান ডায়ালাইসিস সেবার বাইরে। এরসঙ্গে প্রতি বছর নতুন করে যুক্ত হন আরও ১০ হাজার রোগী।
এ বিষয়ে কিডনি হাসপাতালের পরিচালক প্রফেসর বাবরুল আলম বলেন, ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ২২ ইউনিট ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ৪৪ ইউনিট (মোট ১৫৪০ শয্যা) সম্প্রসারণ প্রকল্প চলমান। এছাড়া কিডনি হাসপাতালে প্রতি সপ্তাহে দুটি কিডনি প্রতিস্থাপণের ব্যবস্থা করা হয়েছে। মরণোত্তর কিডনি দানের মাধ্যমে প্রতিস্থাপণ বাড়ানো সম্ভব। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর ডা. হারুন অর রশীদ বলেন, দেশের সব কিডনি রোগীকে ডায়ালাইসিস সেবার আওতায় আনেত স্বাস্থ্য বাজেট তিনগুণ বাড়াতে হবে।
বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় কিডনি রোগের প্রাদুর্ভাব বেশি। এক সমিক্ষায় দেখা যায়, বাংলাদেশে ১৭ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। কিডনি রোগের ৫ টি পর্যায় রয়েছে। এর সর্বশেষ পর্যায়ে হলো কিডনি বিকল, যার চিকিৎসা ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন। ইউনাইটেড স্টেটস রেনাল ড্যাটা সিসটেম’র তথ্য অনুযায়ী বাংলাদেশে ২০২০ সালে শেষ পর্যায়ের কিডনি বিকল রোগী ছিলেন প্রতি মিলিয়নে ১০৯ জন। ২০১০-২০২০ এই ১০ বছরে এই রোগী বেরেছে প্রায় আড়াইগুণ।
বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে ১০ হাজার ৮৪১ জন কিডনি রোগে মৃত্যু বরণ করেন। ২০২১ সালে প্রকাশিত নেফ্রোলজি ওয়ালর্ডোয়াইড পুস্তকের নেফ্রোলজি ইন বাংলাদেশ প্রবন্ধে বলা হয়েছে, কিডনি বিকল রোগীদের মাত্র ৫ শতাংশ প্রতিস্থাপণের সুযোগ পান।
রেনাল এসোসিয়শনের তথ্যমতে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৬ ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডর এর সহায়তায় ডায়ালাইসিস সেবা চালু হয়। এ দুটি সেন্টারে বছরে প্রায় ৩০ হাজার ডায়ালাইসিস সেশন পরিচালিত হচ্ছে। তবে সরকারের সঙ্গে চুক্তি জটিলতার কারেন, কিছু দিন পরপর এই প্রতিষ্ঠান ডায়ালাইসিস সেবা বন্ধ রাখে। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা।
বিশ্বে প্রতি ১০ জনে ১ জন ক্রনিক কিডনী ডিজিস বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। বয়স্কদের মধ্যে এই হার আরও বেশী। ৬৫ থেকে ৭৫ বছর বয়সীদের মধ্যে প্রতি ৫ জনে ১ জন পুরুষ এবং ৪ জনে ১ জন নারি কিডনি রোগে ভুগছেন। ৭৫ বছর বা তদূর্ধ্বে ব্যক্তিদের অর্ধেকই কিডনি জটিলতায় আক্রান্ত। বিশ্বব্যাপী কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে ২০০৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ

ধামরাইয়ে বেপরোয়া মাটি ব্যবসায়ীরা

চিলমারী-রৌমারী রুটে ৯০ দিন ফেরি বন্ধ

সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে' - শামা ওবায়েদ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে