ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা জানেন না রাজউক
০৮ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম
পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার ভবনটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজউকের পরিচালক হামিদুর রহমান। সাততলা ভবনটি আইন কানুন মেনে গড়ে তোলা হয়েছে কি না, এই প্রশ্নে তিনি বলেন, গতকাল (আজ) অফিস বন্ধ। তাই ভবনটি বৈধ না অবৈধ, বা কখন অনুমতি নিয়েছে, তা জানা সম্ভব নয়। ভবনটি বৈধ না অবৈধ- এমন প্রশ্ন শুনে তিনি বলেন, কাগজপত্র দেখে বলা যাবে। সাততলা এই ভবনটির দুই পাশে আছে আরও দুটি বহুতল ভবন। দক্ষিণপাশের সাততলা ভবনটি ঘেঁষেই গড়ে তোলা হয়েছে ক্যাফে কুইন ভবন। উত্তরপাশের ভবনটির সঙ্গে ফাঁকা রাখা হয়েছে দুই ফুট।
ভবনটি কবে তৈরি, সরকারের নিয়মকানুন মেনে বানানো হয়েছে কি না এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ঘটনাস্থল পরিদর্শনে আসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন পরিচালক। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে কিছু তথ্য জানা গেলেও তিনি নিজের নাম প্রকাশ করতে চান না। তার ভাষ্য, ভবনটি তৈরি হয় চার দশক আগে। শুরুতে ছিল তিন তলা। পরে তা আরও চার তলা বাড়ানো হয়। যার হাত ধরে ভবনটি তৈরি হয়, তিনি মারা গেছেন এক দশক হল। এখন তার ছেলেদের মালিকানায় রয়েছে ভবনটি। ভবনের নিচের দুটি ফ্লোরে ছিল মূলত স্যানিটারি সামগ্রীর দোকান ও গুদাম, তৃতীয় তলায় ছিল ‘ক্যাফে কুইন’ নামে একটি রেস্তোরাঁ, যেটি বেশ কয়েক বছর ধরে বন্ধ। বন্ধ হয়ে যাওয়া ওই খাবারের দোকানের কারণেই সাত তলা দালানটি ‘ক্যাফে কুইন ভবন’ নামে পরিচিতি পেয়েছে। এর ওপরের কয়েকটি ফ্লোর ছিল আবাসিক। সেখানে কিছু ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, কিছু ফ্ল্যাটে মালিকদের পরিবার থাকত। তবে দুর্ঘটনার পর তাদের পাওয়া যায়নি।
গত মঙ্গলবার বিকেলে যখন সরগরম কেনাবেচা চলছিল, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ভবনের নিচের অংশে। তাতে নর্থ সাউথ রোডের ১৮০/১ নম্বর হোল্ডিংযে ওই ভবনের নিচের দুটি ফ্লোরের ছাদের একাংশ ধসে বেজমেন্টে পড়ে। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন। ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক গতকাল পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়। নিখোঁজ আরও কয়েকজনের স্বজনরা ভিড় করে আছেন ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে। পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধারকর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। বিস্ফোরণে ক্যাফে কুইন ভবনের নিচতলার উত্তরপাশের সালু এন্টারপ্রাইজ ও দক্ষিণের ভবনের নিচতলার বাদশা ট্রেডিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের আন্ডারগ্রাউন্ড, একতলা ও দোতলা স্যানিটারির দোকান, তৃতীয় তলায় সুজুতি এন্টারপ্রাইজ আর চতুর্থ ও পঞ্চম তলায় ভবন মালিকের দুই ছেলে ও পরিবার থাকত। পঞ্চম ও ষষ্ঠ তলায় থাকত ভাড়াটিয়া। ভবনটি কবে গড়ে উঠেছে, সে বিষয়ে স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেল কিছু তথ্য। একজন বললেন, “এটি ৪০ বছর আগের। আগে তিন তলা ছিল। তৃতীয় তলায় ক্যাফে কুইন হোটেল ছিল।
তিনি জানান, ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। মারা গেছেন এক দশক হয়ে গেল। তার তিন ছেলে। এদের একজন থাকেন দেশের বাইরে। দুই জন ওই ভবনেই থাকেন। তবে ভবন মালিকদের কাউকে খুঁজে পাওয়া গেল না। তাদের নামও কেউ বলতে পারছিলেন না। সেই ব্যক্তি জানালেন, রেজাউর রহমান মারা যাওয়ার পর খাবার হোটেলটি আর চালাননি ছেলেরা। অন্য একজন বললেন, আগে হোটেলের রান্না ঘর ছিল আন্ডারগ্রাউন্ডে। পরে দোকান বানানো হয়। ভবনটি পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিতাসের পরিচালক সেলিম মিয়া। তার মতে, পাইপলাইনের গ্যাস এই বিস্ফোরণের কারণ নয়। এই সিদ্ধান্তে আসার যুক্তি হিসেবে তিনি বলেন, নিচে একটি রাইজার পাওয়া গেছে। তবে রাইজারটি অক্ষত ছিল। কাজেই বিস্ফোরণ অন্য কোনো গ্যাস থেকে হতে পারে। ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আছে অন্যান্য সংস্থাও। র্যাবের বম ডিসপোজাল ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান বলেন, আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে কোনো অগ্নিকাণ্ড নয়, এখানে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি গ্যাস লাইন লিকেজ বা অন্য কোনো কারণে ঘটতে পারে। তবে বিস্ফোরণের মাত্রাটা অনেক বড় ছিল। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এই ঘটনার জন্য দায়ী কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এই আশঙ্কা কম। একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। আমরা এখানে নমুনা সংগ্রহ করেছি এবং সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব। ভবনটিতে কেউ আটকা পড়ে আছে কি না, সেটি অনুসন্ধানে কাজে লেগেছে ডগ স্কোয়াডও। উচ্চ ঝুঁকির কারণে ভেতরে উদ্ধারকর্মীদের অভিযান কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ভেতরে কেউ আছেন কি না, সেটি খুঁজে বের করতে ভরসা ডগ স্কেয়াড। র্যাবের পাশাপাশি পুলিশের কুকুরগুলোও এই কাজ করছে।
##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’